আজ শুরু নারী আইপিএল
অপেক্ষা কেবল কিছু ঘণ্টার। এরপরই আইপিএল যুগে প্রবেশ করতে যাচ্ছে নারী ক্রিকেট। আজ রাত ৮টায় মাঠে গড়াবে নারী আইপিএলের উদ্বোধনী সংস্করণের খেলা। উদ্বোধনী ম্যাচে লড়বে গুজরাট জায়ান্টস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। এর আগে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান।
মুম্বাইয়ে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী ম্যাচ। একই শহরের আরেক ভেন্যু ব্রাবোর্ন স্টেডিয়াম বেছে নেওয়া হয়েছে টুর্নামেন্টের জন্য। দুই মাঠেই হবে নারী আইপিএলের সব ম্যাচ।
টুর্নামেন্টের মোট দল পাঁচটি। গুজরাট ও মুম্বাই বাদে অপর তিন দল হলো— রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস এবং ইউপি ওয়ারিয়র্স। প্রথম রাউন্ড হবে দুই লেগের রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। অর্থাৎ প্রতিটি দল অপর দলের বিপক্ষে দুবার করে লড়াইয়ের সুযোগ পাবে।
টেবিলের শীর্ষ দল সরাসরি ফাইনালে চলে যাবে। দ্বিতীয় ও তৃতীয়স্থানে থাকা দুই দল লড়বে এলিমিনেটর ম্যাচে। এই ম্যাচে জয়ী দল ফাইনালে যোগ দেবে লিগ পর্বের সেরা দলের সঙ্গে। ২২ ম্যাচের নারী আইপিএলের ফাইনাল মাঠে গড়াবে ২৬ মার্চ।
আরএ/