শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন আজ
শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের উদ্বোদন আজ। রবিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে গেমসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন আজ হলেও ভলিবল ও দাবা ইভেন্ট শুরু হয়ে গেছে।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ব্যবস্থাপনায় ২০১৮ সালে প্রথমবারের মতো যুব গেমসের আয়োজন করা হয়েছিল। বিভিন্ন ডিসিপ্লিনে জাতীয় দলের জন্য ভবিষ্যত খেলোয়াড় বাছাই এবং তরুণ ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া ছিল গেমসের মূল লক্ষ্য। একইসঙ্গে তরুণ ক্রীড়াবিদদের দেশের ক্রীড়াঙ্গনে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে এ উদ্যোগ নেয় বিওএ। প্রতি চার বছরে একটি বাংলাদেশ গেমস ও ২০১৮ সাল থেকে যুব গেমস আয়োজন করে আসছে বিওএ। প্রথম আসরে ২১টি ডিসিপ্লিনে ৫০ হাজার ক্রীড়াবিদ, কোচ, কর্মকর্তা ও ক্রীড়া সংগঠক অংশ নিয়েছিলেন। এবার ২য় আসরে ২৪টি ডিসিপ্লিনে ৬০ হাজার হাজার ক্রীড়াবিদ, কোচ, কর্মকর্তা ও ক্রীড়া সংগঠক অংশগ্রহণ করছেন।
চূড়ান্ত পর্বে ২৪টি ডিসিপ্লিনের (তরুণ-তরুণী,একক-দলীয়)১৯৩টি ইভেন্টে ১৯৩টি স্বর্ণ, ১৯৩টি রৌপ্য ও ২৮৭টি ব্রোঞ্জ পদকের জন্য প্রায় চার হাজার ক্রীড়াবিদ লড়াই করবেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র শেখ কামালের নামে যুব গেমসের এ আসরের নামকরণ করা হয়েছে ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩।’ এবারের গেমসও আন্ত:উপজেলা, জেলা ও বিভাগ বা জাতীয়- এই তিন স্তরে পরিচালিত হচ্ছে।
গত ২-১০ জানুয়ারি প্রথম পর্বে আন্ত: উপজেলা ও ১৬-২২ জানুয়ারি দ্বিতীয় পর্বে আন্ত:জেলা পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর আটটি বিভাগ থেকে বাছাই করা খেলোয়াড়দের নিয়ে ঢাকায় জাতীয় পর্যায়ের খেলা অনুষ্ঠিত হচ্ছে।
শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস সুষ্ঠ ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান পৃষ্ঠপোষক করে একটি সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। কো-চেয়ারম্যান হিসেবে আছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং বিওএ’র সভাপতি ও সেনাবাহনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি। এ ছাড়াও গেমস আয়োজনে রয়েছে স্টিয়ারিং কমিটি এবং ১৩টি উপ-কমিটি।
উদ্বোধনী অনুষ্ঠানটি দেশীয় কৃষ্টি ও ঐতিহ্যের কথা মাথায় রেখে আয়োজন করা হয়েছে। জানা গেছে, মূল অনুষ্ঠান শুরুর এক ঘণ্টা ৩০ মিনিট আগে স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে। এর পর ৩০ মিনিট ডিজিটাল কন্টেন্ট শো। প্রধান অতিথির স্টেডিয়ামে আগমন ঘটবে সন্ধ্যা ৭টায়। শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করবে আর্মি ব্যান্ড দল। এরপর প্রদর্শনী করা হবে গেমসের বিভিন্ন ইভেন্টের অডিও ভিজ্যুয়াল কন্টেন্ট। খেলোয়াড়রা মাঠে প্রবেশের পর শপথ নেবেন। নির্ধারিত অতিথিরা বক্তব্য রাখবেন। এর পর অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গেমস চূড়ান্ত পর্বের উদ্বোধন ঘোষণা করবেন।
মশাল বহনকারী দুই অ্যাথলেট মাঠে প্রবেশ করবেন। মশাল প্রজ্বলনের পর থাকছে অডিও ভিজ্যুয়াল প্রর্দশনী। খেলোয়াড়রা মাঠ ছাড়লে থিম সং পরিবেশিত হবে। এএসপিটিএস এবং ভারতীয়শ্বেরি হোমসের ডিসপ্লের পর তিন মিনিটের আতশবাজি দিয়ে শেষ হবে উদ্বোধনী অনুষ্ঠান।
এমপি