ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডবি্লউটিসি) ফাইনাল থেকে এক জয় দূরে ছিল অস্ট্রেলিয়া। অবশেষে ইনদোরে এই দূরত্ব ঘুচালো তারা। ভারতকে ৯ উইকেটে হারিয়ে ডবি্লউটিসির দ্বিতীয় চক্রে শিরোপা লড়াইয়ে নাম লিখাল অজিরা। এতে অপেক্ষা বাড়ল ভারতের।
বোর্ডার-গাভাস্কার সিরিজের তিন টেস্টই শেষ হলো তিন দিনে। প্রথম দুই টেস্টে জয় পায় ভারত। আগামী ৯ মার্চ আহমেদাবাদে সিরিজের চতুর্থ ও টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে রোহিম শর্মার দল। ওই ম্যাচ জিতলেও তারা নিশ্চিত করবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
শুক্রবার ইনদোর টেস্টের তৃতীয় দিনে জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৯৬ রান। ভারতের ১০ উইকেট। দিনের দ্বিতীয় বলেই ফর্মে থাকা উসমান খাজাকে (০) আউট করেন রবিচন্দ্রন অশ্বিন। এরপর আর কোনো সাফল্য পায়নি ভারতীয় বোলাররা।
শুরুতেই উইকেট হারিয়ে বেশ সতর্ক ছিলেন ট্রাভিস হেড ও মার্নাস লাবুশানে। দিনের প্রথম ১০ ওভারে কোনো আগ্রাসী শট খেলেননি তারা। বল পুরনো হতেই তেতিয়ে উঠেন তারা। তাদের অবিচ্ছিন্ন ৭৮ রানের জুটিতে অস্ট্রেলিয়াও পায় জয়ের দেখা। হেডের ৫৩ বলে ৪৯ রানের ইনিংসে ছিল ৬টি চার ও ১টি ছক্কার মার। ধীরগতির ব্যাটিংয়ে লাবুশানে অপরাজিত ছিলেন ২৮ রানে। তার ৫৮ বলের ইনিংসে ছিল ৬ চার।
এসএন