বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১৩ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

ইংল্যান্ড ‘বধ’ মিশনে সাকিবের ৩০০

বাংলাদেশের জন‌্য মাইলস্টোনের ম‌্যাচ ছিল শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ইংল‌্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম‌্যাচ। ম‌্যাচটি ছিল মিরপুরের ২০০তম ম‌্যাচ। এমন একটি ম‌্যাচে বাংলাদেশ হেরেছিল খুবই বাজেভাবে। সেই সঙ্গে হাতছাড়া হয় সিরিজও। সব হারিয়ে নিয়মরক্ষার সিরিজের শেষ ম‌্যাচে চট্টগ্রামে এসে ধরা দেয় সব সাফল‌্য। বাংলাদেশ জয় পায় পাক্কা ৫০ রানে। ম‌্যাচে আবার সাকিব আল হাসান বিশ্বের ১৩তম বোলার হিসেবে ৩০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন। সঙ্গে বোনাস হিসেবে ছিল ম‌্যাচসেরার পুরস্কারও।

৩০০ উইকেট থেকে সাকিব ৪ উইকেট দূরে ছিলেন। অভিষিক্ত রেহান আহমেদকে আউট করে সাকিব তার ৩০০তম শিকার পূর্ণ করেন। রেহান হয়তো নিজেও খুশি হবেন সাকিবের এমন অর্জনে নিজেকে জড়িত রাখতে পেরে।

সাকিব এই অর্জন স্পর্শ করতে ম‌্যাচ খেলেছেন ২২৭টি। এই ম‌্যাচ খেলার দিক দিয়ে তিনি আবার আরেকটি অর্জন ছুঁয়েছেন। তা হলো ৩০০ উইকেট পাওয়ার ক্ষেত্রে দ্বিতীয় দ্রুততম বোলার হওয়া। সাকিবের আগে এই অর্জনে আছেন লঙ্কান গ্রেট মুত্তিয়া মুরালিধরন। তিনি ৩০০ উইকেট নিতে ম‌্যাচ খেলেছিলেন ২০২টি। মুরালিধরনের উইকেট ৩৫০ ম‌্যাচে ৫৩৪টি।

সাকিবের সামনে যেসব বোলার আছেন তাদের সবাই ক্রিকেটে ‘ইতি’ টেনেছেন। ১২ জনের সবাইকে অতিক্রম করা সম্ভব হবে না সাকিবের পক্ষে। কিন্তু কয়েকজন আছেন তার হাতছোঁয়া দূরত্বে। একেবারে কাছেই আছেন ৩০৫ উইকেট নিয়ে নিউ জিল‌্যান্ডের ড‌্যানিয়েল ভেট্টোরি। ভারতের জাবাগাল শ্রীনাথের উইকেট ৩১৫টি। শ্রীনাথকে সম্ভব না হলেও আয়ারল‌্যান্ডের বিপক্ষে ৩ ম‌্যাচের সিরিজে ভেট্টোরিকে টপকে যাওয়া সম্ভব সাকিবের।

এ ছাড়া এ বছরই শ্রীনাথের পাশাপাশি সনাথ জয়সুরিয়ার ৩২৩ উইকেটও টপকে যাওয়ার সম্ভাবনা আছে সাকিবের। কারণ আয়ারল‌্যান্ডের বিপক্ষে সিরিজের পর পাল্টা সিরিজ খেলতে বাংলাদেশ যাবে ইংল‌্যান্ডে। এরপর আছে এশিয়া কাপ, আফগানিস্তানের বিপক্ষে সিরিজ। তারপর বিশ্বকাপ ক্রিকেট। উইকেট পাওয়া অব‌্যাহত থাকলে এদেরকে অতিক্রম করে একসময় অনিল কুম্বলের ৩৩৭, মালিঙ্গার ৩৩৮ উইকেট অতিক্রম করা সময়ের ব‌্যাপার শুধু সাকিবের।

তবে ব্রেট লির ৩৮০, ম‌্যাকগ্রার ৩৮১, শন পোলকের ৩৯৩, শহীদ আফ্রিদির ৩৯৫, চামিন্দা ভাসের ৪০০, ওয়াকার ইউনুসের ৪১৬ উইকেট টপকে যেতে সাকিবকে অবশ‌্য বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে। কিন্তু ওয়াসিম আকরামের ৫০২ কিংবা মুরালিধরনের ৫৩৪ উইকেট হয়তো সাকিবের টপকানো সম্ভব হবে না।

এমপি/এসজি

Header Ad
Header Ad

প্রথম প্রেমিককে প্রাক্তন মনে করি না, সে আমার শত্রু: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছবি: সংগৃহীত

ছোটপর্দার প্রখ্যাত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ব্যক্তিগত জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেও অভিনয়ের জগতে অনড় রয়েছেন। তার অভিনয় নিয়ে ভালোবাসা এবং একাগ্রতা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য, তবে সম্প্রতি তার ব্যক্তিগত জীবনও বেশ আলোচনা সৃষ্টি করেছে।

এক সময় দীর্ঘ বিরতি নিয়েছিলেন প্রভা, সেই সময়টায় তিনি দেশ-বিদেশে ভ্রমণ করেছেন। কিছুদিন আগে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আবারও অভিনয়ে ফিরেছেন তিনি। যদিও তার ব্যক্তিগত জীবন বেশ কিছুবার মিডিয়ার শিরোনামে উঠে এসেছে, বিশেষ করে তার সহকর্মী মনোজের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে।

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রভা স্পষ্ট করে বলেন, "মনোজের সঙ্গে কখনও প্রেম ছিল না। মিডিয়াতে এ নিয়ে নানা ধরনের গুজব রটানো হয়েছিল, যা আমার এবং মনোজের স্বাভাবিক সম্পর্ককেও ক্ষতিগ্রস্ত করেছে।"

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছবি: সংগৃহীত

এছাড়া, প্রভা তার জীবনের প্রথম প্রেম নিয়ে বেশ কটু মন্তব্য করেছেন। তিনি বলেন, "প্রথম প্রেমিককে আমি কখনও প্রাক্তন মনে করি না, আমি তাকে শত্রু মনে করি। কারণ, প্রাক্তন কখনোই এতটা হিংস্র হতে পারে না। আমার জন্য, যে সম্পর্ক আমাকে অস্বস্তিতে ফেলে, সে আর কখনও আমার প্রাক্তন হতে পারে না।" তবে তিনি এই সম্পর্কের বিপরীতে বলেন, "আমি যাদের সঙ্গে সম্পর্ক করেছি, তাদের সঙ্গে অনেক সুন্দর মুহূর্ত রয়েছে, এবং সে কারণে আমি আমার 'প্রাক্তন'দের সঙ্গে এই ব্যক্তিকে তুলনা করতে চাই না।"

এছাড়া, প্রভা আরও জানান, "প্রাক্তন শব্দটি আমার কাছে গুরুত্বপূর্ণ, কারণ সে মানুষের সঙ্গে সম্পর্কের অবসান হওয়ার পরও, সেখানে কিছু সুন্দর মুহূর্ত ছিল। সে ছিল সেই মানুষ, যে আমার জন্য রাতেরবেলায় দাঁড়িয়ে ছিল, আমার পাশে ছিল।"

বর্তমানে প্রভা মেকআপ আর্টিস্ট হিসেবেও সফল হয়েছেন। যুক্তরাষ্ট্রে 'দ্য মেকআপ একাডেমি' থেকে প্রশিক্ষণ নেওয়ার পর, তিনি সেখানে কাজ শুরু করেছেন এবং নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠিত করেছেন।

Header Ad
Header Ad

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের নতুন নির্দেশনা

ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। এখন থেকে মহাখালী র‍্যাম্প ব্যবহার করে উত্তরা ও এয়ারপোর্টগামী যানবাহন চলাচল করতে পারবে।

ডিএমপি সদর দপ্তর থেকে বুধবার (২৬ ফেব্রুয়ারি) প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “ঢাকার দক্ষিণ ও পূর্ব এলাকা থেকে প্রায় সব যানবাহন তেজগাঁও-লাভ রোড ক্রসিং হয়ে তেজগাঁও-বিজয় সরণী লিংক রোডের রেল ওভারপাস সংলগ্ন র‍্যাম্প ব্যবহার করে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠছে। এতে তেজগাঁও-বিজয় সরণী লিংক রোডে যানজট তৈরি হচ্ছে।”

এ অবস্থায় যানজট কমাতে প্রাইভেট কার, মাইক্রোবাস, বাসসহ সব ধরনের যানবাহনকে মহাখালী র‍্যাম্প ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “যদি তেজগাঁও-বিজয় সরণী লিংক রোডে যানবাহনের চাপ বেশি থাকে, তবে মহাখালী বাস টার্মিনালের বিপরীত দিকের র‍্যাম্প ব্যবহার করে উত্তরা ও এয়ারপোর্ট অভিমুখে চলাচল করতে হবে।”

ডিএমপি সকল চালক ও যাত্রীদের নতুন নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে এবং যানজট কমাতে সকলের সহযোগিতা কামনা করেছে।

Header Ad
Header Ad

ডাকসু নির্বাচন করতে চাই, এতে কোনো সন্দেহ নেই: ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচন আয়োজনের বিষয়ে প্রশাসনের কোনো দ্বিধা নেই। তিনি বলেন, "আমরা নির্বাচন করতে চাই, এতে কোনো সন্দেহ নেই। কারণ, এটি 'জুলাই স্পিরিট'-এর প্রতি আমাদের কমিটমেন্ট।"

২৬ ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ঢাবি ভিসি জানান, ডাকসু নির্বাচনের জন্য তিনটি স্বাধীন কমিটি গঠন করা হয়েছে এবং প্রশাসন তাদের কাজে কোনো হস্তক্ষেপ করছে না। তিনি বলেন, "নির্বাচন কবে হবে, তা নির্ধারণ করবে এসব কমিটি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এতে কোনোভাবে নাক গলাচ্ছে না। কমিটির সুপারিশের ভিত্তিতেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।"

তিনি আরও বলেন, "আমাদের ছাত্রদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ব্যবস্থা সচল রাখতে ডাকসু নির্বাচন প্রয়োজন।"

উপাচার্য জোর দিয়ে বলেন, "আমরা ডাকসু নির্বাচন করব কারণ এটি আমাদের গণঅভ্যুত্থানের মূল স্পিরিটকে সম্মান জানানো। তবে কোনো রাজনৈতিক দলের চাপের কারণে নয়।"

তিনি আরও বলেন, "আমাকে ভয় দেখিয়ে কাজ করানো যাবে না। তবে আমি ভয় পাই।"

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ ডাকসু নির্বাচন ২০১৯ সালে অনুষ্ঠিত হয়েছিল, যা দীর্ঘ ২৮ বছর পর আয়োজিত হয়েছিল। এরপর থেকে পুনরায় নির্বাচন আয়োজন নিয়ে আলোচনা চলছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

প্রথম প্রেমিককে প্রাক্তন মনে করি না, সে আমার শত্রু: প্রভা
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের নতুন নির্দেশনা
ডাকসু নির্বাচন করতে চাই, এতে কোনো সন্দেহ নেই: ঢাবি ভিসি
নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ ঘিরে পদবঞ্চিতদের বিক্ষোভ, উত্তাল ঢাবি
টাঙ্গাইলে ক্ষুদে শিশুদের পুতুল নাচে মুগ্ধ দর্শক
নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ, নাম ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’
চেষ্টা সত্ত্বেও কিছু ব্যাংক রক্ষা করা সম্ভব নয়: গভর্নর ড. আহসান এইচ মনসুর
বিরামপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা
রমজানে ঢাবির ক্যান্টিনে খাবারের মান বৃদ্ধিতে মনিটরিং সেল গঠনে ছাত্রদলের আবেদন
৬০ কোটি টাকায় মার্কিন নাগরিকত্ব বিক্রি করবেন ট্রাম্প
পরকীয়ার জেরে ভাঙতে যাচ্ছে ৩৭ বছরের সংসার, যা বললেন গোবিন্দ
ছাত্রদের নতুন দল থেকে সরে দাঁড়ালেন নাগরিক কমিটির জুনায়েদ ও রিফাত
‘শুধু রণাঙ্গণের যোদ্ধারাই হবেন মুক্তিযোদ্ধা, বাকিরা মুক্তিযুদ্ধের সহযোগী’
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির আয়োজনে আন্তর্জাতিক ছাত্র সম্মেলন
৬ মাসে যেভাবে অর্থনীতি কামব্যাক করেছে সেটা মিরাকল: প্রেস সচিব
নতুন তথ্য উপদেষ্টা হচ্ছেন মাহফুজ আলম
টাঙ্গাইলে শিক্ষা সফরের ৪ বাসে ডাকাতি, বাঁধা দেওয়ায় শিক্ষকসহ দুইজনকে মারধর
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তিতে সম্মত ইউক্রেন  
ছোট অপরাধ বাড়লেও কমেছে বড় অপরাধ: আসিফ মাহমুদ