সাকিবকে পাওযা যাবে না জেনেই দলে ভিড়িয়েছে মোহামেডান!
একটা সময় ছিল যখন প্রিমিয়ার লিগ ক্রিকেট লিগের দল-বদল হতো ঘটা করে। দল-বদলের কয়েকদিন আগে থেকেই সমর্থকদের মাঝে বিরাজ করত উত্তেজনা।
সমর্থকপুষ্ট ক্লাবগুলো উৎসবের আমেজে আসত দল-বদল করতে। কিন্তু সেই সবদিন এখন অতীত। এখন আর সে রকম উত্তেজনা বিরাজে করে না। সমর্থকর চাইলেও জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে সেখানে ছেদ পড়ে। দল-বদল অনুষ্ঠিত হয়ে থাকে জাতীয় দলের খেলার মাঝে। হয় তখন খেলা থাকে দেশে, কিংবা বিদেশে। আবার জাতীয় দলের খেলোয়াড়দের নিয়মিত না পাওয়াতে তারকা ক্রিকেটারদের নিয়ে আগ্রহ কম থাকে ক্লাবগুলোর। তারপরও তাদের ক্লাগুলো টেনে নেয় ‘যদি’ পাওয়া যায়।
এবারের প্রিমিয়ার লিগ শুরু হবে ১৫ মার্চ থেকে। আগের দিন শেষ হবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ। তার পরপরই শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ। এপ্রিলে এই সিরিজ শেষ হওয়ার পরপরই বাংলাদেশ দল আবার ফিরতি সিরিজ খেলতে যাবে ইংল্যান্ডে। তাই তাদের এবার পাওয়ার সম্ভাবনা কমই। অঙ্কের এই হিসেবের মাঝেই ফাঁকে ফাঁকে জাতীয় দলের খেলোয়াড়রা খেলবেন নিজ নিজ ক্লাবের হয়ে।
এবারের দল-বদল অনুষ্ঠিত হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের মাঝে। প্রথম ওয়ানডের পর একদিন। এরপর দ্বিতীয় ওয়ানডের পর আরেকদিন। এদিকে চলছে আবার বিসিএল। তাই সিসিডিএম অনলাইনে দল-বদলের সুযোগ রেখেছিল। যে কারণে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সশরীরে ক্রিকেটারদের উপস্থিতি ছিল কম। সেই কমের মাঝে আবার ব্যতিক্রম ছিলেন সাকিব আল হাসান। আজ তিনি নিজে উপস্থিত হয়ে মোহামেডানের পক্ষে খেলার জন্য স্বাক্ষর করেছেন।
সাকিব গতবারও মোহামেডানে নাম লিখিয়েছিলেন। কিন্তু জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে মোহামেডানের পক্ষে তিনি কোনো ম্যাচই খেলতে পারেননি। এই না খেলার আরেকটি কারণ ছিল মোহামেডানের সুপার লিগে উঠেতে না পারা। পরে সাকিব মোহামেডানের অনাপত্তি পত্র নিয়ে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে সুপার লিগ খেলেছিলেন।
এমনিতেই জাতীয় দলের ক্রিকেটারদের পাওয়ার সম্ভাবনা কম। সেখানে সাকিবকে পাওয়ার সম্ভাবনা আরও কম। কারণ ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে সাকিব চলে যাবেন আইপিএল খেলতে। এ সব জেনে-শুনেই সাকিবকে দলে ভিড়িয়েছে মোহামেডান।
এই শঙ্কা থাকার পরও সাকিবকে দলে ভেড়ানোর কারণ জানিয়ে মোহামেডানের ক্রিকেট দলের কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু বলেন, ‘সাকিবের ব্যস্ত সূচি জেনেই আমরা তাকে নিয়েছি। এটা এবারই শুধু প্রথম নয়। প্রতিবারই থাকে। এটা জেনেই সাকিবকে অন্য ক্লাব যেমন দলে ভিড়িয়ে থাকে, তেমনি আমরাও এবার তাকে দলে নিয়েছি। গতবারও তাকে আমরা নিয়েছিলাম। কিন্তু সুপার লিগে উঠতে না পারাতে সে আর আমাদের ক্লাবের হয়ে খেলতে পারেনি। সুপার লিগে উঠতে পারলে সে ঠিকই খেলতে পারতো। এবারও আমরা আশা করছি তাকে সুপার লিগ পাব।’
সাকিবের পাশাপাশি মোহামেডান দলে ভিড়িয়েছে মোহাম্মদ আশরাফুল ও এনামুল হক জুনিয়রের মতো জাতীয় দলের সাবেক দুই ক্রিকেটারেকে।
এমপি/এমএমএ/