চাপে থাকলে সাকিব ভালো খেলে: তামিম
যেখানে চোখ রাঙ্গানি ছিল হোয়াইটওয়াশের, সেখানে বাংলাদেশ ম্যাচ জিতেছে। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয়া ইংলিশরা শেষ ম্যাচে বাংলাদেশের কাছে হার মানে ৫৯ রানে। এটি ছিল তাদের বাংলাদেশের কাছে ওয়ানডে ইতিহাসে পঞ্চম হার। বাংলাদেশ জিতে হোয়াইটওয়াশ এড়াতে পেরেছে সাকিব নামক জাদুকরের ব্যাট-বলের দ্যুতিতে। মাত্র ২৪৬ রানের পুঁজি নিয়ে ম্যাচ জেতা যায় সাকিবের মত খেলোয়াড় থাকলে। ২৪৬ রানের মাঝে সাকিবের অবদান ছিল ৭৫। আবার বল হাতে ইংল্যান্ডের ১০ উইকেটে ৪টি ছিল সাকিবের।
শেষ ম্যাচে সান্ত্বনার জয় পেয়ে হোয়াইটওয়াশ এড়াতে পেরে খুশি বাংলাদেশ শিবির এইযে সাকিবের অবদান বিশেষভাবে থাকায় সর্বত্র আবার প্রশংসিত হচ্ছে সাকিবের নাম। সংবাদ সম্মেলনে সাকিবকে ৫ নাম্বারে ব্যাট করতে পাঠানো নিয়ে পুরাণে প্রশ্ন করা হয় অধিনায়ক তামিম ইকবালকে। এই প্রশ্ন করার কারণ সাকিব দুই সিরিজ আগেও ব্যাটিং করেছেন তিনে। এখানেই তিনি সবচেয়ে বেশি সফল। ৩৬ ইনিংস ব্যাট করে সাকিব ৪৯.৫৪ গড়ে রান করেছেন ১৫.৩৯। ২টি সেঞ্চুরির সঙ্গে আছে ১৩টি হাফ সেঞ্চুরি। এখন যে ৫ নাম্বারে ব্যাটিং করছেন, সেখানে তিনি ১২৮ ইনিংস ব্যাটিং করে রান করেছেন ৩৯.৯৩। গড় ৩৫.৬৫। তার ব্যাটিং পজিশন নিয়ে তামিম বলেন, 'সাকিবের ব্যাটিং পজিশন ৪ কিংবা ৫ নম্বারে ফিক্সড।'
শেষ ম্যাচে শাকিবের অল রাউন্ড নৈপুণ্য নিয়ে তামিম বলেন, 'সোমবার (৬ মার্চ) তার পারফরম্যান্স ছিল অসাধারণ গোটা ক্যারিয়ারেই সে অসাধারণ খেলে আসছে। সে একজন দুর্দান্ত ক্রিকেটার। তার বিপক্ষে খেলা যা করও জন্য অনেক বেশি চ্যালেন্জিং। তার মানসিকতা খুবই শক্ত। সে যখন চাপে থাকে, তখন এ রকম পারফরম্যান্স করে। আগেও সে রকম পারফরম্যান্স করেছে। তার মত ক্রিকেটার যে কোনও দলের জন্য অনেক বড় আর্শিবাদ।'
এমপি/এএস