কুমিল্লার কাছে খুলনা হারলেই প্লে-অফের চারদল নিশ্চিত
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নবম বিপিএল আসর ক্রমেই একপেশে হয়ে উঠেছে। সাত দলের আসরে চার দল খেলবে প্লে-অফে।
অন্যান্যবার এই চারটি আসনের জন্য পাঁচ থেকে ছয়টি দলের লড়াই থাকে। কিন্তু এবার সেখানে ব্যাপক পার্থক্য। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চারটি দল সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ানস ও রংপুর রাইডার্স এতোটাই এগিয়ে আছে যে, অপর তিন দলের সেখানে সুযোগ করে নেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ইতোমধ্যে ঢাকা ডমিনেটরস ও চট্টগ্রাম চ্যালেন্জার্স দুই দল বিদায় নিয়েছে।
নিভু নিভু করে কঠিন সমীকরণে টিকে আছে খুলনা টাইগার্স। আজ সিলেট ভেন্যুর শেষ ম্যাচে মাঠে নামবে তারা কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে। এই ম্যাচ জিতলে খুলনা সেই কঠিন সমীকরণ নিয়ে টিকে থাকবে প্লে অফে যাওয়ার লড়াইয়ে। হেরে গেলে ঢাকা চট্টগ্রামের মত দর্শকে পরিণত হবে তারা। বিপরীতে কুমিল্লার নিশ্চিত হবে শেষ চারে খেলা।
কুমিল্লা ও খুলনা দুই দলই আটটি করে ম্যাচ খেলেছে। কুমিল্লার পয়েন্ট ১০, খুলনার ৪। দুই দলই এবার সিলেটে আসর শুরু করেছিল নিজেদের মধ্যে খেলা দিয়ে। যেখানে লড়াই করে খুলনা জিতেছিল ৪ রানে। কুমিল্লার দুই উইকেটে ১৬৫ রানের জবাব দিতে গিয়ে খুলনা করতে পেরেছিল ৬ উইকেটো ১৬১ রান। দুই দিনের ব্যবধানে সেই সিলেটেই পরপর দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে তারা।
এমপি/আরএ/