তাসকিনকে দেখে শিখছেন ইংল্যান্ডের বোলাররা
ওয়ানডে ক্রিকেটে অপরাজেয় হয়ে উঠা বাংলাদেশ দল ইংল্যান্ডের কাছে সিরিজ হেরে সেই অর্জনকে বিসর্জন দিয়েছে। ২০১৬ সালে ইংল্যান্ডের কাছেই বাংলাদেশ সিরিজ হারের পর একে একে ৭টি সিরিজ জিতেছিল ঘরের মাঠে। এই ৭টি সিরিজের দুইটি ছিল উইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে। একটি করে ছিল আফগানিস্তান, শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে। ৭ বছরের মাথায় আবার সেই ইংল্যান্ডের কাছেই বাংলাদেশ দল সিরিজ হেরেছে।
প্রথম ম্যাচে ২০৯ রান করে লড়াই করলেও দ্বিতীয় ম্যাচে পাত্তাই পায়নি বাংলাদেশ। কিন্তু এর মাঝে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের ক্ষুরধার বোলিং ইংলিশদের নজর কেড়েছে। তাদের দুই পেসার জোফরা আর্চার ও মার্ক উড তাসকিনকে দেখে শিখছেনও!
প্রথম ম্যাচে বাংলাদেশ মাত্র ২০৯ রান করেও জয়ের পরিবেশ তৈরি করে তবেই হেরেছিল, সেখানে ছিল তাসকিনের নিখুঁত বোলিং। ৯ ওভারে মাত্র ২৬ রান দিয়ে তিনি নিয়েছিলেন এক উইকেট। মেডেন ছিল একটি। রানবন্যার দ্বিতীয় ম্যাচেও তাসকিন ছিলেন দলের সেরা। ১০ ওভারে ৬৬ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট। প্রথম ৬ ওভারে আবার তাসকিন দিয়েছিলেন মাত্র ২৬ রান। পরের ৪ ওভারে রান দিয়েছিলেন ৪০।
তাসকিনের এরকম বোলিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন ইংল্যান্ডের পেসার মার্ক উড। আজ (৫ মার্চ) চট্টগ্রামে তৃতীয় ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে কথা বলতে এসে তিনি বলেন, ‘তাসকিন খুবই ভালো বোলিং করেছে। সে শুধু আমাকে নয়, আমাদের সবাইকে মুগ্ধ করেছে। আমাদের গোট দল বলছে সে কতটা ভালো বোলিং করছে। তার বোলিংয়ে গতি আছে। লাইন-লেন্থ আছে। প্রথম ম্যাচে আমরা তার বোলিং দেখে শিখতে পেরেছি যে কোথায় বোলিং করা উচিত। আমি, জোফরা, ওকস তার বোলিং করা থেকে অনেক কিছু শিখছি। সে শুধু উইকেটই নেয়নি। রানও নিতে দেয়নি। সে জায়গামতো বল করে আমাদের চাপে রেখেছে। আমাদের দলের সেরা ব্যাটাররা বলেছে যে সে দারুণ বোলিং করেছে। আমি তার খারাপ কিছু দেখতে চাই না। আশা করি সে অনেক উইকেট পাবে।’
এমপি/এসজি