ফিফা দ্য বেস্টের সংক্ষিপ্ত তালিকায় মেসি-এমবাপ্পে-বেনজেমা

ফিফা দ্য বেস্টের তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আর এই তালিকায় জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমা। আগামী ২৭ ফেব্রুয়ারি প্যারিসে এক জমকালো অনুষ্ঠানে তাদের মধ্য থেকে কারোর হাতে উঠবে ২০২২ সালের এই বর্ষসেরা পুরস্কারটি।
২০২২ সাল স্মরণীয় হয়ে থাকবে আর্জেন্টিনার জন্য। কারণ তিন যুগ পর গত বছরের শেষ দিকে কাতার বিশ্বকাপে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর মধ্যে দিয়ে বিশ্বকাপের সোনালি ট্রফির আক্ষেপ ঘোচে আলবিসেলেস্তেদের। বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিতও হয়েছিলেন তিনি।
এই সংক্ষিপ্ত তালিকায় আছেন ফরাসি সেনসেশন কিলিয়ান এমবাপ্পে। কাতার বিশ্বকাপে মেসিদের কাছে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হলেও ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে এবারও নিজেকে সেরাদের কাতারে রেখেছেন । কাতার বিশ্বকাপে আট গোল করে জিতেন গোল্ডেন বুটের পুরস্কার। এ ছাড়াও ক্লাব ফুটবলে গত মৌসুমে পিএসজির হয়ে জিতেছেন লিগ ওয়ানের শিরোপা।
অন্যদিকে, ইনজুরি থাবায় কাতার বিশ্বকাপে খেলতে না পারলেও নিজেকে সেরাদের কাতারে রেখেছেন আরেক ফরাসি তারকা করিম বেনজেমা। গত মৌসুমে ক্লাব ফুটবলে লস ব্লাঙ্কোসদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জয়ের ক্ষেত্রে সামনে থেকে দলকে নেতৃত্ব দেন তিনি।
এসআইএইচ
