অনুশীলনে টি-টোয়েন্টি দলের ক্রিকেটাররাও!
ওয়ানডে ক্রিকেটে ঘরের মাঠে বাঘ হয়ে উঠা বাংলাদেশ দল এবার আর ইংল্যান্ডের বিপক্ষে বাঘ হয়ে উঠতে পারেনি। সর্বশেষ ২০১৬ সালে ইংল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হারের পর একে একে জিতেছিল ৭টি সিরিজ। এবার সেই ইংল্যান্ডের কাছেই আবার হারিয়েছে ৭ সিরিজ জয়ের কীর্তি।
মিরপুরে প্রথম দুই ম্যাচ ৩ উইকেটে ও ১৩২ রানে হারের পর চট্টগ্রামে সোমবারের (৬ মার্চ) তৃতীয় ওয়ানডে পরিণত হয়েছে শুধুই আনুষ্ঠানিকতায়। তাই আজ ছিল ঐচ্ছিক অনুশীলন। তারপরও দলের অধিকাংশ ক্রিকেটার ছিলেন অনুশীলনে।
এদিকে ওয়ানডে সিরিজের আকর্ষণ কমে যাওয়ায় বাংলাদেশ দল এখনই নজর দিয়েছে টি-টোয়েন্টি সিরিজের দিকে। ৯ মার্চ চট্টগ্রামেই শুরু হবে দুই দেশের তিন ম্যাচের সিরিজ। ইংল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত বাংলাদেশ একটিই ম্যাচ খেলেছে ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে। ৯ মার্চ খেলবে দ্বিতীয় ম্যাচ।
ওয়ানডে দলের সঙ্গেই টি-টোয়েন্টি দলে ডাক পাওয়া ক্রিকেটাররা চট্টগ্রামে যান একই বিমানে। ওয়ানডে দলের বাইরে থাকা ক্রিকেটাররা হলেন- রনি তালুকদার, শামীম হোসেন, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম ও রেজাউর রহমান রাজা।
এই ৬ ক্রিকেটার চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে অনুশীলন শুরু করেন ওয়ানডে দলের ঘণ্টা খানেক পরে। তাদের অনুশীলনের সময় এসে কথা বলে যান টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। তিনি চলে যাওয়ার পর ছয় ক্রিকেটার ব্যাটিং-বোলিং-ফিল্ডিং অনুশীলন করেন।
এমপি/এসজি