আলভেসকে ডিভোর্স দিচ্ছেন স্ত্রী জোয়ানা

গুরুতর অপরাধ করে একে একে সব হারাচ্ছেন দানি আলভেস। তার সঙ্গে সম্পর্ক রাখতে চান না স্ত্রী জোয়ানা সানজ। যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার হওয়া আলভেসের বিরুদ্ধে ডিভোর্স ফাইল করেছেন তিনি।
গত ৩০ ডিসেম্বর বার্সেলোনার সাটন নাইটক্লাবে এক নারীর সঙ্গে অশোভন আচরণ করেন সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার। ভুক্তভোগী নারীর অভিযোগ দায়ের করলে ২০ জানুয়ারি গ্রেপ্তার করা হয় তাকে। জামিন না পেয়ে বিচার-পূর্ব কারাবাস ভোগ করছেন তিনি।
আলভেস মেক্সিকান ক্লাব পুমাসের ফুটবলার ছিলেন। কিন্তু গ্রেপ্তার হওয়ার পরই তার সঙ্গে চুক্তি বাতিল করেছে ক্লাবটি। এবার স্ত্রীকেও হারাতে বসেছেন এই তারকা ফুটলবার। আলভেসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে ডিভোর্স চেয়েছেন জোয়ানা সানজ।
সম্প্রতি, সানজ তার বর্তমান স্বামী আলভেসের সঙ্গে থাকা সমস্ত ছবি ইনস্টাগ্রাম থেকে মুছে দিয়েছেন। এমনকি তাদের বিয়ের দিনের ছবিগুলোও সামাজিক নেটওয়ার্ক থেকে সরিয়ে নিয়েছেন তিনি।
এমএমএ/
