প্রথম দিনেই অস্ট্রেলিয়ার লিড
জিতলেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত হবে ভারতের। ইনদোরে এমন গুরুত্বপূর্ণ টেস্টে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে রোহিত শর্মার দল। ফলস্বরূপ বোর্ডার-গাভাস্কার সিরিজের তৃতীয় ম্যাচের প্রথম দিনেই লিড পেয়েছে স্টিভ স্মিথের নেতৃত্বে খেলতে নামা অস্ট্রেলিয়া।
বুধবার (১ মার্চ) সকালে টস ভাগ্য জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত। ব্যাটিংয়ে তিনি বা তার সতীর্থ, কেউই দলের হাল ধরতে পারেনি। তাতে ভারতের প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ১০৯ রানে। এরপর ৪ উইকেটে ১৫৬ রানের পুঁজি নিয়ে দিন শেষ করেছে অজিরা। পেয়েছে ৪৭ রানের লিড। ভারতের ৯ উইকেট নিজেদের মধ্যে ভাগাভাগি করেছেন সফরকারী তিন স্পিনার- ম্যাথু কুনহেম্যান, নাথান লায়ন ও টড মার্ফি। তাদের ঘূর্ণিতে ৩৩.২ ওভারে থামে স্বাগতিকদের প্রথম ইনিংস।
দিল্লিতে টেস্ট অভিষেক হয় কুনহেম্যানের। ওই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে তিনি শিকার করেন ২ উইকেট। ইনদোরে প্রথম ইনিংসেই পেলেন ৫ উইকেট। শিকার বানান- রোহিত (১২), শুভমান গিল (২১), শ্রেয়াস আইয়ার (০), রবিচন্দ্রন অশ্বিন (৩) এবং উমেশ যাদবকে (১৭)।
অস্ট্রেলিয়ার স্পিনারদের দিনে ভারতের হয়ে সর্বোচ্চ ২২ রান করেন বিরাট কোহলি। তাকে আউট করেন মার্ফি। লায়নের শিকার হন- চেতেশ্বর পূজারা (১), রবীন্দ্র জাদেজা (৪) এবং শ্রীকর ভারত (১৭)। দলের দুর্দিনে মোহাম্মদ সিরাজ রানের খাতা খোলার আগেই রানআউট হন।
দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাটিংয়ে জাদেজার ঘূর্ণিতে ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতিতে ওপেন করা নামা ট্রাভিস হেডকে অল্পতেই থামান ভারতীয় স্পিনার। এই ওপেনারের ব্যাট থেকে আসে ৯ রান।
এরপর উসমান খাজা ও মার্নাস লাবুশানের ৯৬ রানের প্রতিরোধ ভাঙেন জাদেজা। সাজঘরে ফেরান ৩১ রান করা লাবুশানেকে। দিনের শেষ বিকালে এই স্পিনারের স্পিনে কিছুটা স্বস্তি পায় ভারত। কেননা, দিনের শেষ মুহূর্তে হাফসেঞ্চুরিয়ান খাজা (৬০) এবং অধিনায়ক স্মিথকে (৪) আউট করেন জাদেজা।
আগামীকাল (২ মার্চ) পিটার হ্যান্ডসকম্ব (৭) ও ক্যামেরন গ্রিনের (৬) ব্যাটে দ্বিতীয় দিনের খেলা শুরু করবে অস্ট্রেলিয়া।
এসজি