মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১২ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

বিপিএলের ইতিহাসে রেকর্ড রান তাড়া করে কুমিল্লার জয়

বিপিএলের ইতিহাসে রেকর্ড ২১০ রান তাড়া করে জয়ের নতুন ইতিহাস গড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজ সিলেট বিভাগীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে খুলনা তামিম ইকবাল (৯৫) ও সাই হোপের (৯১*) ব্যাটের ভেলায় ভেসে ২ উইকেটে ২১০ রান করেও বাঁচতে পারেনি। জনসন চার্লসের অপরাজিত ১০৭ রানের সঙ্গে মোহাম্মদ রিজওয়ানের ৭৩ রানের ইনিংস কুমিল্লাকে ১.৪ ওভারে ওভার থাকতে রান তাড়ার নতুন রেকর্ড গড়ে ৭ উইকেটে জয় এনে দেয়। আগের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল এই খুলনা টাইগার্সের। ২০২০ সালের আসরে মিরপুরে ঢাকা প্লাটুনের ৪ উইকেটে করা ২০৫ রান অতিক্রম করেছিল ২ উইকেট হারিয়ে ২০৭ রান করে।

এই হারে কুমিল্লা ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় দল হিসেবে প্লে অফে খেলা নিশ্চিত করেছে। খুলনার সম্ভাবনা আরও গভীর অন্ধকারচ্ছন্ন হয়ে উঠল। ৮ ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া রংপুর রাইডার্স আর একটি ম্যাচ জিততে পারলে খুলনা দর্শক হয়ে যাবে ঢাকা ও চট্টগ্রামের মতো।

রান ফোয়ারার ম্যাচে খুলনার তামিম ইকবালের ৯৫ ও সাই হোপের অপরাজিত ৯১ রানের পাল্টা জবাব দিয়েছেন কুমিল্লার জনসন চার্লস ও মোহাম্মদ রিজওয়ান। জনসন চার্লস ৫৩ বলে ১০ ছক্কা ও ৫ চার এবারের বিপিএলে দ্রুততম সেঞ্চুরি তুলে নেন। এটি ছিল চলতি আসরের চতুর্থ সেঞ্চুরি। তিনি শেষ পর্যন্ত ৫৬ বলে ১১ ছক্কা ও ৫ চারে ১০৭ রান করে অপরাজিত থাকেন। মোহাম্মদ রিজওয়ান করেন ৩৯ বলে ৪ ছক্কা ও ৮ চারে ৭৩ রান। দুই জনে দ্বিতীয় উইকেট জুটিতে ১২২ রান যোগ করেন ১১.৩ ওভারে। তামিম- হোপ দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেছিলেন ১৭.৩ ওভারে ১৮৪ রান।

দুই দল মিলে ২৭টি ছক্কা ও ৩৪টি চার মারেন। খুলনার ইনিংসে ১২টি ছক্ক ও ১৭টি চার এবং কুমিল্লার ইনিংসে ১৫টি ছক্কা ও ১৭টি চার ছিল।

বিশাল রান তাড়া করতে নেমে কুমিল্লার জন্য বড় ধাক্কা ছিল ইনিংসের দ্বিতীয় বলেই লিটনকে হারানো। তবে আউট হওয়ার মাধ্যমে নয়, আহত হয়ে। শফিকুলের প্রথম বলকে বাউন্ডারি মেরে সীমানা পার করে লিটন দ্বিতীয় বলেই মাঠ ছেড়ে চলে যেতে বাধ্য হন। লিটনকে হারানোর এই ধাক্কা সামলে উঠতে না উঠতেই কুমিল্লাকে আবারো ধাক্কা খেতে হয় দলীয় ২২ রানে অধিনায়ক ইমরুল কায়েসকে হারালে। শফিকুলের বলে মাহমুদুল হাসান জয়ের হাতে ধরা পড়ে বিদায় নেন তিনি।

ইমরুলের এই আউট কুমিল্লার জন্য মঙ্গল বয়ে আনেন। কারণ এরপর মোহাম্মদ রিজওয়ান ও জনসন চার্লস বিপর্যয় কাটিয়ে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন। এদিন মোহাম্মদ রিজওয়ান খেলেন নিজের প্রথগত ব্যাটিং ধারার বিপরীত। ধীরে সূচনা করা যার বৈশিষ্ট্য, সেই রিজওয়ান ছিলেন অবাক করার মতো মারমুখী। চারটি করে চার ও ছয় মেরে মাত্র ২৪ বলে করেন এবারের বিপিএল নিজের তৃতীয় ও দ্রুততম হাফ সেঞ্চুরি। জনসন চার্লসও পিছিয়ে ছিলেন না। তিনি ৫ ছক্কা ও ২ চারে ৩৫ বলে করেন হাফ সেঞ্চুরি। চলতি আসরে এটি ছিল তার প্রথম হাফ সেঞ্চুরি।

এই দুইজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ের কারণে কুমিল্লা রান সংগ্রহে খুলনার চেয়ে এগিয়ে ছিল। ব্যাটিং পাওয়ার প্লেতে খুলনার রান ছিল ১ উইকেটে ৩৭, সেখানে কুমিল্লা রান ১ উইকেটে ৫৩। ১০ ওভার শেষে খুলনা করেছিল ১ উইকেটে ৮১। কুমিল্লার ছিল ১ উইকেটে ৯৯।
এমনি করে দুই জনেই বলের সঙ্গে রানের আকাশ-পাতাল ব্যবধান ক্রমেই কমিয়ে আনছিলেন। ১০.১ ওভারে ১২২ রান যোগ হবার পর মোহাম্মদ রিজওয়ান আউট হলে ভাঙ্গে জুটি। ৪ ছক্কা ও ৮ চারে ৩৯ বলে ৭৩ রান করে রিজওয়ান আউট হন নাসুমের বলে হোপের হাতে ধরা পড়ে। এ সময় দলের রান ছিল ১৩.৪ ওভারে ১৪৪। জয়ের জন্য তখনও প্রয়োজন ৩৮ বলে ৬৭ রানের। খুব কঠিন নয়। সেটিকে আরও সহজতর করে তুলেন ম্যাচ সেরা জনসন চার্লস তার ৫৬ বলে ১১ ছক্কা ও ৫ চারে অপরাজিত ১০৭ রানের ইনিংস খেলে।
রিজওয়ান আউট হওয়ার পর তিনি কি পরিমাণ মারমুখী খেলেছেন, তা বুঝা যায় জয়ের জন্য অবশিষ্ট ৬৬ রানের মাঝে বাকি দুই ব্যাটসম্যানের অবদান ছিল খুশদিল শাহর ১২ ও মোসাদ্দেকের অপরাজিত ৪ রানের। খুশদিলের সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে যে ৫৯ রাম আসে সেখানে কুশদিল করেন ১২ রান।

এমপি/আরএ/

নিজস্ব প্রতিবেদক

বিপিএলের ইতিহাসে রেকর্ড ২১০ রান তাড়া করে জয়ের নতুন ইতিহাস গড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজ সিলেট বিভাগীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে খুলনা তামিম ইকবাল (৯৫) ও সাই হোপের (৯১*) ব্যাটের ভেলায় ভেসে ২ উইকেটে ২১০ রান করেও বাঁচতে পারেনি। জনসন চার্লসের অপরাজিত ১০৭ রানের সঙ্গে মোহাম্মদ রিজওয়ানের ৭৩ রানের ইনিংস কুমিল্লাকে ১.৪ ওভারে ওভার থাকতে রান তাড়ার নতুন রেকর্ড গড়ে ৭ উইকেটে জয় এনে দেয়। আগের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল এই খুলনা টাইগার্সের। ২০২০ সালের আসরে মিরপুরে ঢাকা প্লাটুনের ৪ উইকেটে করা ২০৫ রান অতিক্রম করেছিল ২ উইকেট হারিয়ে ২০৭ রান করে।
এই হারে কুমিল্লা ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় দল হিসেবে প্লে অফে খেলা নিশ্চিত করেছে। খুলনার সম্ভাবনা আরও গভীর অন্ধকারচ্ছন্ন হয়ে উঠল। ৮ ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া রংপুর রাইডার্স আর একটি ম্যাচ জিততে পারলে খুলনা দর্শক হয়ে যাবে ঢাকা ও চট্টগ্রামের মতো।

রান ফোয়ারার ম্যাচে খুলনার তামিম ইকবালের ৯৫ ও সাই হোপের অপরাজিত ৯১ রানের পাল্টা জবাব দিয়েছেন কুমিল্লার জনসন চার্লস ও মোহাম্মদ রিজওয়ান। জনসন চার্লস ৫৩ বলে ১০ ছক্কা ও ৫ চার এবারের বিপিএলে দ্রুততম সেঞ্চুরি তুলে নেন। এটি ছিল চলতি আসরের চতুর্থ সেঞ্চুরি। তিনি শেষ পর্যন্ত ৫৬ বলে ১১ ছক্কা ও ৫ চারে ১০৭ রান করে অপরাজিত থাকেন। মোহাম্মদ রিজওয়ান করেন ৩৯ বলে ৪ ছক্কা ও ৮ চারে ৭৩ রান। দুই জনে দ্বিতীয় উইকেট জুটিতে ১২২ রান যোগ করেন ১১.৩ ওভারে। তামিম- হোপ দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেছিলেন ১৭.৩ ওভারে ১৮৪ রান।

দুই দল মিলে ২৭টি ছক্কা ও ৩৪টি চার মারেন। খুলনার ইনিংসে ১২টি ছক্ক ও ১৭টি চার এবং কুমিল্লার ইনিংসে ১৫টি ছক্কা ও ১৭টি চার ছিল।

বিশাল রান তাড়া করতে নেমে কুমিল্লার জন্য বড় ধাক্কা ছিল ইনিংসের দ্বিতীয় বলেই লিটনকে হারানো। তবে আউট হওয়ার মাধ্যমে নয়, আহত হয়ে। শফিকুলের প্রথম বলকে বাউন্ডারি মেরে সীমানা পার করে লিটন দ্বিতীয় বলেই মাঠ ছেড়ে চলে যেতে বাধ্য হন। লিটনকে হারানোর এই ধাক্কা সামলে উঠতে না উঠতেই কুমিল্লাকে আবারো ধাক্কা খেতে হয় দলীয় ২২ রানে অধিনায়ক ইমরুল কায়েসকে হারালে। শফিকুলের বলে মাহমুদুল হাসান জয়ের হাতে ধরা পড়ে বিদায় নেন তিনি।

ইমরুলের এই আউট কুমিল্লার জন্য মঙ্গল বয়ে আনেন। কারণ এরপর মোহাম্মদ রিজওয়ান ও জনসন চার্লস বিপর্যয় কাটিয়ে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন। এদিন মোহাম্মদ রিজওয়ান খেলেন নিজের প্রথগত ব্যাটিং ধারার বিপরীত। ধীরে সূচনা করা যার বৈশিষ্ট্য, সেই রিজওয়ান ছিলেন অবাক করার মতো মারমুখী। চারটি করে চার ও ছয় মেরে মাত্র ২৪ বলে করেন এবারের বিপিএল নিজের তৃতীয় ও দ্রুততম হাফ সেঞ্চুরি। জনসন চার্লসও পিছিয়ে ছিলেন না। তিনি ৫ ছক্কা ও ২ চারে ৩৫ বলে করেন হাফ সেঞ্চুরি। চলতি আসরে এটি ছিল তার প্রথম হাফ সেঞ্চুরি।

এই দুইজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ের কারণে কুমিল্লা রান সংগ্রহে খুলনার চেয়ে এগিয়ে ছিল। ব্যাটিং পাওয়ার প্লেতে খুলনার রান ছিল ১ উইকেটে ৩৭, সেখানে কুমিল্লা রান ১ উইকেটে ৫৩। ১০ ওভার শেষে খুলনা করেছিল ১ উইকেটে ৮১। কুমিল্লার ছিল ১ উইকেটে ৯৯।
এমনি করে দুই জনেই বলের সঙ্গে রানের আকাশ-পাতাল ব্যবধান ক্রমেই কমিয়ে আনছিলেন। ১০.১ ওভারে ১২২ রান যোগ হবার পর মোহাম্মদ রিজওয়ান আউট হলে ভাঙ্গে জুটি। ৪ ছক্কা ও ৮ চারে ৩৯ বলে ৭৩ রান করে রিজওয়ান আউট হন নাসুমের বলে হোপের হাতে ধরা পড়ে। এ সময় দলের রান ছিল ১৩.৪ ওভারে ১৪৪। জয়ের জন্য তখনও প্রয়োজন ৩৮ বলে ৬৭ রানের। খুব কঠিন নয়। সেটিকে আরও সহজতর করে তুলেন ম্যাচ সেরা জনসন চার্লস তার ৫৬ বলে ১১ ছক্কা ও ৫ চারে অপরাজিত ১০৭ রানের ইনিংস খেলে।
রিজওয়ান আউট হওয়ার পর তিনি কি পরিমাণ মারমুখী খেলেছেন, তা বুঝা যায় জয়ের জন্য অবশিষ্ট ৬৬ রানের মাঝে বাকি দুই ব্যাটসম্যানের অবদান ছিল খুশদিল শাহর ১২ ও মোসাদ্দেকের অপরাজিত ৪ রানের। খুশদিলের সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে যে ৫৯ রাম আসে সেখানে কুশদিল করেন ১২ রান।

এমপি/আরএ/

Header Ad
Header Ad

এআই প্ল্যাটফর্ম সালামা: ২০ সেকেন্ডে মিলবে দুবাইয়ের ভিসা

ছবি: সংগৃহীত

দুবাইয়ের অভিবাসন অধিদপ্তর (জিডিআরএফএ) একটি যুগান্তকারী সেবা চালু করেছে, যার নাম "সালামা"। এই সেবাটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক প্ল্যাটফর্ম, যা সরকারের সেবার মানে উল্লেখযোগ্য উন্নতি নিয়ে আসবে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।

গত সোমবার আল আরাবিয়া সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, "সালামা" প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে দুবাইয়ের চতুর্থ বার্ষিক গণমাধ্যম কাউন্সিল সম্মেলনে। এ সময় উপস্থিত ছিলেন জিডিআরএফএ দুবাইয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আহমেদ আল মাররি এবং অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তা ও গণমাধ্যম ইনফ্লুয়েন্সাররা।

সালামা প্ল্যাটফর্মের সুবিধাসমূহ:

এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভিসা, আবাসন অনুমতি নবায়ন ও বাতিল, আর্থিক লেনদেনসহ অভিবাসন সংশ্লিষ্ট সমস্ত সেবা সহজেই পাওয়া যাবে। কাগজপত্রের ঝামেলা ছাড়াই ব্যবহারকারীরা এখন ঘরে বসেই সেবাগুলি গ্রহণ করতে পারবেন। প্রতিটি লেনদেন মাত্র ১০-২০ সেকেন্ড এর মধ্যে সম্পন্ন হবে।

প্রথাগত সিস্টেমের চেয়ে এটি দ্রুত, সুবিধাজনক ও সাশ্রয়ী। প্ল্যাটফর্মটি তুরস্কের অন্যতম সেবার গুণগত মান উন্নত করবে এবং সংযুক্ত আরব আমিরাতের ভিশন ২০৭১ ও দুবাইয়ের বৃহত্তর ডিজিটাল রূপান্তর কৌশলকে সমর্থন করবে।

ভবিষ্যৎ সম্ভাবনা:

বর্তমানে, "সালামা" প্ল্যাটফর্মে ব্যক্তিগত পর্যায়ে ভিসা নবায়ন ও বাতিলের সেবা চালু রয়েছে, তবে ভবিষ্যতে প্রতিষ্ঠানগুলোর জন্যও এই সেবা প্রসারিত করা হবে।

কীভাবে কাজ করে সালামা প্ল্যাটফর্ম?

গ্রাহকরা এই প্ল্যাটফর্মে লগইন করার পর সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে তাদের সব তথ্য সনাক্ত করে এবং ভিসার মেয়াদ সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রদর্শন করে। এরপর, পেমেন্টের পরই সংশ্লিষ্ট ভিসা নবায়ন হয়ে যায় এবং গ্রাহককে ইমেইল দ্বারা নবায়ন সংক্রান্ত তথ্য জানিয়ে দেওয়া হয়।

এই সেবাটি ৪০টিরও বেশি ভাষায় উপলব্ধ, এবং এর জন্য ইউএই পাস প্রয়োজন হয়। তিনটি সহজ ধাপে প্ল্যাটফর্মে সেবা গ্রহণ করা যায়—প্রথমে লগইন, তারপর ভিসার মেয়াদ নির্বাচন, এবং শেষে পেমেন্ট করার মাধ্যমে নবায়ন সম্পন্ন হয়।

Header Ad
Header Ad

অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ পণ্ড হওয়ায় যেমন দাঁড়ালো ‘বি’ গ্রুপের সমীকরণ

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিদায় নিশ্চিত হওয়ার পরও থমকে গেছে চ্যাম্পিয়নস ট্রফির উত্তেজনা। রাওয়ালপিন্ডির বৃষ্টিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি পরিত্যক্ত হয়েছে, যা ‘বি’ গ্রুপের সেমিফাইনাল সমীকরণকে আরও জটিল করে তুলেছে।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দুই দল পেয়েছে একটি করে পয়েন্ট। নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়া অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার পয়েন্ট এখন ৩। এই ম্যাচে যে দল জিততো, তারা সরাসরি ভারত ও নিউজিল্যান্ডের সঙ্গে সেমিফাইনালে উঠত। কিন্তু এখন দুই দলকেই শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আগামীকাল লাহোরে মুখোমুখি হবে আফগানিস্তান ও ইংল্যান্ড। এই ম্যাচে যারা হারবে, তারা চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নেবে।

গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার শেষ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে, আর দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে ইংল্যান্ডের। নিজেদের শেষ ম্যাচে যদি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা জিতে, তাহলে তারা সরাসরি সেমিফাইনালে চলে যাবে। তবে দুই দলই যদি হেরে যায়, তাহলে ইংল্যান্ড ও আফগানিস্তানের মধ্যকার জয়ী দল তাদের শেষ ম্যাচেও জিতলে সেমিফাইনালের টিকিট পাবে।

সুতরাং, বৃষ্টিতে পণ্ড হওয়া ম্যাচটি শুধু এক পয়েন্টই যোগ করেনি, বরং ‘বি’ গ্রুপের লড়াইকে আরও রোমাঞ্চকর ও অনিশ্চিত করে তুলেছে।

Header Ad
Header Ad

চুয়াডাঙ্গায় নবদম্পতিকে কুপিয়ে লুট, ৪৫ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ৪

ছবি : ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হরিশচন্দ্রপুর-সড়াবাড়ীয়া সড়কে নবদম্পতিকে কুপিয়ে লুটের ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে লুট হওয়া ৪৫ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।

গত রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে নবদম্পতি মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে হরিশচন্দ্রপুর প্রতিবন্ধী স্কুলের কাছে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাদের পথরোধ করে। নবদম্পতির মধ্যে সাগর (স্বামী)-কে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয় এবং তার কাছে থাকা ৪৫ হাজার টাকা ও স্ত্রী’র স্বর্ণালঙ্কার লুট করে নেয় দুর্বৃত্তরা।

চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত সাগরকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় এবং ফেলে যাওয়া মোটরসাইকেলটি থানায় নিয়ে যায়।

ঘটনার পর সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে দর্শনা থানায় ৩৯৪ ধারায় মামলা (জিআর-৩৬, ২৪.০২.২০২৫) রুজু করা হয়। এরপর পুলিশ ও ডিটেক্টিভ ব্রাঞ্চ (ডিবি) যৌথ অভিযান চালিয়ে অভিযুক্ত ৪ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন মওলা বক্স (৫৪), ছালাম (৩৫), শাহাবুদ্দিন বদ্দি (৪২) ও আসকার (৪৬)। তারা সবাই দামুড়হুদা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর জানান, আটককৃতদের কাছ থেকে লুট হওয়া স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, "তাদেরকে আদালতে সোপর্দ করে পুলিশি রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে, যাতে আরও তথ্য জানা যায়।"

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পুলিশ দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

এআই প্ল্যাটফর্ম সালামা: ২০ সেকেন্ডে মিলবে দুবাইয়ের ভিসা
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ পণ্ড হওয়ায় যেমন দাঁড়ালো ‘বি’ গ্রুপের সমীকরণ
চুয়াডাঙ্গায় নবদম্পতিকে কুপিয়ে লুট, ৪৫ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ৪
রমজানে ব্যাংক লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত
হস্তান্তরের আগেই ফাঁটল রামগঞ্জের মডেল মসজিদে, স্থানীয়দের অসন্তোষ
৫০৪ জন নিয়োগ দেবে ডাক বিভাগ, আবেদন অনলাইনে
‘আল্লাহ জানেন, একদিন নাহিদ হয়তো দেশের প্রধানমন্ত্রী হতে পারেন’
বাসে ডাকাতি ও নারীদের শ্লীলতাহানির ঘটনায় মূলহোতাসহ আরও ২ জন গ্রেফতার
ভারতে ১৬৮ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দিল যোগী সরকার
সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন, তাই পদত্যাগ করেছি: নাহিদ
নদীদূষণ রোধে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত
জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষা দিচ্ছি কিন্তু কোয়ালিটি নেই: উপাচার্য
বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে তারেক রহমানের শোক
ঈদুল ফিতরে যেভাবে মিলবে টানা ৯ দিনের ছুটি
উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন নাহিদ
ফুটবল থেকে রাজনীতির মাঠে ওজিল, যোগ দিলেন তুরস্কের ক্ষমতাসীন দলে
ব্যান্ডউইথ সেবায় ভারত নির্ভরতা কমছে, সাশ্রয় ৬০ কোটি টাকা
তৎকালীন বিডিআর সদস্যরা হত্যাকাণ্ড ঘটিয়েছে, আর কোন কথা হবে না: সেনাপ্রধান
পিলখানায় হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে রাষ্ট্র দায়বদ্ধ: প্রধান উপদেষ্টা
অপরাধ দমন অভিযানে কোনো বাহিনীর সদস্য গাফিলতি করলেই ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা