বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১৩ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

এবারই ক্যারিয়ারের শেষ মৌসুম খেলবেন আশরাফুল

বাংলাদেশের ক্রিকেট আজ শক্ত কাঠানো্ উপর দাঁড়িয়ে। ওয়ানডে ক্রিকেটে জয় পাচ্ছে হর হামেশাই। টেস্ট ও টি-টোয়েন্টিতে জয় আসে মাঝে মাঝে। এই সব জয় এক এক সময় থাকে এক একজনের ভুমিকা। কিন্তু এক সময় বাংলাদেশ দলের কাছে জয় ছিল আকাশের চাঁদ। ধরা দিত মাঝে মাঝে। আর সেই সব জয়ে নাম থাকত একজনেরই ।

তিনি হলেন মোহাম্মদ আশরাফুল। ২০০৫ সালে বিশ্বকে তাক লাগিয়ে কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানো ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল তিন অঙ্কের ম্যাজিকি ফিগার। আগ-পরে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটিই বাংলাদেশের একমাত্র জয়।

এক সময় আশরাফুল হয়ে উঠেছিলেন বাংলাদেশের পোস্টার বয়। সেই পোস্টার বয় মাঝে আবার ফিক্সিং কাণ্ডে জড়িয়ে আইসিসি কর্তৃক ৫ বছরের জন্য নিষিদ্ধ হওয়ার পর নিজেরে সেই ব্যাটিং শৈলি হারিয়ে ফেলেন।

নিষেধাজ্ঞা শেষে আবার মাঠে ফিরলেও নিজেকে আর ফিরে পাননি। খুঁড়িয়ে খুড়িয়ে চলে তার ক্যারিয়ার কিন্তু এভাবে আর কতদিন? ৩৯ ছুঁই ছুঁই আশরাফুল তাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ক্যারিয়ারের ‘ইতি’ টানার।

এ বছর প্রিমিয়ার লিগ ক্রিকেটই হবে আশরাফুলের শেষ মৌসুম। আর আসন্ন বিসিএল ও এনসিএল হবে শেষ প্রথম শ্রেণির আসর। তারপর গুটিয়ে রাখবেন ব্যাট-প্যাড।

শনিবার (৪ মার্চ) মোহামেডানের হয়ে প্রিমিয়ার লিগে নাম লিখিয়ে তিনি ব্যক্ত করেন নিজের এই সিদ্ধান্তর কথা।

ব্রাদার্স ইউনিয়ন থেকে মোহামেডানে নাম লেখানোর পর সাংবাদিকদের তিনি বলেন, ‘ঢাকা প্রিমিয়ার লিগে এটাই হবে আমার শেষ মৌসুম। এরপর ঘরোয়া ক্রিকেটে সীমিত ওভারের ম্যাচ থেকে অবসরে যাচ্ছি। আর সামনে যে বিসিএল ও এনসিএল আছে, সেগুলো হবে লঙ্গার ভার্সনে আমার শেষ মৌসুম। আমি ঘরোয়া ক্রিকেটের সব ধরনের টুর্নামেন্ট থেকে অবসরে নেওয়ার পরিকল্পনা করেছি।’

ঘরোয়া ক্রিকেটে যত আসরই হোক না কেন প্রিমিয়ার লিগের ‍গুরুত্ব আর উত্তেজনাই আলাদা। এই প্রিমিয়ার লিগ খেলেই আশরাফুলের উত্থান। এমনকি অনেক ক্রিকেটারেরও। যদিও টেস্ট মযার্দা পাওয়ার পর বিসিবির কাছে এই আসর গুরুত্ব হারিয়েছে। বিসিবির কাছে সবচেয়ে গুরুত্ব পেয়ে থাকে বিপিএল। কিন্তু খেলোয়াড়দের কাছে প্রিমিয়ার লিগই এখনো গুরুত্ব পায় বেশি।

অবসর নিতে গিয়ে আশরাফুলও চেয়েছিলেন যাতে করে বড় কোনো দলে খেলে অবসর নিতে পারেন। তার সেই ইচ্ছে পূরণ হয়েছে শৈশবের প্রিয় দল মোহামেডানে নাম লেখাতে পেরে। নিজের সেরা সময়ে ২০০৯ সালে তিনি মোহামেডানে খেলেছিলেন। সে বছর মোহামেডান হয়েছিল চ্যাম্পিয়ন। এরপর আর চ্যাম্পিয়ন হতে পারেনি।

আশরাফুল বলেন, ‘আমার ইচ্ছে ছিল বড় দলে খেলে অবসর নিতে। আমি ছোটবেলা থেকেই এই দলটার সমর্থক। ২০০৯ সালে শেষবার আমি যখন মোহামেডানে খেলেছিলাম, তখন চ্যাম্পিয়ন হয়েছিল। এবার আমি চেষ্টা করব আমার শেষ মৌসুমে ভালোভাবে খেলে মোহামেডানকে আবার চ্যাম্পিয়ন করাতে।’

জাতীয় দলের হয়ে আশরাফুল ৬১ টেস্ট খেলে ২৭৩৭ রান, ওয়ানডেতে ১৭৭ ম্যাচে ৩৭৬৮ রান ও টি-টোয়েন্টি ২৩ ম্যাচ খেলে ৪৫০ রান করেন তিনি। এ ছাড়া প্রথম শ্রেণির ১৮৩টি ম্যাচ খেলে রান করেছেন ৯১৯২ রান। ২১টি সেঞ্চুরির সঙ্গে হাফ সেঞ্চুরি আছে ৪২টি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৭৯ ম্যাচ খেলে রান করেছেন ৬১৫৮। ১১টি সেঞ্চুরির সঙ্গে হাফ সেঞ্চুরির আছে ৩১টি।

এমপি/এমএমএ/

Header Ad
Header Ad

প্রথম প্রেমিককে প্রাক্তন মনে করি না, সে আমার শত্রু: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছবি: সংগৃহীত

ছোটপর্দার প্রখ্যাত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ব্যক্তিগত জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেও অভিনয়ের জগতে অনড় রয়েছেন। তার অভিনয় নিয়ে ভালোবাসা এবং একাগ্রতা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য, তবে সম্প্রতি তার ব্যক্তিগত জীবনও বেশ আলোচনা সৃষ্টি করেছে।

এক সময় দীর্ঘ বিরতি নিয়েছিলেন প্রভা, সেই সময়টায় তিনি দেশ-বিদেশে ভ্রমণ করেছেন। কিছুদিন আগে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আবারও অভিনয়ে ফিরেছেন তিনি। যদিও তার ব্যক্তিগত জীবন বেশ কিছুবার মিডিয়ার শিরোনামে উঠে এসেছে, বিশেষ করে তার সহকর্মী মনোজের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে।

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রভা স্পষ্ট করে বলেন, "মনোজের সঙ্গে কখনও প্রেম ছিল না। মিডিয়াতে এ নিয়ে নানা ধরনের গুজব রটানো হয়েছিল, যা আমার এবং মনোজের স্বাভাবিক সম্পর্ককেও ক্ষতিগ্রস্ত করেছে।"

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছবি: সংগৃহীত

এছাড়া, প্রভা তার জীবনের প্রথম প্রেম নিয়ে বেশ কটু মন্তব্য করেছেন। তিনি বলেন, "প্রথম প্রেমিককে আমি কখনও প্রাক্তন মনে করি না, আমি তাকে শত্রু মনে করি। কারণ, প্রাক্তন কখনোই এতটা হিংস্র হতে পারে না। আমার জন্য, যে সম্পর্ক আমাকে অস্বস্তিতে ফেলে, সে আর কখনও আমার প্রাক্তন হতে পারে না।" তবে তিনি এই সম্পর্কের বিপরীতে বলেন, "আমি যাদের সঙ্গে সম্পর্ক করেছি, তাদের সঙ্গে অনেক সুন্দর মুহূর্ত রয়েছে, এবং সে কারণে আমি আমার 'প্রাক্তন'দের সঙ্গে এই ব্যক্তিকে তুলনা করতে চাই না।"

এছাড়া, প্রভা আরও জানান, "প্রাক্তন শব্দটি আমার কাছে গুরুত্বপূর্ণ, কারণ সে মানুষের সঙ্গে সম্পর্কের অবসান হওয়ার পরও, সেখানে কিছু সুন্দর মুহূর্ত ছিল। সে ছিল সেই মানুষ, যে আমার জন্য রাতেরবেলায় দাঁড়িয়ে ছিল, আমার পাশে ছিল।"

বর্তমানে প্রভা মেকআপ আর্টিস্ট হিসেবেও সফল হয়েছেন। যুক্তরাষ্ট্রে 'দ্য মেকআপ একাডেমি' থেকে প্রশিক্ষণ নেওয়ার পর, তিনি সেখানে কাজ শুরু করেছেন এবং নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠিত করেছেন।

Header Ad
Header Ad

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের নতুন নির্দেশনা

ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। এখন থেকে মহাখালী র‍্যাম্প ব্যবহার করে উত্তরা ও এয়ারপোর্টগামী যানবাহন চলাচল করতে পারবে।

ডিএমপি সদর দপ্তর থেকে বুধবার (২৬ ফেব্রুয়ারি) প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “ঢাকার দক্ষিণ ও পূর্ব এলাকা থেকে প্রায় সব যানবাহন তেজগাঁও-লাভ রোড ক্রসিং হয়ে তেজগাঁও-বিজয় সরণী লিংক রোডের রেল ওভারপাস সংলগ্ন র‍্যাম্প ব্যবহার করে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠছে। এতে তেজগাঁও-বিজয় সরণী লিংক রোডে যানজট তৈরি হচ্ছে।”

এ অবস্থায় যানজট কমাতে প্রাইভেট কার, মাইক্রোবাস, বাসসহ সব ধরনের যানবাহনকে মহাখালী র‍্যাম্প ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “যদি তেজগাঁও-বিজয় সরণী লিংক রোডে যানবাহনের চাপ বেশি থাকে, তবে মহাখালী বাস টার্মিনালের বিপরীত দিকের র‍্যাম্প ব্যবহার করে উত্তরা ও এয়ারপোর্ট অভিমুখে চলাচল করতে হবে।”

ডিএমপি সকল চালক ও যাত্রীদের নতুন নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে এবং যানজট কমাতে সকলের সহযোগিতা কামনা করেছে।

Header Ad
Header Ad

ডাকসু নির্বাচন করতে চাই, এতে কোনো সন্দেহ নেই: ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচন আয়োজনের বিষয়ে প্রশাসনের কোনো দ্বিধা নেই। তিনি বলেন, "আমরা নির্বাচন করতে চাই, এতে কোনো সন্দেহ নেই। কারণ, এটি 'জুলাই স্পিরিট'-এর প্রতি আমাদের কমিটমেন্ট।"

২৬ ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ঢাবি ভিসি জানান, ডাকসু নির্বাচনের জন্য তিনটি স্বাধীন কমিটি গঠন করা হয়েছে এবং প্রশাসন তাদের কাজে কোনো হস্তক্ষেপ করছে না। তিনি বলেন, "নির্বাচন কবে হবে, তা নির্ধারণ করবে এসব কমিটি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এতে কোনোভাবে নাক গলাচ্ছে না। কমিটির সুপারিশের ভিত্তিতেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।"

তিনি আরও বলেন, "আমাদের ছাত্রদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ব্যবস্থা সচল রাখতে ডাকসু নির্বাচন প্রয়োজন।"

উপাচার্য জোর দিয়ে বলেন, "আমরা ডাকসু নির্বাচন করব কারণ এটি আমাদের গণঅভ্যুত্থানের মূল স্পিরিটকে সম্মান জানানো। তবে কোনো রাজনৈতিক দলের চাপের কারণে নয়।"

তিনি আরও বলেন, "আমাকে ভয় দেখিয়ে কাজ করানো যাবে না। তবে আমি ভয় পাই।"

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ ডাকসু নির্বাচন ২০১৯ সালে অনুষ্ঠিত হয়েছিল, যা দীর্ঘ ২৮ বছর পর আয়োজিত হয়েছিল। এরপর থেকে পুনরায় নির্বাচন আয়োজন নিয়ে আলোচনা চলছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

প্রথম প্রেমিককে প্রাক্তন মনে করি না, সে আমার শত্রু: প্রভা
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের নতুন নির্দেশনা
ডাকসু নির্বাচন করতে চাই, এতে কোনো সন্দেহ নেই: ঢাবি ভিসি
নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ ঘিরে পদবঞ্চিতদের বিক্ষোভ, উত্তাল ঢাবি
টাঙ্গাইলে ক্ষুদে শিশুদের পুতুল নাচে মুগ্ধ দর্শক
নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ, নাম ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’
চেষ্টা সত্ত্বেও কিছু ব্যাংক রক্ষা করা সম্ভব নয়: গভর্নর ড. আহসান এইচ মনসুর
বিরামপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা
রমজানে ঢাবির ক্যান্টিনে খাবারের মান বৃদ্ধিতে মনিটরিং সেল গঠনে ছাত্রদলের আবেদন
৬০ কোটি টাকায় মার্কিন নাগরিকত্ব বিক্রি করবেন ট্রাম্প
পরকীয়ার জেরে ভাঙতে যাচ্ছে ৩৭ বছরের সংসার, যা বললেন গোবিন্দ
ছাত্রদের নতুন দল থেকে সরে দাঁড়ালেন নাগরিক কমিটির জুনায়েদ ও রিফাত
‘শুধু রণাঙ্গণের যোদ্ধারাই হবেন মুক্তিযোদ্ধা, বাকিরা মুক্তিযুদ্ধের সহযোগী’
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির আয়োজনে আন্তর্জাতিক ছাত্র সম্মেলন
৬ মাসে যেভাবে অর্থনীতি কামব্যাক করেছে সেটা মিরাকল: প্রেস সচিব
নতুন তথ্য উপদেষ্টা হচ্ছেন মাহফুজ আলম
টাঙ্গাইলে শিক্ষা সফরের ৪ বাসে ডাকাতি, বাঁধা দেওয়ায় শিক্ষকসহ দুইজনকে মারধর
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তিতে সম্মত ইউক্রেন  
ছোট অপরাধ বাড়লেও কমেছে বড় অপরাধ: আসিফ মাহমুদ