এখন আদর্শ সময় হলো সিরিজ নিয়ে প্রশ্ন করা: হাথুরুসিংহে
ঘূর্ণিঝড় কিংবা ভূমিকম্প বেশি সময় স্থায়ী হয় না। কিন্তু এর রেশ থেকে যায় বহুসময়। সাকিব আল হাসান-তামিম ইকবাল দ্বন্দ্ব নিয়ে বিসিবি সভাপতি একটি বিদেশি সংবাদমাধ্যমে কথা বলেছেন অল্পই। কিন্তু এর রেশ চুইংগামের মতো শুধু লম্বা হচ্ছেই। যার প্রভাবে অনেকটাই আড়ালে পড়ে গেছে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ।
তামিম ইকবালের সংবাদ সম্মেলনে তাকে এ সংক্রান্ত বিষয়ে কথা বলতে হয়েছে বেশি। এমনকি আগামীকাল যে দুই দেশের সিরিজ শুরু হচ্ছে, সেখানেও এসেছে সাকিব-তামিম দ্বন্দ্বের বিষয়টি।
সিরিজ নিয়ে কথা বলতে এসেছিলেন দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তাকেও প্রশ্ন করা হয়েছিল সাকিব-তামিম দ্বন্দ্ব নিয়ে। ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে সাকিব-তামিম বিষয়টিকে সামনে আনা কতটা আদর্শ মনে হয়? এর জবাব না দিয়ে হাথুরুসিংহে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, সিরিজের আগের দিন এরকম প্রশ্ন করা আদর্শ কি না?
তিনি বলেন, ‘এ প্রশ্নের জবাব দেওয়ার কিছু নেই আমার। এটা সিরিজ সর্ম্পকিত কিছু না। কোনো কিছুর জন্যই এটি আদর্শ সময় নয়। এখন আদর্শ সময় হলো সিরিজ নিয়ে প্রশ্ন করা।’
সাকিব-তামিমের বিষয়ে হাথুরুসিংহে কোনো কিছুই জানেন না বলে জানান। তিনি নতুন করে দায়িত্ব নেওয়ার পর তার চোখেও সেরকম কোনো কিছু পড়েনি। তিনি বলেন, ‘আমি এখানে এসেছে মাত্র সাত দিন হয়েছে। আমার চোখে সেরকম কিছু পড়েনি। ভালো বন্ধু হয়ে আপনার ডিনারে যাওয়ার প্রয়োজন নেই। মাঠে যদি এর কোনো প্রভাব না পড়ে, তাহলে আমি তেমন কোনো সমস্যা দেখি না।’
তিনি আরও বলেন, ‘আমি এরকম অনেক ড্রেসিংরুমে ছিলাম, যাদের অনেকের সঙ্গে অনেকের মিল ছিল না। কিন্তু তারপরও তারা অনেক উন্নতি করেছে। কারণ সর্ম্পকের সেই টানাপোড়েনটা মাঠে প্রভাব ফেলত না। আর্ন্তজাতিক ক্রিকেটে আপনি এরকমটি প্রত্যাশা করতে পারেন।’
এমপি/এসজি