একদিনে মধ্যাঞ্চলের ১৩ উইকেট নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পথে দক্ষিণাঞ্চল
একদিনেই মধ্যাঞ্চলের ১৩ উইকেট তুলে নিয়ে শিরোপা জয়ের ঘ্রান পেতে শুরু করেছে দক্ষিণাঞ্চল। সোমবার (৬ মার্চ) কক্সবাজার স্টেডিয়ামে ফাইনাল খেলার তৃতীয় দিন মধ্যাঞ্চলেকে ফলোঅনে ফেলে দ্বিতীয় ইনিংসে তাদের আরও ৩ উইকটে তুলে নেয়। মধ্যাঞ্চল প্রথম ইনিংসে ২৩০ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেটে করেছে ৬৪ রান। এখনও তারা পিছিয়ে আছে ২০৬ রানে। দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসে ৫ উইকেটে ৫০০ রান করে ইনিংস ঘোষণা করেছিল।
তৃতীয় দিন সোমবার মধ্যাঞ্চল বিনা উইকেটে ৩৩ রান নিয়ে খেলতে নেমে দিনের শুরুতেই আব্দুল মজিদের উইকেট হারায়। পতনের এই ধারা অব্যাহত থাকলে শতরানের আগেই তারা ৯২ রানে ৬ উইকেট হারায়। সপ্তম উইকেট জুটিতে জাকের আলী (৫৩) ও আরিফুল হক (৪০) ৬৪ রান যোগ করলে দলের নাজুক অবস্থা কিছুটা রক্ষা পায়। আরিফুল আউট হওয়ার পর জাকের আলী অষ্টম উইকেট জুটিতে আবু হায়দারকে নিয়ে ৫৬ রান যোগ করলে দলের রান দুইশ পার হয়। আবু হায়দার ৩৯ রান করে আউট হন। এই জুটি ভাঙ্গার পরপরই জাকের আলী ৫৩ রান করে নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার পর ২৩০ রানে শেষ হয় তাদের ইনিংস। নাজমুল ইসলাম ৬১ রানে ৩টি এবং এনামুল হক ৭ ও সুমন খান ৩৫ রানে ২টি করে উইকেট।
ফলোঅনে পড়ে মধ্যাঞ্চল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও সুবিধা করতে পারেনি। আবারও পড়ে ব্যাাটিং বিপর্যয়ে। ৪ রানে হারায় দুই ওপেনার আব্দুল মজিদ ও সৌম্য সরকারকে। দলীয় ৫ রানে কোনও রান করেই ফিররে যান শুভাগত হোম। যেভাবে উইকেট পড়া শুরু হয়েছিল তাতে মনে হয়েছে তৃতীয় দিনই খেলা শেষ হয়ে যাবে। কিন্তু চতুর্থ উইকেট জুটিতে মোহাম্মদ মিঠুন ও জাকের আলী প্রতিরোধ গড়ে আর কোনও উইকেটের পতন হতে দেননি। মিঠুন ৪০ ও জাকের আলী ১৯ রান নিয়ে চতুর্থ দিন আবার ব্যাট করতে নামবেন। মঈন খান ১৫ রানে ২টি ও খালেদ আহমেদ ১৬ রানে নেন ১টি করে উইকেট।
এমপি/এএস