অস্ট্রেলিয়ান ওপেন শেষ নাদালের
দুর্ভাগ্য রাফায়েল নাদালের। চোট আর ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের সঙ্গে পেরে উঠলেন না এই স্প্যানিয়ার্ড। বুধবার (১৮ জানুয়ারি) ছেলেদের এককে দ্বিতীয় রাউন্ডে সরাসরি সেটের হারে অস্ট্রেলিয়ান ওপেন শেষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাদালের।
উন্মুক্ত যুগে সর্বোচ্চ ২২ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন নাদাল। মেজর টুর্নামেন্টে তার প্রতিপক্ষ ম্যাকডোনাল্ডের সেরা সাফল্য তৃতীয় রাউন্ডে খেলা। তাই দুইজনের লড়াইয়ে নিরস্কুশ ফেবারিট ছিলেন স্প্যানিশ কিবংদন্তি। কিন্তু চোটের কারণে লড়াইয়ে নিজেকে মেলে ধরতে পুরোপুরি ব্যর্থ হন তিনি।
টুর্নামেন্টের তৃতীয় দিনে শুরু থেকেই অস্বস্তিতে দেখা যায় নাদাল। ফলস্বরূপ প্রথম সেট হারেন ৪-৬ গেমে। দ্বিতীয় সেটে ৩-৫ ব্যবধানে পিছিয়ে থাকার পর হিপ ইনজুরিতে কোর্ট ছাড়তে বাধ্য হন তিনি। প্রায় ১০ মিনিট চিকিৎসা নেওয়ার পর ফিরেন কোর্টে। কিন্তু ম্যাচে ফেরার সৌভাগ্য হয়নি নাদালের। সরাসরি সেটের জয়ে (৪-৬, ৪-৬, ৫-৭) তার বিদায়ের গল্প লিখে দেন ম্যাকডোনাল্ড। ৩৬ বছর বয়সী তারকার বিদায়ে স্ট্যান্ডে দাঁড়িয়ে চোখের জলে ভিজেছেন তার স্ত্রী। নাদাল ভক্তদের গুডবাই জানিয়েছেন হাত নেড়ে।
এসএন