বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ | ১৩ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বাংলাদেশের সঙ্গে কম ম্যাচ খেলাতে অবাক ইসিবি চেয়ারম‌্যান

বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালে। কিন্তু এটি পেতে পারত আগের বছর। না পাওয়ার কারণ ছিল ইংল‌্যান্ড ও অস্ট্রেলিয়ার সমর্থন না করা। এই দুই দেশের সমর্থন নিয়ে পরের বছর বাংলাদেশ পায় ক্রিকেটের বনেধি পরিবারের সদস‌্য পদ।

টেস্টের সদস‌্য পদ পেতে বাংলাদেশ যেমন এই দুইটি দেশের বিরোধিতার মুখে পড়েছে তেমনি টেস্ট মর্যাদা পাওয়ার পরও তাদের অসহযোগিতা বিদ‌্যমান। দুটি দেশই যেমন বাংলাদেশে এসে আতিথিয়েতা নেওয়ার ক্ষেত্রে আগ্রহী হয় না তেমনি আতিথিয়েতা দিতেও। শাক দিয়ে মাছ ডাকার মতো দুইটি দেশ বাংলাদেশে খেলতে আসে আবার বাংলাদেশকে নিয়ে যায় নিজেদের দেশে।

টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৩ বছরের পথ পরিক্রমায় অস্ট্রেলিয়া একবার মাত্র বাংলাদেশকে টেস্ট খেলার আতিথিয়েতা দিয়েছে। খেলতে এসেছে দুইবার। অস্ট্রেলিয়ার তুলনায় ইংল‌্যান্ড ক্রিকেট বোর্ড অবশ‌্য কিছুটা উদার। তারা তিনবার বাংলাদেশে খেলতে এসে দুইবার দিয়েছে আতিথিয়েতা। দুইবারই বাংলাদেশ ক্রিকেটের মক্কা বলে পরিচিত লর্ডসে টেস্ট খেলেছে।

এই যে দুইটি দেশ বাংলাদেশকে আতিথিয়েতা দেওয়ার ক্ষেত্রে নাক উঁচু মনোভাব দেখায় সেখানে যেন আইসিসির কোনও কিছু কিরণীয় থাকে না। আসলে আইসিসি নিধিরাম সর্দার। ঢাল নেই, তলোয়ার নেই।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের উত্তরোত্তর উন্নতি দেখে ইংল‌্যান্ডের ক্রিকেটে বোর্ডের কর্তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে শুরু করেছে। বাংলাদেশের বিপক্ষে বেশি বেশি ম‌্যাচ খেলার আগ্রহ দেখিয়েছেন ইংল‌্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম‌্যান রিচার্ড থমসন।

বাংলাদেশ-ইংল‌্যান্ড সিরিজের ওয়ানডে ম‌্যাচ দেখতে ইসিবির চেয়ারম‌্যানের সঙ্গে তাদের সিইও রিচার্ড গাউল্ডও এসেছেন। মিরপুরে বসে দেখেছেন প্রথম দুইটি ওয়ানডে ম‌্যাচ। প্রথম ম‌্যাচে মাত্র ২০৯ রান করেও বাংলাদেশের লড়াকু খেলা ইসিবি চেয়ারম‌্যানকে মুগ্ধ করেছে। এই মুগ্ধতায় তার কন্ঠ থেকে বের হয়ে এসেছে বাংলাদেশের বিপক্ষে বেশি বেশি ম‌্যাচ খেলার আগ্রহ। তার এই আগ্রহের কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুণ হাসান পাপন।

সোমবার চট্টগ্রামে ইংল‌্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম‌্যাচে বাংলাদেশ ৫০ রানে জয় পাওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘ ইসিবি সভাপতি বাংলাদেশে খেলার পরিবেশ, আয়োজন দেখে মুগ্ধ হয়েছেন। প্রথম ম‌্যাচে বাংলাদেশ লড়াই করছে দেখে সে জানিয়েছে কেন ইংল‌্যান্ডের বিপক্ষে আমাদের আরও বেশি খেলা হচ্ছে না তা সে বুঝতে পারছে না।’

বিসিবি সভাপতি বলেন, ‘তিনি নতুন দায়িত্ব পেয়েছেন। আমাকে বলেছেন এবার গিয়ে তিনি এ বিষয়টির উপর নজর দেবেন। আমাদের সঙ্গে কো-অপারেশন আরও কিভাবে বাড়ানো যায় তা তিনি দেখবেন। ‘এ’ টিম থেকে শুরু করে অনুর্ধ্ব-১৯ টিম, কোচিংয়ের ব‌্যাপার এক্সচেঞ্জ প্রোগ্রাম করবে।’

এমপি/এসআইএইচ

 

Header Ad

দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে, এখন গড়ার পালা: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ স্বৈরাচারকে বিতাড়িত করেছে। আমরা স্বৈরাচারমুক্ত হয়েছি। এখন সামনের দিনে দেশ গড়ার পালা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত শহীদ আবুল কাশেম কলেজ মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আমাদের লক্ষ্য রাখতে হবে, শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার হলেই হবে না প্রফেশনাল খেলোয়াড়, প্রফেশনাল সাংস্কৃতিক ব্যক্তিত্বও তৈরি করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে এর ওপর জোর দেওয়া হবে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন নতুনকুড়ি নামে অনুষ্ঠান হতো, সেখানে নতুন প্রজন্মকে ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গণে দক্ষ করে তুলতে কাজ করা হতো। আবারও আমরা সুযোগ পেলে সেই কর্মসূচি চালু করবো।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সমাজে ধারণা হলো, পড়ালেখা করে ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি করতে হবে, কিন্তু আমার ব্যক্তিগত অভিমত হলো, প্রফেশনাল খেলোয়ার, সাংস্কৃতিক কর্মীও দেশ, সমাজ ও পরিবারের জন্য কাজ করবে। এতে কর্মসংস্থান তৈরি হবে। তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যারা অভিজ্ঞ তাদেরকে নিয়োগ করা হবে। বিএনপি সরকার গঠনে সক্ষম হলে, ভবিষ্যৎ প্রজন্ম থেকে আন্তর্জাতিক মানের খেলোয়ার, আর্কিটেক, বক্তা তৈরিতে কাজ করবে।

বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।

Header Ad

রেলের নতুন মহাপরিচালক হলেন আফজাল হোসেন

রেলের নতুন মহাপরিচালক আফজাল হোসেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেলেন মো. আফজাল হোসেন। তিনি সরদার সাহাদাত আলীর স্থলাভিষিক্ত হবেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব উজ্জ্বল কুমার ঘোষের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নতুন ডিজি নিয়োগের তথ্য জানানো হয়। এ আদেশ আগামী ৮ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে আদেশে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. আফজাল হোসেন মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ে, রেলভবন, ঢাকা এর দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপন। ছবি: সংগৃহীত

সৎ, কর্মনিষ্ঠ ও সদালাপী হিসাবে পরিচিত আফজাল হোসেন এর আগে অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো), রেলভবন, ঢাকা (চ.দা.) এবং নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে প্রকল্প পরিচালক, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প পদে দায়িত্ব পালন করেন।

Header Ad

২২ হাজার ৫০০ কোটি টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক

ছবি: সংগৃহীত

নতুন করে ২২ হাজার ৫০০ কোটি টাকা ছাপিয়ে দুর্বল ৬টি ব্যাংককে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ড. আহসান এইচ মনসুর জানান, আগামী রবিবার থেকে এসব ব্যাংকগুলোতে টাকা পেতে শুরু করবে গ্রাহকরা। তবে প্রয়োজন ছাড়া অতিরিক্ত টাকা না তুলতে গ্রাহকদের অনুরোধ করেন তিনি।

গভর্নর বলেন, আমরা দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহযোগিতা দিচ্ছি। আমানতকারীদের সুরক্ষার জন্যেই এটি দেওয়া হচ্ছে। এরই মধ্যে ২২ হাজার ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, ব্যাংক খাতে অস্থিরতা দূর করতে চায় কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া হবে, গ্রাহকদের আমানত নিয়ে চিন্তার কিছু নেই, এ নিয়ে মাথা ব্যথা বাংলাদেশ ব্যাংকের।

এ সময় আহসান এইচ মনসুর আরও বলেন, ব্যাংকিং খাতের অবস্থা খারাপ হচ্ছে না বরং আগে থেকেই খারাপ ছিল। এখন সে অবস্থার উন্নতি করার চেষ্টা করা হচ্ছে। আমরা একদিকে তারল্য দেবো, অন্যদিকে পুরানো টাকা আস্তে আস্তে বাজার থেকে সরিয়ে নেবো। এতে দেশের মূল্যস্ফীতি কমে আসতে পারে।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই তিনি বলেছিলেন, নতুন করে আর টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া হবে না।

Header Ad

সর্বশেষ সংবাদ

দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে, এখন গড়ার পালা: তারেক রহমান
রেলের নতুন মহাপরিচালক হলেন আফজাল হোসেন
২২ হাজার ৫০০ কোটি টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক
বিচারককে ডিম ছুড়ে মারা আইনজীবীদের সনদ বাতিল হবে: খোকন
নাম থেকে ‘বচ্চন’ উপাধি ফেলে দিলেন ঐশ্বরিয়া, তবে কি বিচ্ছেদ চূড়ান্ত
আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে নেই বিএনপি: মাহমুদুর রহমান মান্না
সংসদ সদস্য হিসেবে প্রথমবার সংসদে প্রিয়াঙ্কা গান্ধী, নিলেন শপথ
ইউক্রেনকে লক্ষ্য করে ১৮৮ মিসাইল-ড্রোন ছুড়ল রাশিয়া
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ক্যাডার পদ ৩ হাজার ৪৮৭
রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইসকন নিষিদ্ধের বিষয়টি দেখছে
৯ দফা দাবিতে সচিবালয়ে মহাসমাবেশের ডাক
চিন্ময় কৃষ্ণ দাসের দায় নিতে অস্বীকার ইসকনের
ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে: সোহেল তাজ
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি বিকেলে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে
বকেয়া বেতনের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
রাজধানীতে হাসনাতকে আবারও ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা
থমকে গেছে অর্থ পাচারের অনুসন্ধান, তদন্তে এস আলমের প্রভাব
ভারতে পালানোর সময় চট্টগ্রামের পুরোহিত আশীষ আটক
নাটকীয় হারে গ্লোবাল সুপার লিগ শুরু রংপুরের
বাংলাদেশের নেতৃত্বকে বিভক্তি এড়িয়ে ঐকমত্যে কাজ করার আহ্বান মাহাথিরের