টস জিতে ব্যাটিংয়ে বরিশাল
বিপিএলে আজই পর্দা নামবে সিলেট পর্বের । ঢাকা ডমিনেটরস এবারের আসর থেকে বিদায় নিয়েছে গত ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ৫ উইকেটে হেরে । এরপর থেকে তাদের বাকি ম্যাচগুলো শুধুই নিয়ম রক্ষায় পরিণত হয়। সেই নিয়ম রক্ষার ম্যাচগুলো শুরু হবে থেকে। প্রতিপক্ষ ফরচুন বরিশাল।
ঢাকার জন্য নিয়ম রক্ষার হলেও বরিশালের জন্য আছে শীর্ষে থাকার লক্ষ্য। শীর্ষ দুইয়ে থাকতে পারলে কোয়ালিফায়ার-১ খেলার সুযোগ পাবে। যেখানে হারলেও বাদ পড়ার সম্ভাবনা থাকে না। তখন কোয়ালিফায়র-২ খেলার সুযোগ থাকে। শীর্ষ দুই থাকতে বরিশালের সামনে সিলেট স্ট্রাইকারস, পেছনে পেছনে ধাওয়া করছে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও রংপুর রাইডার্স। আজকের ম্যাচ জিততে পারলে বরিশাল সে লক্ষ্য পূরণে অনেক এগিয়ে যাবে। লক্ষ্য পূরণের পথে বরিশাল টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে।
বরিশালের সেরা একাদশে দুইটি পরিবর্তন পেসার কামরুল ইসলাম রাব্বির পরিবর্তে দলে নেওয়া হয়েছে বাহাতি স্পিনার সানজামুল ইসলামকে। বিদেশি কোটায় চাতুরঙ্গা ডি সিলভার পরিবর্তে ফিরিয়ে আনা হয়েছে ইব্রহীম জাদরানকে।
ঢাকার সেরা একাদশে তিন পরিবর্তান। দলে নেওয়া হয়েছে শরিফুল ইসলাম, মুক্তার আলী ও আব্দুল্লাহ আল মামুনকে। বাদ পড়েছেন তাসকিন আহমেদ, আল আমিন হোসেন ও মিজানুর রহমান।
ফরচুন বরিশাল: সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মোহাম্মদ সালমান হোসেন ইমন,সাইফ হাসান, ইব্রাহিম জাদরান ,ইফতেখার আহমেদ, করিম জানাত, মাহমুদউল্লাহ, সৈয়দ খালেদ আহমেদ, মোহাম্মদ ওয়াসিম ও সানজামুল ইসলাম।
ঢাকা ডমিনেটরস: নাসির হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, মিজানুর রহমান, ওসমান গনি. মোহাম্মদ মিঠুন, অ্যালেক্স ব্লাক, আরিফুল হক, তাসকিন আহমেদ, আমির হামজা, আল আমিন হোসেন ও সালমান ইরশাদ।
এমপি/এমএমএ/