বাংলাদেশ আসবে দ্বিতীয় সারির ইংল্যান্ড দল!
মার্চে বাংলাদেশ সফর করবে ইংল্যান্ড। সীমিত ওভারের সিরিজের জন্য এই সপ্তাহে দল ঘোষণা করবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। টাইগারদের বিপক্ষে ম্যাচগুলোতে বেঞ্চের শক্তি পরখ করবে তারা।
সাংঘর্ষিক সূচি, ইনজুরি এবং ফ্র্যাঞ্চাইজি লিগ এই তিন কারণে পূর্ণশক্তির ইংল্যান্ডকে পাচ্ছে না বাংলাদেশ। সীমিত ওভারের কোচ ম্যাথু মট এবং অধিনায়ক জস বাটলারের দলে কিছু সংখ্যক প্রতিষ্ঠিত খেলোয়াড়ের বিপরীতে থাকবে প্রতিভাধর ও নতুন মুখের ভিড়।
বাংলাদেশ-ইংল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ দুটি ২০২১ সালের অক্টোবরে হওয়ার কথা ছিল, সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে। কিন্তু সেসময় ইসিবির সঙ্গে পারস্পরিক সমঝোতায় সফরটি স্থগিত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নতুন সূচিতে ম্যাচগুলো হবে সামনের মাসে। তার আগেই ঠাসা সূচির কারণে বাংলাদেশ সফর থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে ইংল্যান্ডের তারকা ক্রিকেটাররা। যেমন- অ্যালেক্স হেলস চুক্তিবদ্ধ হয়েছেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে।
লোভনীয় সেই চুক্তি ছেড়ে বাংলাদেশ সফরে খেলতে নারাজ হেলস, যিনি জাতীয় দলে ফিরেছেন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে। সীমিত ওভারে ইংল্যান্ডের নিয়মিত খেলোয়াড় স্যাম বিলিংস, লিয়াম ডসন এবং জেমস ভিন্সও হেলসের পিছু ধরেছেন। সবাই পিএসএলকে প্রাধান্য দিয়েছেন, টুর্নামেন্টটি শুরু হবে ১৩ ফেব্রুয়ারি। চলবে ১৯ মার্চ পর্যন্ত।
বাংলাদেশ-ইংল্যান্ডের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ১ মার্চ। অর্থাৎ যারা নিউজিল্যান্ডে টেস্ট সফরের দলে থাকবে সেসব ইংলিশ ক্রিকেটারদেরও পাওয়া যাবে না বাংলাদেশে। কারণ ওয়েলিংটনে দ্বিতীয় টেস্ট শেষ হবে ২৮ ফেব্রুয়ারি। এতে করে হ্যারি ব্রুক, বেন ডাকেট, ওলি স্টোন এবং জো রুট ছিটকে গেছেন বাংলাদেশ সিরিজ থেকে।
ইনজুরির কারণে বাংলাদেশ সফররত ইংল্যান্ডের দলের সঙ্গী হবেন না জনি বেয়ারস্টো এবং লিয়াম লিভিংস্টোন। তবে মার্ক উডকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাকিস্তানে টেস্ট সফর শেষে বর্তমানে বিশ্রামে আছেন এই ইংলিশ পেসার। ধারণা করা হচ্ছে, বাংলাদেশের বিপক্ষে দলে ফিরবেন তিনি।
সবার জানা, এই মুহূর্তে চলছে বিগব্যাশ, এসএ-২০ এবং আইএলটি-২০ এর খেলা। বিশ্বজুড়ে চলমান তিনটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগে ইংল্যান্ডের ৬০-এর অধিক ক্রিকেটার খেলছেন। ১৩ ফেব্রুয়ারি পিএসএল শুরুর পর সংখ্যাটা আরও বাড়বে। তার উপর আবার ইংল্যান্ডের নিউজিল্যান্ড সফর শেষ হবে ফেব্রুয়ারির শেষ দিনে।
সব মিলে, বাংলাদেশ সফরের জন্য দল সাজাতে খেলোয়াড় খুঁজে পেতেই হিমশিম খেতে হচ্ছে ইসিবির। তাই ধারণা করা হচ্ছে, তারকাদের না পেয়ে দ্বিতীয় সারির দলই বাংলাদেশে পাঠাবে তারা।
এসজি