এবার টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
২০২২ সালের ১০ ডিসেম্বর। বাংলাদেশ ও ভারত চট্টগ্রাম গেছে সিরিজের শেষ ওয়ানডে খেলতে। প্রথম দুই ম্যাচ জিতে বাংলাদেশ সিরিজ নিজেদের পকেট ডুকিয়ে নিয়েছে। স্বপ্ন প্রথমবারের মতো ভারতকে হোয়াইটওয়াশ করা।
সেখানে ঘটে উল্টো ঘটনা। আগে ব্যাটিং করার সুযোগ পেয়ে ভারত বাংলাদেশের মাটিতে করে প্রথমবারের মতো চারশোর্ধ রানের ইনিংস। ৮ উইকেট করেছিল ৪০৯ রান। এই রান ছিল আবার বাংলাদেশের বিপক্ষেও দলগত সর্বোচ্চ রানের ইনিংস। আগের সর্বোচ্চ রান করেছিল ২০০৫ সালে নটিংহ্যামে ইংল্যান্ড ৪ উইকেটে ৩৯১। ভারতের ইনিংসে আবার ওপেনার ঈষান কিষান (২১০) বাংলাদেশের মাটিতে এবং বাংলাদেশের বিপক্ষে প্রথম ব্যাটসেম্যান হিসেবে ডাবল সেঞ্চুরিও করেছিলেন। এরপর আজ আবার বাংলাদেশ চট্টগ্রামে খেলতে নামবে ওয়ানডে ম্যাচ। প্রতিপক্ষ ইংল্যান্ড। দৃশপট পুরোটাই বিপরীত। প্রথম দুই ম্যাচ হেরে বাংলাদেশ সিরিজ হাতছাড়া করেছে। এবার তাদের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর দায়। বাংলাদেশ কী পারবে হোয়াইটওয়াশ এড়াতে। নাকি হাবুডুবু খাবে সাগরিকায়-এমন প্রশ্নকে সামনে রেখে বাংলাদেশ দল আবারও টস জিতেছে। এবার বেছে নিয়েছে ব্যাটিং।
আজকের ম্যাচে বাংলাদেশের সেরা একাদশে এসেছে একটি পরিবর্তন। তাসকিন আহমেদের পরিবর্তেন একাদশে ফিরিয়ে আনা হয়েছে এবাদত হোসেনকে।
ইংল্যান্ডের সেরা একাদশেও আছে ৩ পরিবর্তন। ইনজুরির কারণে উইল জ্যাকস সিরিজ থেকে ছিটকে পড়েছেন। এ বাদ পড়েছেন মার্ক উড ও সাকিব মাহমুদ। দলে ডুকেছেন রেহান আহমেদ, জফরা আর্চার ও ক্রিস ওকস। রেহানের অভিষেক হচ্ছে আজ। তাকে ক্যাপ পড়িয়ে দেন লেগ স্পিনার আাদিল রশিদ।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসের শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ. আফিফ হোসেন, এবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলাম।
ইংল্যান্ড একাদশ
জস বাটলার (অধিনায়ক), জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, রেহান আহমেদ, মঈন আলী,স্যাম কুরান, আদিল রশিদ, জফরা আর্চার ও ক্রিস ওকস।
এমপি/আরএ/