২০৯, ১৯৪’র পর আজ কত!
ইংল্যান্ডকে বধ করতে গিয়ে টাইগাররা নিজেরাই বধ হয়ে গেছে! স্বপ্ন বুনন করেছিল ঘরের মাঠে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, উইন্ডিজকে যেমন ‘শিকার করেছিল এবার তেমনি করে শিকার করবে ইংল্যান্ডকেও। কিন্তু বাংলাদেশ প্রথম দুই ম্যাচ হেরে সিরিজই হাতছাড়া করছে। প্রথম ম্যাচে যাও লড়াই করতে পেরেছিল, দ্বিতীয় ম্যাচে বাজেভাবে হার মানে। এর ফলে বাংলাদেশ ঘরের মাঠে সিরিজ হারল টানা সাত সিরিজ জেতার পর। সর্বশেষ তারা হেরেছিল ২০১৬ সালে এই ইংল্যান্ডে কাছেই। তবে সে বার সিরিজ নির্ধারিত হয়েছিল শেষ ম্যাচে গিয়ে। এবার শেষ ম্যাচ শুধুই আনুষ্ঠানিকতার। তারপরও ইংল্যান্ড চাইবে গতবার যেটা পারেনি এবার তা করতে, বাংলাদেশকে হোয়াইটওয়াশ করা। আর বাংলাদেশের লক্ষ্য থাকবে হোয়াইটওয়াশ এড়ানো। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়।
দুইটি ম্যাচেই বাংলাদেশ টস জিতেছিল। দুইটি ম্যাচেই ছিল ভয়াবহ ব্যাটিং ব্যর্থতা। প্রথম ম্যাচে আগে ব্যাট করে মাত্র ২০৯ রান করেও বোলারদের কল্যাণে লড়াই করেছিল। মাঝে জেতার মত পরিবেশও তৈরি করতে পেরেছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচে পরে ব্যাট করে রান করতে পেরেছিল মাত্র ১৯৪। এই ম্যাচে আবার বোলাররা ভালো করতে পারেননি। যে কারণে আগে ব্যাট করে ইংল্যান্ড করেছিল ৭ উইকেটে ৩২৬।
ঘরের মাঠে সিরিজ জেতার ক্ষেত্রে অপরাজেয় হয়ে উঠা বাংলাদেশ একইভাবে হোয়া্ইটওয়াশও হওয়া ভুলতে বসেছিল। যদিও এক সময় তা ছিল নিত্যনৈমিত্তিক বিষয়। ওয়ানডে ম্যাচের উন্নতির যাত্রা পথে বাংলাদেশ ঘরের মাঠে সর্বশেষ হোয়াইটওয়াশ হয়েছিল ২০১৪ সালে শ্রীলঙ্কার কাছে। এবার হোয়াইটওয়াশ এড়তে হলে বাংলাদেশকে আজ ব্যাটিংয়ে নিজেদের জাত চেনাতে হবে। কিন্তু তা কি সম্ভব হবে? ২০৯, ১৯৪ রানের পর আজ তা’হলে কতো?
চট্টগ্রামের পিচ ব্যাটিং বান্ধব হয়ে থাকে। সর্বশেষ চট্টগ্রামেই ভারত এড়াতে পেরেছিল নিজেদের হোয়াইটওয়াশ! প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়ে ভারত চট্টগ্রামে গিয়ে বাংলাদেশের মাটিতে প্রথমবারের করতে পেরেছিল চারশোর্ধ রানের ইনিংস। করেছিল ৮ উইকেটে ৪০৯ রান। সিরিজে প্রথমবারের মতো খেলতে নেমে ঈষান কিষান করেছিলেন ২১০ রান। এটিও ছিল আবার বাংলাদেশর মাটিতে ওয়ানডে ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি। এমন ব্যাটিং স্বর্গ উইকেটেও বাংলাদেশ মাত্র ৩৪ ওভার খেলতে পেরেছিল। রান করেছিল ১৮২। সেই ব্যাটিং ব্যর্থতা চলতি সিরিজেও অব্যাহত রয়েছে বাংলাদেশের ব্যাটম্যানদের!
এখানে অবশ্য কথা থেকে যায়। আগেরবার চারশোর্ধ রানের ইনিংস হয়েছে বলেই যে এবারও হবে তা কিন্তু নয়। সব কিছু নির্ভর করে পিচ কেমন হবে তার উপর।
হেরাথ বলেন, ‘পিচ ভিন্ন মনে হয়েছে। তাই ভারতের মত পিচ হবে এ রকমটি আমনা আশা করছি না। আমাদের চেষ্টা থাকবে পিচ থেকে সেরাটা আদায় করে নেওয়া। এই পিচকে বেশ গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। যে কারণে কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক তামিম ইকবাল দুই কিউরেটরের সঙ্গে বেশ কিছু সময় আলাপ করে নেন। পিচের প্রকৃত জাত চিনতে তামিম ইকবাল পরে সাকিবকেও ডেকে আনেন। কিছুক্ষণ পর আসেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও সদস্য হাবিবুল বাশার সুমন। সবাই মিলে পিচ দেখে যথাপোযুক্ত সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায়। একটি সূত্রে জানা গেছে পিচ দেখে বাংলাদেশের ‘থিঙ্ক’ ট্যাঙ্ক এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। এমন কি দলও চূড়ান্ত করেননি। সকালে আরেক দফা পিচ দেখে তবেই তারা নেবেন চূড়ান্ত সিদ্ধান্ত।
বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচ হলেও এই ম্যাচে একাধিক পরিবর্তনের আভাষ পাওয়া গেছে। এর কারণ সামনেই বিশ্বকাপ ক্রিকেট। আবার ইংল্যান্ড সিরিজের পরপরই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ। ইংল্যান্ডের কাছে হারলেও আয়ারল্যান্ডের কাছে সিরিজ হারা যাবে না। এখানে সিরিজ জিততেই হবে। যে কারণে না এই সিরিজে না খেলা তিন ক্রিকেটার তৌহিদ হৃদয়, হাসান মাহমুদ ও এবাদত হোসনকে খেলানোর কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। তৌহিদ হৃদয় ও হাসান মাহমুদের সুযোগ পাওয়া এক রকম নিশ্চিত। বাদ পড়ার খড়্গ ঝুলছে মোস্তাফিজুর রহমান এবং আফিফ হোসেন ও মুশফিকুর রহিমের যে কোনো একজনের? দলের কম্বিনেশন নিয়ে রঙ্গণা হেরাথের ভাষ্য, ‘সবকিছু নির্ভর করছে পিচ কেমন হবে তার উপর। এখনো কম্বিনেশন ঠিক হয়নি তিন পেসার খেলানো হতে পারে আবার তিন স্পিনারও। আমরা মনে হয় টিম ম্যানেজমেন্ট সঠিক সিদ্ধান্তই নেবে।’
এমপি/আরএ/