হ্যামস্ট্রিংয়ে ৩ সেন্টিমিটার ছেঁড়া নিয়েই জোকোভিচের ইতিহাস
একদিকে ভুগছেন ইনজুরিতে, আরেকদিকে উপহার দিচ্ছেন দারুণ সব জয়। তাই মেলবোর্ন পার্কে নোভাক জোকোভিচকে নিয়ে প্রশ্ন জেগেছিল- আসলেই কি চোটে পড়েছেন সার্ব কিংবদন্তি? এমন সমালোচনা যারা করেছেন তাদের জবাবে দিলেন ক্রেইগ টাইলি। অস্ট্রেলিয়ান ওপেনের এই পরিচালক জানিয়েছেন, হ্যামস্ট্রিংয়ে তিন সেন্টিমিটার ছেঁড়া নিয়েই ইতিহাস গড়েছেন জোকোভিচ।
রড লেভার অ্যারেনায় রেকর্ড ২২তম গ্র্যান্ড স্লাম জয়ের পথে মাত্র ১টি সেট হেরেছেন সার্ব তারকা। সেটা দ্বিতীয় রাউন্ডে। তাকে টুর্নামেন্টজুড়ে প্রতিপক্ষ এবং চোটের বিপক্ষে সমানভাবে লড়তে হয়েছে। কিন্তু তার একের পর এক সরাসরি সেটের জয়ে সমালোচকরা বলছিলেন, লোক দেখানো ইনজুরিতে পড়েছেন জোকোভিচ।
বছরের প্রথম গ্র্যান্ড স্লাম সমাপ্ত হওয়ার পর সত্য গল্পটা নিয়ে হাজির হলেন টাইলি। তিনি বলেছেন, ‘আমি তাকে (জোকোভিচ) দেখেছি, তার হ্যামস্ট্রিংয়ে তিন সেন্টিমিটার ছেঁড়া ছিল। সত্যিই (আমি স্ক্যান দেখেছি)। এটা সত্য কি না তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা ছিল। হ্যাঁ, এটা বিশ্বাস করা কঠিন যে এমন ইনজুরি নিয়েও সে অস্ট্রেলিয়ান ওপেন জিততে পারে। কিন্তু সে অসাধারণ।’
অস্ট্রেলিয়ান ওপেনের এই পরিচালকের বিশ্বাস, মেলবোর্ন পার্কে সার্ব তারকার রেকর্ড ভাঙতে পারবে না কেউ। তিনি বলেন, ‘জোকোভিচ যা করে তা একবারেই নিখুঁত। সে অনেক কিছুর মধ্য দিয়ে গেছে এবং ১০ বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছে, আমি মনে করি না যে এটির পুনরাবৃত্তি হবে... সে অস্ট্রেলিয়ান ওপেনের ইতিহাসের একটি উল্লেখযোগ্য স্থান দখল করবে।’
এসজি