লিগ কাপের ফাইনালে ম্যানইউ

আরও একবার জ্বলে উঠলেন মার্কোস রাশফোর্ড। যদিও গোল করা হয়নি, তবে তার জোড়া অ্যাসিস্টে নটিংহাম ফরেস্টের বিপক্ষে ২-০ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সহজ এই জয়ে লিগ কাপের ফাইনাল নিশ্চিত করেছে এরিক টেন হ্যাগের শিষ্যরা।
টুর্নামেন্টের সেমিতে প্রথম লেগে ৩-০ গোলে জিতেছিল রেড ডেভিলসরা। গতকাল রাতে ওল্ড ট্রাফোর্ডে ফিরতি লেগেও আসে জয়। সবমিলে ৫-০ গোলের অগ্রগামিতায় শিরোপার লড়াইয়ে ম্যানইউ। ফাইনালে তাদের প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড।
হোম ম্যাচে গোল পেতে দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হয় স্বাগতিকদের। ৭৩ মিনিটে রাশফোর্ডের পাস ধরে লক্ষ্যভেদ করেন অ্যান্থনি মার্শিয়াল। চোটের কারণে দলের সবশেষ চার ম্যাচে ছিলেন না ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। দলে ফিরতেই মৌসুমের ষষ্ঠ গোল পেলেন তিনি।
১৮০ সেকেন্ডের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করেন ফ্রেড। ব্রুনো ফার্নান্দেজ ও রাশফোর্ডের বানানো বলে জালের পথ খুঁজে পান তিনি। মাঠের বাইরে, এক্সিকিউটিভ বক্সে বসেই দলের জয় উদযাপন করেছেন ম্যানইউর নতুন খেলোয়াড় মার্সেল সাবিটজার।
এই ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন জেডন স্যানচোও। সবশেষ অক্টোবরের পর এই প্রথম খেলতে নামলেন তিনি। শারীরিক ও মানসিক ইস্যুতে দীর্ঘ সময় পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন এই ইংলিশ উইঙ্গার।
লিগ কাপে ফাইনাল হবে এক লেগেই। আগামী ২৬ ফেব্রুয়ারি ওয়েম্বলি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই ফাইনালিস্ট। নিউক্যাসল বাধা টপকাতে পারতে ২০১৭ সালের পর প্রথমবার শিরোপার স্বাদ পাবে ম্যানইউ।
এসএন
