বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ | ১৩ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

শেষ ওয়ানডেতে বাংলাদেশ একাদশে আসছে একাধিক পরিবর্তন!

স্বপ্নের সিঁড়ি বেয়ে নয়, বাস্তব অর্জন নিয়েই বাংলাদেশ ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের আশা করেছিল। এই আশার পালে হাওয়া লেগেছিল টানা ৭টি সিরিজ জয়। এই ৭ জয়ের মাঝে ছিল ভারতও। এই ভারতের বিপক্ষে জয় ছিল আবার একেবারে টাটকা। এখনো তিন মাস পার হয়নি। কিন্তু ইংল্যান্ডকে হারানোর সেই স্বপ্ন জালে এসে ধরা দেয়নি। উল্টো প্রথম দুটি ম্যাচই হেরে সিরিজ খুইয়েছে টাইগাররা। এই দুই হারের শেষটি ছিল আবার খুবই বাজেভাবে।

প্রথম ম্যাচে ২০৯ রান করেও বাংলাদেশ লড়াই করেছিল। কয়েকবার জয়ের ক্ষেত্রও তৈরি করেছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচে হার মেনেছে ১৩২ রানের শোচনীয় ব্যবধানে। ইংল্যান্ডের ৭ উইকেটে করা ৩২৬ রানের জবাব দিতে নেমে বাংলাদেশ অলআউট হয়েছিল মাত্র ১৯৪ রানে। দ্বিতীয় ম্যাচে ব্যাটারদের পাশাপাশি বোলাররা বাজে খেলেছেন।

সোমবার (৬ মার্চ) সিরিজের শেষ ম্যাচ শুধুই আনুষ্ঠানিকতার। ইংল্যান্ডের জন্য হোয়াইটওয়াশ করা আর বাংলাদেশের জন্য এড়ানো। কিন্তু বাংলাদেশের জন্য তার চেয়েও বড় হয়ে উঠেছে সেরা একাদশের বাইরে থাকাদের পরখ করে নেওয়া। যেহেতু এ বছরই অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। সংবাদ সম্মেলনে কথা বলতে এসে রঙ্গনা হেরাথ দিয়েছেন সে রকমই ইঙ্গিত, যখনই সুযোগ আসবে, দলে থাকা অন্য তরুণদের সুযোগ দিতে হবে। আমরা এই সিরিজ হেরে গেছি। সামনে আমাদের বিশ্বকাপ। আমরা সামনে খেলব আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে। তাই আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে।

ইংল্যান্ড সিরিজের পরপরই শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ। তাই সিরিজ হাতছাড়া হয়ে যাওয়ায় এখন একাদশের বাইরে থাকাদের পরখ করে নেওয়ার সুযোগ। টিম ম্যানেজমেন্টও সেরকম ভাবনায় এগোচ্ছে। শেষ ম্যাচে দেখা যেতে পারে তাই একাধিক পরিবর্তন।

দুইটি ম্যাচেই বাংলাদেশ অপরিবর্তিত একাদশ খেলিয়েছে। ১৪ জনের দলে না খেলার তালিকায় আছেন বিপিএল মাত করা ব্যাটার তৌহিদ হৃদয়, পেসার এবাদত হোসেন ও হাসান মাহমুদ। শেষ ম্যাচে তাই দেখা যেতে পারে তিনজনকেই!

দুইটি ম্যাচেই বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা ছিল ভয়াবহ। বিপিএলে ভালো করে জাতীয় দলে ফিরে নাজমুল হোসেন শান্ত একাদশেও ফিরেছেন। প্রথম ম্যাচে শান্ত (৫৮) ও দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসান (৫৮) পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলতে পেরেছিলেন। আর কেউই নামের প্রতি সুবিচার করতে পারেননি। অধিনায়ক তামিম ইকবাল দুই ম্যাচে ২৩ ও ৩৫ ও মাহমুদউল্লাহ ৩১ ও ৩২ রান করেন। এ ছাড়া মুশফিক ১৬ ও ৪, আফিফ ৯ ও ২৩ এবং লিটন ৭ ও ০ রান করেন।

তৌহিদ হৃদয়কে পরখ করে নিতে মুশফিক, আফিফ ও লিটনের মাঝ থেকে যে কারও উপর নেমে আসতে পারে খড়গ। বিশ্বকাপের কথা মাথায় রাখলে খড়গ নেমে আসার সম্ভাবনা মুশফিকের উপরই বেশি। আবার ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতে যদি বোলার একজন কমিয়ে ব্যাটার বাড়ানো হয়, সেক্ষেত্রে ব্যাটিং লাইনে কোনো পরিবর্তন না এনেই তৌহিদ হৃদয়কে খেলানো হতে পারে! ওপেনিং, ওয়ান ডাউন, টু ডাউন সব পজিশনেই খেলায় অভ্যস্ত আছেন এই তরুণ।

মোস্তাফিজের বাদ পড়া বলা যায় শুধুই সময়ের ব্যাপার। দুই ম্যাচে তিনি কোনো উইকেটই পাননি। প্রথম ম্যাচে ৮ ওভারে রান দিয়েছেন ৪২। দ্বিতীয় ম্যাচে ১০ ওভারে ৬৩ রান। তার জায়গায় হাসান মাহমুদের খেলার সম্ভাবনা বেশি। তাসকিন আবার দুইটি ম্যাচেই উইকেট পেয়েছেন ৪টি। প্রথম ম্যাচে তার বোলিং ছিল খুবই ভালো। ৯ ওভারে মাত্র ২৬ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট। দ্বিতীয় ম্যাচে ৩ উইকেট পেলেও ১০ ওভারে রান দিয়েছিলেন ৬৬। এবাদতকে যদি বাজিয়ে দেখতে হয়, সে ক্ষেত্রে তাসকিনকে বিশ্রামে রাখার চিন্তা করছে টিম ম্যানেজমেন্ট।

প্রথম দুই ম্যাচে বাংলাদেশ তিনজন করে স্পিনার খেলিয়েছে। তৃতীয় ম্যাচে স্পিনারদেন জন্য কিছু নেই। তাই একজন বাদ পড়তে যাচ্ছেন। সেই হিসেবে তাইজুলের নাম আসবে সবার আগে। আবার তিন পেসার খেলানো হতে পারে। চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ভারতের ৮ উইকেটে করা ৪০৯ রানের ইনিংসে বাংলাদেশ তিন পেসার খেলিয়েছিল। তাসকিন-মোস্তাফিজের সঙ্গে সেই ম্যাচ খেলেছিলেন এবাদত। তিনি ৯ ওভারে ৮০ রান দিয়ে উইকেট নিয়েছিলেন ২টি। ৮৯ রান দিয়ে ২টি উইকেট ছিল তাসকিনেরও। মোস্তাফিজ ৬৬ রান নিয়েছিলেন ১ উইকেট।

কে খেলবেন আর কে বাদ পড়বেন সেটা যাই হোক না কেন শেষ ম্যাচে একাদশে একাধিক পরিবর্তনের দিকেই হাঁটছে টিম ম্যানেজমেন্ট!

এমপি/এসজি

Header Ad

এক সপ্তাহ পর বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

ফাইল ছবি

নৌ-পরিবহন মন্ত্রণালয় ও স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দের ফলপ্রসূ আলোচনার পর বেনাপোল থেকে দূরপাল্লার সকল বাস ছাড়ার সিদ্ধান্ত হয়েছে।

পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের দাবি মেনে নেওয়ায় বাস চলাচলের সিদ্ধান্ত হয়েছে বলে জানান বেনাপোল পরিবহন ম্যানেজার সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

মিজান বলেন,নৌ পরিবহন মন্ত্রণালয়ে বৃহস্পতিবার বিকেলে পরিবহন মালিক সমিতির সাথে এবং নৌ-পরিবহন উপদেষ্টা ও বন্দর চেয়ারম্যানের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ১৫ জন পরিবহন মালিক বেনাপোলস্থ চারজন পরিবহন স্টাফ এবং নৌ উপদেষ্টা ও বন্দরের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

সিদ্ধান্ত হয় এখন থেকে ঢাকা থেকে ছেড়ে আসা পরিবহন বাস বেনাপোল চেকপোস্টের বন্দর টার্মিনালে যাত্রী নামিয়ে সেখানেই অবস্থান করতে পারবে। বন্দর টার্মিনাল থেকে যাত্রী উঠিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হতে পারবে। এ সময় রাস্তায় কোনোভাবে কোনো বাস দাঁড়াতে পারবেনা। তবে আন্ত জেলার বাসগুলো বেনাপোল পৌর বাস টার্মিনালেই থাকতে হবে ।সেখানেই যাত্রী নামাবে এবং সেখান থেকেই যাত্রী উঠিয়ে দেশের বিভিন্ন জায়গায় যেতে হবে। আন্তজনের কোনো বাসকে বেনাপোল চেকপোষ্টে প্রবেশ করতে দেয়া হবে না। তিনি আরো বলেন আমাদের প্রস্তাবিত দাবি মেনে নেয়ায় বেনাপোল থেকে সকল পরিবহন বাস চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক মামুন কবির তরফদার জানান, স্থলবন্দরের চেয়ারম্যান মানযারুল মান্নান স্যার আমাকে বেনাপোল স্থলবন্দর বাস টার্মিনাল খুলে দেওয়ার জন্য জানিয়েছেন। স্যারের নির্দেশ মোতাবেক টার্মিনালের গেট খুলে দেওয়া হয়েছে। এখান থেকে ঢাকা থেকে যেসব পরিবহন গুলো বেনাপোল আসে সেসব পরিবহন চেকপোস্ট টার্মিনাল থেকে যাত্রী উঠাতে পারবে এবং যাত্রী নামাতে পারবে ।তবে রাস্তায় কোনো বাস দাঁড়াতে দেয়া হবেনা।

Header Ad

আমাকে রংপুরের একজন উপদেষ্টা ভাববেন: ড. ইউনূস

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তিনি নিজেকে রংপুরের সন্তান বলে মনে করেন, কারণ তিনি জুলাই-আগস্ট বিপ্লবে শহিদ আবু সাঈদের সাহস ও আত্মত্যাগে গভীরভাবে অনুপ্রাণিত।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ঢাকায় তার কার্যালয়ে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যরা সাক্ষাত করতে গেলে তাদের স্বাগত জানিয়ে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমাকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন।’

প্রধান উপদেষ্টা এসময় শহিদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদপত্র আবু সাঈদের পরিবারের হাতে তুলে দেন। আবু সাঈদের পিতা মকবুল হোসেন সনদপত্র গ্রহণ করেন। আবু সাঈদের ভাতিজা মো. লিটন মিয়া এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসময় প্রধান উপদেষ্টা আবু সাঈদের পিতামাতার স্বাস্থ্যর খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন।

Header Ad

দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে, এখন গড়ার পালা: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ স্বৈরাচারকে বিতাড়িত করেছে। আমরা স্বৈরাচারমুক্ত হয়েছি। এখন সামনের দিনে দেশ গড়ার পালা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত শহীদ আবুল কাশেম কলেজ মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আমাদের লক্ষ্য রাখতে হবে, শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার হলেই হবে না প্রফেশনাল খেলোয়াড়, প্রফেশনাল সাংস্কৃতিক ব্যক্তিত্বও তৈরি করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে এর ওপর জোর দেওয়া হবে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন নতুনকুড়ি নামে অনুষ্ঠান হতো, সেখানে নতুন প্রজন্মকে ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গণে দক্ষ করে তুলতে কাজ করা হতো। আবারও আমরা সুযোগ পেলে সেই কর্মসূচি চালু করবো।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সমাজে ধারণা হলো, পড়ালেখা করে ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি করতে হবে, কিন্তু আমার ব্যক্তিগত অভিমত হলো, প্রফেশনাল খেলোয়ার, সাংস্কৃতিক কর্মীও দেশ, সমাজ ও পরিবারের জন্য কাজ করবে। এতে কর্মসংস্থান তৈরি হবে। তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যারা অভিজ্ঞ তাদেরকে নিয়োগ করা হবে। বিএনপি সরকার গঠনে সক্ষম হলে, ভবিষ্যৎ প্রজন্ম থেকে আন্তর্জাতিক মানের খেলোয়ার, আর্কিটেক, বক্তা তৈরিতে কাজ করবে।

বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।

Header Ad

সর্বশেষ সংবাদ

এক সপ্তাহ পর বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু
আমাকে রংপুরের একজন উপদেষ্টা ভাববেন: ড. ইউনূস
দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে, এখন গড়ার পালা: তারেক রহমান
রেলের নতুন মহাপরিচালক হলেন আফজাল হোসেন
২২ হাজার ৫০০ কোটি টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক
বিচারককে ডিম ছুড়ে মারা আইনজীবীদের সনদ বাতিল হবে: খোকন
নাম থেকে ‘বচ্চন’ উপাধি ফেলে দিলেন ঐশ্বরিয়া, তবে কি বিচ্ছেদ চূড়ান্ত
আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে নেই বিএনপি: মাহমুদুর রহমান মান্না
সংসদ সদস্য হিসেবে প্রথমবার সংসদে প্রিয়াঙ্কা গান্ধী, নিলেন শপথ
ইউক্রেনকে লক্ষ্য করে ১৮৮ মিসাইল-ড্রোন ছুড়ল রাশিয়া
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ক্যাডার পদ ৩ হাজার ৪৮৭
রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইসকন নিষিদ্ধের বিষয়টি দেখছে
৯ দফা দাবিতে সচিবালয়ে মহাসমাবেশের ডাক
চিন্ময় কৃষ্ণ দাসের দায় নিতে অস্বীকার ইসকনের
ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে: সোহেল তাজ
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি বিকেলে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে
বকেয়া বেতনের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
রাজধানীতে হাসনাতকে আবারও ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা
থমকে গেছে অর্থ পাচারের অনুসন্ধান, তদন্তে এস আলমের প্রভাব
ভারতে পালানোর সময় চট্টগ্রামের পুরোহিত আশীষ আটক