ফিরে গেলেন ওয়াহাব রিয়াজ
বিপিএলের নবম আসরে ভুগছে খুলনা টাইগার্স। এরই মধ্যে তাদের ছেড়ে পাকিস্তান ফিরে গেলেন ওয়াহাব রিয়াজ। বিদায়কালে অধিনায়ক তামিম ইকবাল ও কোচ খালেদ মাহমুদ সুজনের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেছেন নর্বনির্বাচিত পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রী।
বাংলাদেশে খেলাকালীন সুখবর পান ওয়াহাব রিয়াজ। জানতে পারেন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর গঠিত তত্ত্বাবধায়ক মন্ত্রীসভায় ক্রীড়ামন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি। এখন শপথ পাঠ করে নতুন দায়িত্ব বুঝে নেওয়ার পালা পাকিস্তানি এই পেসারের। তার এই সুখবর খুলনার জন্য দুঃসংবাদ বটে।
লিগ টেবিলে সেরা চারের বাইরে অবস্থান করছে খুলনা। তামিমের নেতৃত্বাধীন দলটি ৭ ম্যাচের মাত্র ২টিতে জয় পেয়েছে। ৪ পয়েন্ট নিয়ে আছে পাঁচ নাম্বারে। এখনো লিগপর্বের বাধা টপকে যাওয়ার সুযোগ রয়েছে তাদের। তার আগেই তারকা বিদেশি পেসারকে হারাল ফ্র্যাঞ্চাইজিটি।
বিদায়কালে এই টুইট পোস্টে ওয়াহাব লিখেন, ‘২০২৩ বিপিএলে আমার খুলনা টাইগার্সের হয়ে দারুণ সময় কেটেছে। দারুণ আতিথেয়তার জন্য তামিম ও খালেদ মাহমুদ সুজনকে ধন্যবাদ। পরবর্তী ম্যাচগুলোর জন্য আমার দলকে শুভকামনা জানাই।’
এমএমএ/