এক জয়ে ছয় থেকে চারে বাংলাদেশ
বাংলাদেশ ইংল্যান্ডের ওয়ানডে সিরিজ ছিল ওয়ানডে বিশ্বকাপে সুপার লিগের অংশ। কিন্তু এই বিষয়টা পুরোটাই আড়ালে ছিল। এই আড়ালে থাকার কারণ দুই দলই বিশ্বকাপের ক্রিকেট আগেই নিশ্চিত করে ফেলেছিল যে কারণে সিরিজটি ছিল শুধুই নিয়ম-রক্ষার। নিয়ম রক্ষার সিরিজ ২-১ ব্যবধানে জিতে ইংল্যান্ড পয়েন্ট টেবিলের তিন থেকে শীর্ষে এবং বাংলাদেশ ছয় থেকে চারে উঠে এসেছে।
নিয়ম রক্ষার সিরিজ ইংল্যান্ড শুরু করেছিল পয়েন্ট টেবিলের তিনে থেকে বাংলাদেশের অবস্থান ছিল ছয়ে। প্রথম ২ ম্যাচ জিতে নিউজিল্যান্ড ও ভারতকে টপকে ইংল্যান্ড উঠে যায় শীর্ষে।
২১ ম্যাচে ১৩৫ পয়েন্ট নিয়ে খেলা শুরু করা ইংল্যান্ডের পয়েন্ট দাঁড়ায় ২ ম্যাচ শেষে ১৫৫। নিউজিল্যান্ডে পয়েন্ট ছিল ২১ ম্যাচে ১৫০ ও ভারতের ২১ ম্যাচে ১৩৯। ১৮ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ছিল ১২০। কিন্তু শেষ ম্যাচে ইংল্যান্ডকে ৫০ রানে হারিয়ে বাংলাদেশ এক লাফে উঠে এসেছে পয়েন্ট টেবিলের চারে। টপকে গেছে অস্ট্রেলিয়া (১২০) ও পাকিস্তানকে (১৩০)।
এমপি/আরএ/