ঘরের মাঠে জয় দিয়ে শেষ করতে আগে ব্যাটিংয়ে সিলেট
সিলেট স্ট্রাইকার্স নিজেদের মাঠে আজই (৩০ জানুয়ারি) খেলবে শেষ ম্যাচ। সমর্থকদের চাওয়া হার দিয়ে শুরু হলেও জয় দিয়ে যেন শেষ হয় নিজেদের ভেন্যুর খেলা। প্রতিপক্ষ খুলনা টাইগার্স। আজ সিলেট জয়ী হতে পারলে শুধু জয় দিয়েই সিলেট পর্ব শেষ করবে না, একই সঙ্গে প্রথম দল হিসেবে শেষ চারে খেলাও নিশ্চিত করবে। তবে কি এক জয়ে সিলেট স্ট্রাইকার্স সমর্থকদের দুটি উপহার দিতে পারবে?
এবারের বিপিএলে দুই দলের এটাই প্রথম সাক্ষাৎ। শেষ চারে যাওয়ার লড়াইয়ে খুলনার অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। সাত ম্যাচে পয়েন্ট মাত্র ৪। আজ তারা হেরে গেলে শেষ চারে যাওয়ার লড়াইয়ে বেশ পিছিয়ে পড়বে। তাই তারা চাইবে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে সিলেটকে মরণ কামড় দিতে।
দুই দলের ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণের ম্যাচে টস জিতেছে খুলনা। সিদ্ধান্ত নিয়েছে বোলিং করার।
আজকের ম্যাচে সিলেটের একাদশে আছে ১টি পরিবর্তন। একাদশে আবার রুবেল হোসেন ফেরায় বাদ পড়েছেন তানজিম হাসান সাকিব। সিলেটের ছেলে ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের এই সদস্য গত দুটি ম্যাচ খেলেছিলেন। খুলনার একাদশে পরিবর্তন ১টি। বিপিএল ছেড়ে নিজ দেশে ফিরে যাওয়া ওয়াহাব রিয়াজের পরিবর্তে খেলবেন মার্ক ডিয়াল।
সিলেট স্ট্রাইকার্স একাদশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), রায়ান বার্ল, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, রুবেল হোসেন, মোহাম্মদ আমির ও রেজাউর রহমান রাজা।
খুলনা টাইগার্স একাদশ: ইয়াসির আলী (অধিনায়ক), তামিম ইকবাল, আজম খান (উইকেটরক্ষক), অ্যান্ড্রু বালবার্নি, শাহ হোপ, মাহমুদুল হাসান জয়, মার্ক ডিয়াল, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ ও নাহিদ রানা।
এমপি/এসজি