রংপুরের বিপক্ষে ঢাকার বিদায়, না টিকে থাকা
বিপিএলের নবম আসর থেকে প্রথম দল হিসেবে বিদায় নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবার কি তাহলে ঢাকা ডমিনেটরসের পালা? এই প্রশ্নের জবাব পাওয়া যাবে আজ রংপুর রাইডার্সের বিপক্ষে ঢাকার খেলা শেষে। সিলেট বিভাগীয় স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর দেড়টায়।
পয়েন্ট টেবিল ঢাকার অবস্থান সবার নিচে ৮ ম্যাচে পয়েন্ট ৪। ৪ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আগেই বাদ পড়ার কারণ তারা ম্যাচ খেলেছে ঢাকার থেকে একটি বেশি। ঢাকা এই একটি ম্যাচ কম খেলার কারণে অনেক 'যদি' আর 'কিন্তু'র উপর তাদের শেষ চারে যাওয়ার সম্ভাবনা বেঁচে রয়েছে।
আজ জিতলেই যে ঢাকা শেষ চারে চলে যাবে, তা কিন্তু নয়। আজ জিততে পারলে তারা সেই লড়াইয়ে টিকে থাকবে। তারপর বাকি তিনটি ম্যাচেও জিততে হবে এবং পয়েন্ট টেবিলে অন্য দলগুলোর অবস্থানও দেখতে হবে। আজকের ম্যাচসহ ঢাকা বাকি সব ম্যাচে জিতল তাদের পয়েন্ট হবে সর্বোচ্চ ১২। ইতোমধ্যে সিলেট স্ট্রাইকার্স ৯ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট পেয়ে ঢাকাকে ছাড়িয়ে গেছে। ঢাকার সমান ম্যাচ খেলে ফরচুন বরিশালের পয়েন্ট ১২। তাদের ঝুলিতে আরও পয়েন্ট যোগ হবার সম্ভাবনা খুব বেশি। সমান ম্যাচে কুমিল্লার পয়েন্ট ১০। তাদের পয়েন্টও ১২ ছাড়িয়ে যাবে অনায়াসেই। রংপুর সাত ম্যাচ খেলে ৮ পয়েন্ট। ১২ পয়েন্ট ছাড়িয়ে যেতে তাদের বাকি ৫ ম্যাচ থেকে চাই ৪ পয়েন্ট। তাই এ সব বিবেচনায় ঢাকাকে আর কোনো ম্যাচ হারা চলবে না। ম্যাচ হারা মানেই বিদায়।
দুই দল আজি প্রথম পরস্পরের বিপক্ষে খেলতে নামবে।
এমপি/এসএন