বাংলাদেশে প্রস্তুতি ম্যাচ খেলবে না ইংল্যান্ড
শুরুর আগেই কিছুটা পরিবর্তন এলো ইংল্যান্ডের বাংলাদেশ সফরে। সেটা হলো- লাল-সবুজ দেশে প্রস্তুতি ম্যাচ খেলবে না ইংলিশরা। রবিবার (২৯ জানুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ তথ্য জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
প্রাথমিক সফরসূচি অনুযায়ী, ইংল্যান্ড আগামী ২৪ ও ২৬ ফেব্রুয়ারি দুটি ম্যাচ খেলবে বলে আশা করা হয়েছিল, ১ মার্চ ওয়ানডে সিরিজ শুরুর আগে। প্রথম দুই ওয়ানডে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হবে এবং তৃতীয় ম্যাচের ভেন্যু হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
ওয়ানডে সিরিজের পর, সফরকারীরা চট্টগ্রাম ও ঢাকায় তিনটি টি-টোয়েন্টি খেলবে। মূল লড়াই শুরুর আগে সিলেটে অন্তত দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল ইংলিশদের। সবকিছু ঠিকঠাক রেখে ওয়ার্ম-আপ ম্যাচগুলো বাতিল করেছে তারা।
শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজামউদ্দিন বলেছেন, ‘ইংল্যান্ড শুধুমাত্র অফিশিয়াল ম্যাচগুলো খেলতে চায় এবং আমরা সেই অনুযায়ী পরিকল্পনা করছি।’ সিলেটের ক্রিকেটপ্রেমীদের জন্য প্রধান নির্বাহীর এমন বক্তব্য হতাশার বটে।
এই মুহূর্তে বিপিএলের খেলা চলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ঘরোয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগের ম্যাচ দেখতে গ্যালারি ভর্তি ছিল দর্শক। সেখানে ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচ কতটা উন্মাদনা ছড়াতে পারে তা বোঝার বাকি ছিল না।
সম্প্রতি বিসিবির সিলেট বিভাগের প্রতিনিধি শফিউল আলম চৌধুরী নাদেল হতাশা প্রকাশ করেন, কারণ তারা আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারছেন না। অথচ বড় ম্যাচ আয়োজনের সব সুযোগ-সুবিধা আছে তাদের মাঠে। স্বাভাবিকভাবেই তার হতাশা বাড়বে ইংল্যান্ডের সিদ্ধান্তে।
নাদেল ও সিলেটবাসীর হতাশা অনুভব করতে পারছে বিসিবি। কিন্তু তাদের হাত-পা বাঁধা। যেমনটা স্পষ্ট ছিল নিজামউদ্দিনের বক্তব্যে। তিনি বলেছেন, ‘আমাদের কিছু পরিকল্পনা থাকে, সফরকারী দলের কিছু দাবি থাকে। সবকিছু বিবেচনায় নিয়ে আমরা ভেন্যু নির্বাচন করি।’
বিসিবির এই কর্তা আরও বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে আমাদের প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা ছিল এবং ম্যাচগুলো সিলেটে আয়োজনের ভাবনা ছিল। কিন্তু ইংল্যান্ড দল শুধুমাত্র অফিশিয়াল ম্যাচ খেলতে ইচ্ছুক। তাই আমাদের পরিকল্পনা কাজে আসল না।’
এসজি