বাংলাদেশ সিরিজে ইংল্যান্ড দলে নতুন এক মুখ
ফ্র্যাঞ্চাইজি লিগে প্রতিশ্রুতিবদ্ধ ইংলিশ ক্রিকেটাররা। রয়েছে সাংঘর্ষিক সূচি ও ইনজুরির ধাক্কা। তাতে ধারণা করা হচ্ছিল, বাংলাদেশে দ্বিতীয় সারির দল পাঠাবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। কিন্তু না, বাংলাদেশ সিরিজের জন্য ঘোষিত ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলে মাত্র এক নতুন মুখ রেখেছে তারা।
দুই সিরিজের জন্যই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইসিবি। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন সমারসেটের অধিনায়ক টম অ্যাবেল। রাখা হয়েছে ১৮ বছর বয়সী রেহান আহমেদকে। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে করাচি টেস্টে আন্তর্জাতিক অভিষেক হয় লেস্টারশায়ারের এই লেগস্পিনারের।
ইংল্যান্ড দলে ফিরেছেন মার্ক উড। সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সফরে বিশ্রামে ছিলেন এই পেসার, যা ২-১ ব্যবধানে হেরেছে সফরকারীরা। জাতীয় দলে ফেরানো হয়েছে সাকিব মাহমুদকেও। চোটের কারণে গত বছরের মে মাস থেকে সাইডলাইনে ছিলেন এই ডানহাতি পেসার।
দক্ষিণ আফ্রিকা সফরে থাকলেও বাংলাদেশ সিরিজে থাকছেন না হ্যারি ব্রুক, ডেভিড উইলি এবং ওলি স্টোন। লাল-সবুজ দেশে সীমিত ওভারের সিরিজে যথারীতি নেতৃত্বে থাকছেন জস বাটলার। ১ মার্চ শুরু হবে দুই দলের লড়াই। ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হবে ঢাকা আর চট্টগ্রামের দুই ভেন্যুতে।
ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলি, জফরা আর্চার, স্যাম কুরান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস এবং মার্ক উড।
টি-টোয়েন্টি দল: জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলি, জফরা আর্চার, স্যাম কুরান, ডেন ডাকেট, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, ক্রিস ওকস এবং মার্ক উড।
এসজি