বিরামপুরে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

বিরামপুরে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু। ছবি: ঢাকাপ্রকাশ
দিনাজপুরের বিরামপুরে ট্রেন থেকে পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে বিরামপুর পৌরশহরের দেবীপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক সাগর ইসলাম(২৮) ঠাকুরগাঁও সদর উপজেলার শান্তিনগর গ্রামের মোঃ সাহেরুল ইসলামের ছেলে।
পরিবারের বরাত দিয়ে বিরামপুর থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ আমির হোসেন জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে করে ঢাকা যাচ্ছিল। নিহত যুবকের প্যান্টের পকেট থেকে একটি মুঠোফোন পাওয়া যায়। সেই মুঠোফোন থেকে পাওয়া নাম্বারে কথা বললে নিহত যুবকের স্ত্রী সিমু আক্তার জানান, অভাব অনটনের সংসারে বেশ কয়েকদিন থেকে তার স্বামী হতাশায় ভুগছিলেন। আজকে ১২টা পর্যন্ত বাসায় ছিল। তার কাছে কোনো টাকা পয়সা ছিল না। তার কাছে ২০০ টাকা ছিল, তা নিয়ে ঢাকায় যেতে চাচ্ছিল।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। প্রাথমিকভাবে ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্নহত্যা। রেলের জায়গায় হওয়ায় জিআরপি থানা পুলিশ বিষয়টি দেখবেন।
