আবারও বাংলাদেশের কোচ হাথুরুসিংহে
ফাইল ছবি
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত লঙ্কান চন্ডিকা হাথুরুসিংহেই বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। ২ বছরের চুক্তিতে আবারও বাংলাদেশে আসছেন তিনি। তার মেয়াদ শুরু হবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে। তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পালন করবেন তিনি।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলের দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ দলের দায়িত্ব পালন করেছিলেন। তার সময়ে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ বিশ্বে নিজেদের অবস্থান অনেক উপরে নিয়ে গিয়েছিল। ২০১৫ সালে অস্ট্রেলিয়া অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছিল টাইগাররা। এরপর থেকেই মূলত ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের উত্থান শুরু হয়েছিল। ঘরের মাঠে বাংলাদেশ একে একে সিরিজ জিতেছিল পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ঘরের মাঠে টেস্ট জিতেছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে। এ ছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশ নিজেদের শততম টেস্টও জিতেছিল।
দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলের দায়িত্ব পালন করতে গিয়ে হাথুরুসিংহে খুব বেশি রোমাঞ্চিত। বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি জানিয়েছেন, ‘আবারও বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পালন করার সুযোগ পাওয়া তার জন্য খুব বেশি সম্মানের।’
তিনি বলেন, ‘আমি আগে যখন বাংলাদেশে কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলাম তখন সেখানকার সংস্কৃতি ও মানুষকে আমি খুব ভালোবেসেছিলাম। আমি আবারও ক্রিকেটারদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি এবং সাফল্য পেতে মুখিয়ে আছি।’
নতুন করে দায়িত্ব পালনে হাথুরুসিংহের কাজ শুরু হবে মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ দিয়ে।
কোচ হিসেবে হাথুরুসিংহেকে আবারও ফিরে পাওয়ায় তাকে স্বাগত জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন, ‘চন্ডিকার ক্রিকেট জ্ঞান ও অভিজ্ঞতা বাংলাদেশের জন্য খুবই সুবিধাজনক হবে এবং খেলোয়াড়রা এর সুফল পাবে। তিনি পরীক্ষিত কোচ। এটা জাতীয় দলে আমরা দেখেছি যখন তিনি প্রথম মেয়াদে বাংলাদেশে দায়িত্ব পালন করেছিলেন।’
বাংলাদেশে আসার আগে হাথুরুসিংহে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার জন্য তিনি এই ক্লাব থেকে পদত্যাগ করেন। এর আগে তিনি যখন প্রথম দায়িত্ব নিতে এসেছিলেন, তখনো এই ক্লাবের কোচ ছিলেন।
চন্ডিকার বাংলাদেশ ছেড়ে চলে যাওয়াটা সুখকর ছিল না। দক্ষিণ আফ্রিকা সফরে দলের সঙ্গে যাওয়ার পর সফরের মাঝ পথেই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিলেন। এরপর তিনি শ্রীলঙ্কা জাতীয় দলের কোচ হিসেবে কাজ শুরু করেন। কিন্তু সেখানেও তার সময়কাল ভালো যায়নি। ২০১৯ সালে তাকে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড বহিষ্কার করেছিল। এরপর তিনি আবার অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের কোচ হিসেবে দায়িত্ব পালন শুরু করেছিলেন। যা অব্যাহত ছিল বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত।
এমপি/এসজি