বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ | ১৩ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

৩ ফিফটির পরও ২৪৬ রানে অলআউট বাংলাদেশ

২০৯, ১৯৪ রানের পর বাংলাদেশ তৃতীয় একদিনের ম‌্যাচে রান করেছে ৪৮.৫ ওভারে ২৪৬। হোয়াইটওয়াশ এড়ানোর ম‌্যাচে এই রান মোটেই নিরাপদ নয়। আবার নিরাপদ হয়ে উঠতে পারে যদি বোলাররা প্রথম ম‌্যাচে ২০৯ রানের মূলধন নিয়ে যেভাবে চেপে ধরেছিলেন সেভাবে যদি ইংল‌্যান্ডের ব্যাটারদের চেপে ধরতে পারেন।

তবে প্রথম ম্যাচে হার মেনেছিলেন ৩ উইকেটে। ম‌্যাচ শেষে ৩০-৩৫ রান কম হওয়ার আফসোস ছিল সবার কণ্ঠে। এই ম‌্যাচে সেই ৩০-৩৫ রানের ঘাটতি পূরণ হয়েছে। ২০৯ রানের চেয়ে ৩৭ রান বেশি। কিন্তু আজকের ম‌্যাচ বিবেচনায় আবার এই রান নিরাপদ কি না তা নির্ভর করবে বোলারদের বোলিংয়ের উপর।

টস জিতে ব‌্যাট করতে নামার পর বাংলাদেশের যে সূচনা হয়েছিল, সেই বিবেচনায় এই রান দলের জন‌্য অনেক ভালোই মনে হবে। কারণ এসময় ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলেই লিটন দাস কোনো রান না করেই স‌্যাম কারানের বলে উইকেটের পেছনে অধিনায়ক জস বাটলারের হাতে ধরা পড়ে বিদায় নেন। স‌্যাম তার পরের ওভারের শেষ বলে ফিরিয়ে দেন অধিনায়ক তামিম ইকবালকে। প্রথম ওভারে উইকেট হারানোর পরও তামিম অবশ‌্য শুরু করেছিলেন আক্রমণাত্মক। স‌্যাম কারানের বলে আউট হওয়ার আগে সেই ওভারে ১৪ রান আদায় করে নেন তিনি। তখন দলের রান ২ উইকেটে ৩ ওভারে ১৭।

তামিম আউট হওয়ার পর আবার পরবর্তী তিন ব্যাটার নাজমুল হোসেন শান্তর ৫৩, মুশফিকুর রহিমের ৭০ ও সাকিব আল হাসানের ৭৫ রানের ইনিংসের দিকে তাকালে মনে হবে বাংলাদেশের পুঁজি কমই হয়েছে। এর কারণ বাকিরা আর কেউ রান করতে পারেননি।

দ্বিতীয় ব‌্যাটার হিসেবে তামিম আউট হওয়ার পর নাজমুল ও মুশফিক জুটি গড়ে দলের বিধ্বস্ত অবস্থার পরিবর্তন এনে ভালো অবস্থানে নিয়ে যান জুটিতে ২১.৩ ওভারে ৯৮ রান যোগ করে। এই জুটি আরও বড় হতে পারত, যদি না নাজমুল রানআউটের শিকার না হতেন। মাত্রই তিনি হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন ৬৯ বলে ৫ বাউন্ডারিতে। প্রথম ম‌্যাচে তিনি করেছিলেন ক‌্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চরি। খেলেছিলেন ৫৮ রানের ইনিংস। এবার হাফ সেঞ্চুরি করার পরপরই তিনি রানআউটের শিকার হন মুশফিকের সঙ্গে ভুল বোঝাবুঝিতে। অভিষিক্ত রেহান আহমেদের বলে সুইপ করে রান নিতে গিয়েও পরে আর নিতে চাননি। কিন্তু এসময় মুশফিক নিজের প্রান্ত ছেড়ে বের হয়ে আসলে পরে নাজমুলও নিজের প্রান্ত ছেড়ে দৌড় দেন। কিন্তু ক্রিজে আর পৌঁছাতে পারেননি। বাটলারের থেকে বল পেয়ে রেহান রানআউট করেন।

নাজমুল আউট হওয়ার ওভারেই মুশফিক নিজের ক‌্যারিয়ারের ৪৩তম হাফ সেঞ্চুরি তুলে নেন নাজমুলের সমান ৬৯ বল খেলে। বাউন্ডারি ছিল একটি কম চারটি। সাকিবের সঙ্গে মিলে তিনি আরেকটি জুটি গড়ার পথে এগোচ্ছিলেন। কিন্তু বেশিদূর যাওয়া সম্ভব হয়নি। জুটিতে ৩৮ রান আসার পর মুশফিককে ফিরে যেতে হয় আদিল রশিদের গুগলিতে পরাস্ত হয়ে বোল্ড হলে। মুশফিকের বিদায়ের পরপরই মাহমুদউল্লাহও (৮) দ্রুত ফিরে গেলে বাংলাদেশ আবার কিছুটা চাপে পড়ে যায়। আফিফকে নিয়ে সাকিব আবার এই চাপ সামলে ইনিংস মেরামতের চেষ্টা করেন। কিন্তু সাকিবকে আক্ষরিক অর্থে সেভাবে কেউ আর সঙ্গ দিতে পারেননি। আফিফই কিছুটা সঙ্গ দেন। যে কারণে ষষ্ঠ উইকেট জুটিতে রান আসে ৯ ওভারে ৪৯। আফিফ ১৫ রান করে ওকসের বলে মঈন আলীর হাতে ধরা পড়ার আগেই সাকিব ৪৭তম হাফ সেঞ্চুরি তুলে নেন ৫৫ বলে ৩ চারে। কিন্তু আফিফ আউট হওয়ার পর তিনি একেবারেই সঙ্গী হারা হয়ে পড়েন। মিরাজ (৫), তাইজুল (২) দ্রুতই বিদায় নেন। এরকম অবস্থায় সাকিব আক্রমণাত্মক খেলতে থাকেন। আউট হওয়ার আগে ১৬ বল খেলে ৪ বাউন্ডারিতে ২৫ রান যোগ করে ৭৫ রানে জোফরা আর্চারের বলে জেসন রয়ের হাতে ধরা পড়েন।

জোফরা আর্চার ৩৫ রানে নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন আদিল রশিদ ২১ ও স‌্যাম কারান ৫১ রান দিয়ে। ক্রিস ওকস ২৭ ও অভিষিক্ত রেহান আহমেদ ৬২ রানে নেন ১টি করে উইকেট।

এমপি/এসজি

 

Header Ad

আমাকে রংপুরের একজন উপদেষ্টা ভাববেন: ড. ইউনূস

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তিনি নিজেকে রংপুরের সন্তান বলে মনে করেন, কারণ তিনি জুলাই-আগস্ট বিপ্লবে শহিদ আবু সাঈদের সাহস ও আত্মত্যাগে গভীরভাবে অনুপ্রাণিত।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ঢাকায় তার কার্যালয়ে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যরা সাক্ষাত করতে গেলে তাদের স্বাগত জানিয়ে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমাকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন।’

প্রধান উপদেষ্টা এসময় শহিদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদপত্র আবু সাঈদের পরিবারের হাতে তুলে দেন। আবু সাঈদের পিতা মকবুল হোসেন সনদপত্র গ্রহণ করেন। আবু সাঈদের ভাতিজা মো. লিটন মিয়া এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসময় প্রধান উপদেষ্টা আবু সাঈদের পিতামাতার স্বাস্থ্যর খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন।

Header Ad

দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে, এখন গড়ার পালা: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ স্বৈরাচারকে বিতাড়িত করেছে। আমরা স্বৈরাচারমুক্ত হয়েছি। এখন সামনের দিনে দেশ গড়ার পালা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত শহীদ আবুল কাশেম কলেজ মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আমাদের লক্ষ্য রাখতে হবে, শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার হলেই হবে না প্রফেশনাল খেলোয়াড়, প্রফেশনাল সাংস্কৃতিক ব্যক্তিত্বও তৈরি করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে এর ওপর জোর দেওয়া হবে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন নতুনকুড়ি নামে অনুষ্ঠান হতো, সেখানে নতুন প্রজন্মকে ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গণে দক্ষ করে তুলতে কাজ করা হতো। আবারও আমরা সুযোগ পেলে সেই কর্মসূচি চালু করবো।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সমাজে ধারণা হলো, পড়ালেখা করে ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি করতে হবে, কিন্তু আমার ব্যক্তিগত অভিমত হলো, প্রফেশনাল খেলোয়ার, সাংস্কৃতিক কর্মীও দেশ, সমাজ ও পরিবারের জন্য কাজ করবে। এতে কর্মসংস্থান তৈরি হবে। তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যারা অভিজ্ঞ তাদেরকে নিয়োগ করা হবে। বিএনপি সরকার গঠনে সক্ষম হলে, ভবিষ্যৎ প্রজন্ম থেকে আন্তর্জাতিক মানের খেলোয়ার, আর্কিটেক, বক্তা তৈরিতে কাজ করবে।

বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।

Header Ad

রেলের নতুন মহাপরিচালক হলেন আফজাল হোসেন

রেলের নতুন মহাপরিচালক আফজাল হোসেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেলেন মো. আফজাল হোসেন। তিনি সরদার সাহাদাত আলীর স্থলাভিষিক্ত হবেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব উজ্জ্বল কুমার ঘোষের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নতুন ডিজি নিয়োগের তথ্য জানানো হয়। এ আদেশ আগামী ৮ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে আদেশে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. আফজাল হোসেন মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ে, রেলভবন, ঢাকা এর দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপন। ছবি: সংগৃহীত

সৎ, কর্মনিষ্ঠ ও সদালাপী হিসাবে পরিচিত আফজাল হোসেন এর আগে অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো), রেলভবন, ঢাকা (চ.দা.) এবং নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে প্রকল্প পরিচালক, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প পদে দায়িত্ব পালন করেন।

Header Ad

সর্বশেষ সংবাদ

আমাকে রংপুরের একজন উপদেষ্টা ভাববেন: ড. ইউনূস
দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে, এখন গড়ার পালা: তারেক রহমান
রেলের নতুন মহাপরিচালক হলেন আফজাল হোসেন
২২ হাজার ৫০০ কোটি টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক
বিচারককে ডিম ছুড়ে মারা আইনজীবীদের সনদ বাতিল হবে: খোকন
নাম থেকে ‘বচ্চন’ উপাধি ফেলে দিলেন ঐশ্বরিয়া, তবে কি বিচ্ছেদ চূড়ান্ত
আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে নেই বিএনপি: মাহমুদুর রহমান মান্না
সংসদ সদস্য হিসেবে প্রথমবার সংসদে প্রিয়াঙ্কা গান্ধী, নিলেন শপথ
ইউক্রেনকে লক্ষ্য করে ১৮৮ মিসাইল-ড্রোন ছুড়ল রাশিয়া
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ক্যাডার পদ ৩ হাজার ৪৮৭
রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইসকন নিষিদ্ধের বিষয়টি দেখছে
৯ দফা দাবিতে সচিবালয়ে মহাসমাবেশের ডাক
চিন্ময় কৃষ্ণ দাসের দায় নিতে অস্বীকার ইসকনের
ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে: সোহেল তাজ
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি বিকেলে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে
বকেয়া বেতনের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
রাজধানীতে হাসনাতকে আবারও ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা
থমকে গেছে অর্থ পাচারের অনুসন্ধান, তদন্তে এস আলমের প্রভাব
ভারতে পালানোর সময় চট্টগ্রামের পুরোহিত আশীষ আটক
নাটকীয় হারে গ্লোবাল সুপার লিগ শুরু রংপুরের