বুমরাহর সফল অস্ত্রোপচার, ফিরতে লাগবে ৬ মাস
জাসপ্রিত বুমরাহ ক্রাইস্টচার্চে পিঠে অস্ত্রোপচার করেছেন। নিউজিল্যান্ড থেকে জানানো হয়েছে অপারেশন সফল হয়েছে এবং এই ক্রিকেটার ভালো আছেন। বলা হচ্ছে, অস্ত্রোপচারের ধকল কাটিয়ে মাঠে ফিরতে কমপক্ষে ছয় মাস সময় লাগবে এই পেসারের।
ক্রাইস্টচার্চের ফোর্ট অর্থোপেডিকস হাসপাতালের সঙ্গে যুক্ত একজন প্রখ্যাত অর্থোপেডিক সার্জন ডা. রোয়ার শুটেন বুমরাহর অস্ত্রোপচার করেছেন। পূর্বে তিনি জফরা আর্চার ছাড়াও জেমন প্যাটিনসন এবং জেসন বেহরেনডর্ফের মতো ক্রিকেটারসহ অনেক ক্রীড়িবিদদের চিকিৎসা করেছেন।
বলা হচ্ছে, বিসিসিআইয়ের কাছে ডা. শোটেনের নাম সুপারিশ করেছেন শেন বন্ড। সাবেক নিউজিল্যান্ড পেসার এখন মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচ, যে দলে বুমরাহ খেলেন। যদিও এই মুহূর্তে বুমরাহ চিকিৎসার বিস্তারিত নিয়ে মুখ খুলতে নারাজ সবাই।
বিসিসিআইয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। বোর্ডের সূত্রগুলো বলছে, মাঠে ফিরতে কমপক্ষে ২৪ সপ্তাহ সময় লাগবে ভারতীয় পেসারের। সম্ভবত আগস্টের মধ্যে ফিরতে পারবেন নেট অনুশীলনে।
তাই সেপ্টেম্বরে এশিয়া কাপে না পেলেও অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপে বুমরাহকে পাওয়ার বিষয়ে আশাবাদী ভারত।
আরএ/