রিয়ালের চোখে শিরোপা স্বপ্ন
নতুন বছরে নড়বড়ে শুরুর পর ছন্দ ফিরে পেয়েছে রিয়াল মাদ্রিদ। ইউরোপিয়ান এবং স্প্যানিশ চ্যাম্পিয়নদের চোখে এখন শিরোপার স্বপ্ন। লক্ষ্য পূরণে আজ নামবে ক্লাব বিশ্বকাপের ফাইনালে। মরক্কোতে নিরপেক্ষ ভেন্যুতে তাদের প্রতিপক্ষ আল হিলাল। বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে দুই দল।
শিরোপার লড়াইয়ে করিম বেনজেমাকে পাওয়া নিয়ে শঙ্কায় রিয়াল। সেমিফাইনালে ফরাসি স্ট্রাইকারকে ছাড়াই খেলেছিল কার্লো আনচেলত্তির দল। গত বুধবার শেষ চারে তারা মিশরের ক্লাব আল আহলিকে উড়িয়ে দেয় ৪-১ গোলে। ফাইনালে আগে অবশ্য অনুশীলনে ফিরেছেন বেনজেমা। শুক্রবার দলের ট্রেনিং সেশনে ছিলেন ৩৫ বছর বয়সি ফরোয়ার্ড।
অনুশীলনে ফিরলেও ফাইনালে তাকে পাওয়া নিয়ে শতভাগ নিশ্চিত হতে পারছেন না আনচেলত্তি, যার কোচিংয়ে প্রথমবার ক্লাব বিশ্বকাপ জিতেছিল রিয়াল। সেটা ২০১৪ সালে। এরপর এই টুর্নামেন্টে শিরোপা জয়ে হ্যাটট্রিক করে স্প্যানিশ ক্লাবটি— ২০১৬, ২০১৭ এবং ২০১৮ সালে। ক্লাব বিশ্বকাপে রিয়াল সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন।
এই মঞ্চে রিয়ালকে পঞ্চম শিরোপা জেতাতে আক্রমণভাগে ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো এবং ফেদেরিকো ভালভার্দের ওপর নির্ভর করতে হবে আনচেলত্তিকে। আক্রমণভাগে দলকে সার্ভিস দিতে প্রস্তুত তরুণ তারকা সার্জিও আরিবাস। সতীর্থদের লড়াই বেঞ্চে বসে উপভোগ করবেন বেনজেমা।
যদি ক্লাব মেডিকেল টিম অনুমতি দেয় এবং দলের প্রয়োজন পড়ে, তাহলে ফরাসি ফরোয়ার্ডকে কিছু সময়ের জন্য খেলানোর ইঙ্গিত দিয়ে রেখেছেন রিয়াল কোচ। একইসঙ্গে প্রতিপক্ষ হিসেবে আল হিলালকে সমীহ করছেন আনচেলত্তি। সৌদি ক্লাবটি আজ প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামবে।
ফাইনালের আগে আনচেলত্তি বলেছেন, ‘আমাদের এই দলকে সম্মান করতে হবে। তাদের ভালো খেলোয়াড় আছে এবং তারা দল হিসেবে ভালো খেলে। ফাইনালে ওঠে উজ্জীবিত তারা। আমরাও। তবে ফুটবল পরিবর্তন হচ্ছে। সারা বিশ্বে অনেক দল আছে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, লড়াই করতে পারে এবং জিততেও পারে।’
আরএ/