ঢাকাকে বিদায় করে শেষ চারের পথে রংপুর
গত আসরে শেষ চারে খেলা ঢাকা ডমিনেটরস এবার আর ততটুকু যেতে পারেনি। তার আগেই বেজে গেছে বিদায় ঘণ্টা। তাদের বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছে রংপুর রাইডার্স। ঢাকাকে ৫ উইকেটে হারিয়ে রংপুর আছে শেষ চারে যাওয়ার পথে।
সোমবার (৩০ জানুয়ারি) সিলেট বিভাগীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৪৪ রান করেছিল ঢাকা। রংপুর এক ওভার ও ৫ উইকেট হাতে রেখে লক্ষ্য অতিক্রম করে। ৮ ম্যাচে রংপুরের পয়েন্ট ১০। এক ম্যাচ বেশি খেলে ঢাকার পয়েন্ট ৪।
খুলনার বিপক্ষে আসরে টিকে থাকার মিশনে ঢাকা ১০৮ রান করেও ম্যাচ বাঁচাতে পেরেছিল। এবার আরেকটি টিকে থাকার মিশনে ১৪৪ রান করেও শেষ রক্ষা হয়নি। টার্গেট অতিক্রম করতে রংপুরকে কোনো সমস্যায় পড়তে হয়নি।
রংপুরকে সহজ জয় এনে দেন শেখ মেহেদি হাসান ৪৩ বলে ৫ ছক্কা ও ৬ চারে ৭২ রানের ইনিংস খেলে। দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে তিনি আউট হন দলীয় ১২৩ রানে। এসময় রংপুরের জয়ের জন্য প্রয়োজন ছিল ২১ বলে ২৩ রানের। হাতে ৫ উইকেট।
টার্গেট অতিক্রমের পথে রংপুরের শুরু হয়েছিল মোহাম্মদ নাঈম শেখকে হারানোর মাধ্যমে। দলীয় ৫ রানে তিনি ফিরে যান রিক্ত হস্তে। এরপর রনি তালুকদারকে নিয়ে শেখ মেহেদি হাসান গড়ে তুলেন ৭ ওভারে ৬৩ রানের জুটি। এসময় রনি ৫ চারে ২৮ বলে ২৯ রান করে আমির হামজার শিকার হন।
এরপর মেহেদি একাই টানতে থাকেন দলকে। অপরপ্রান্তে তাকে ছোট ছোট অবদান রেখে সহযোগিতা করে যান মোহাম্মদ নাওয়াজ ১৭, আজমতউল্লাহ ওমরজাই ১২, শোয়েব মালিক ৬, নুরুল হাসান সোহান ৬ রান করে। মাহেদিকে আউট করেন আল আমিন হোসেন। সালমান ইরশাদ ৩৬ রানে নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন আমির হামজা, আল আমিন ও সৌম্য সরকার।
এমপি/এসজি