ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে রাতে আবুধাবি যাচ্ছে যুবারা
ফাইল ছবি
আফগানিস্তান ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের অংশগ্রহণে ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট খেলতে মঙ্গলবার (৭ মার্চ) রাতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ত্রিদেশীয় টুর্নামেন্টের পাশাপাশি বাংলাদেশ দল আফগানিস্তানের যুবাদের সঙ্গে একটি চার দিনের ম্যাচও খেলবে। সবগুলো খেলায় অনুষ্ঠিত হবে আবুধাবি ওভালে।
এই সফরের জন্য বাংলাদেশের ১৬ সদস্যের দল ঘোষণা করা হলেও নেতৃত্ব দেবেন দুইজন। ৪ দিনের ম্যাচে অধিনায়কত্ব করবেন শাহরিয়ার সাকিব। ত্রিদেশীয় টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দেবেন আহরার আমিন।
বাংলাদেশ দলের সফর শুরু হবে চার দিনের ম্যাচ দিয়ে। খেলা শুরু হবে ১২ মার্চ। টুর্নামেন্ট শুরু হবে ১৬ মার্চ বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দিয়ে। খেলা হবে ডাবল লিগ পদ্ধতিতে। এরপর পয়েন্ট টেবিলের সেরা দুই দল খেলবে ফাইনাল, ৩০ মার্চ। বাংলাদেশের দ্বিতীয় খেলা ২০ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর ২৪ মার্চ আবার খেলবে আফগানিস্তানের বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে ফিরতি ম্যাচ ২৬ মার্চ। ফাইনালে উঠতে পারলে বাংলাদেশ ফাইনাল খেলবে ৩০ মার্চ। পরের দিন বাংলাদেশ দল দেশে ফিরে আসবে।
এমপি/এসজি