টেনিস ছাড়ার আগেই ক্রিকেটে যুক্ত হলেন সানিয়া মির্জা
গ্র্যান্ড স্লাম ক্যারিয়ারের ইতি টেনেছেন সানিয়া মির্জা। সব ধরনের টেনিসকে বিদায় জানানোর দোড়গোড়ায় তিনি। তবে টেনিস ছাড়ার আগেই ক্রিকেটে চাকরি পেলেন এই ভারতীয় কিংবদন্তি। নারী আইপিএলের উদ্বোধনী আসরে তাকে মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি)।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সোশ্যাল প্ল্যাটফর্মে একটি ভিডিও প্রকাশ করে ক্যাপশনে আরসিবি বলেছে, ‘আমাদের ক্রিকেট দলের মেন্টর হিসেবে সানিয়া মির্জাকে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত। তিনি মেয়েদের জন্য ভারতীয় ক্রীড়াঙ্গনে পথিকৃৎ, একজন আইকন, যিনি মাঠে এবং বাইরে একজন চ্যাম্পিয়ন।’
গ্র্যান্ড স্লামে ৬টি ডাবলস শিরোপা জিতেছেন সানিয়া। ভারতের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নারী টেনিস খেলোয়াড় তিনি। চলতি সপ্তাহের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাওয়া ডব্লিউটিএ-১০০০ ইভেন্টে খেলবেন ভারতীয় কিংবদন্তি। দুবাইয়ে খেলার পরই তুলে রাখবেন বুট জোড়া।
টেনিসকে বিদায় জানানোর আগ মুহূর্তে ক্রিকেট জগতে ডাক পেয়ে অভিভূত সানিয়া। আরসিবির প্রকাশিত ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘আমি সত্যিই উদ্দীপ্ত। অবসর নেওয়ার পরে আমার পরবর্তী কাজটি হবে মেয়েদের মধ্যে এই বিশ্বাস জাগানো যে খেলাধুলা তাদের ক্যারিয়ারের অন্যতম পছন্দ হতে পারে।’
গত ১৩ ফেব্রুয়ারি নিলামে তারকা নারী ক্রিকেটাদের দলে ভিড়িয়েছে আরসিবি। এদের মধ্যে অন্যতম হলেন- স্মৃতি মান্ধানা, এলিসা পেরি এবং রেনুকা সিং। নারী আইপিএলের উদ্বোধনী আসর শুরু হবে আগামী ৪ মার্চ।
এসজি