ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ তামিমের
গোটা বিশ্বের ন্যায় বাংলাদেশেও এখন বিশ্বকাপ ফুটবলের জ্বর। আর্জেন্টিনা-ব্রাজিলে বুঁদ হয়ে আছেন দেশের ক্রীড়ামোদীরা। এরই মধ্যে ভারতীয় দল তিনটি ওয়ানডে ও দুইটি টেস্ট খেলতে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ঢাকায় এসে পৌঁছেছে।
বিশ্বকাপ ফুটবল না থাকলে এ নিয়ে ক্রীড়ামোদীদের মাঝে আলাদা উত্তেজনা বিরাজ করত। সেখানে বিরাজ করত বাড়তি চিন্তাও। যখন তারা জানতে পারতেন ইনজুরির কারণে ওয়ানডে সিরিজ খেলা হবে না অধিনায়ক তামিম ইকবালের। আবার প্রথম ম্যাচ খেলতে পারবেন না পেসার তাসকিন আহমেদও।
কুঁচকিতে টান পড়েছে তামিম ইকবালের। বুধবার (৩০ নভেম্বর) ওয়ার্মআপ ম্যাচ খেলতে গিয়ে তিনি এই ইনজুরিতে পড়েন। আজ জানা গেছে, এই ইনজুরি তাকে দুই সপ্তাহের জন্য ছিটকে ফেলে দিয়েছে মাঠ থেকে। যার অর্থ ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলা হবে না তার। বিসিবি থেকে তার বিষয়ে এখনো চূড়ান্ত কিছু জানানো হয়নি। তামিমের না থাকায় তার পরিবর্তে একজন খেলোয়াড় নেওয়ার পাশাপাশি অধিনায়কেরও দায়িত্ব দিতে হবে একজনকে। সাকিব অথবা লিটন যে কেউ পালন করতে পারেন এই দায়িত্ব।
অন্যদিকে তাসকিনের পিঠের ইনজুরি। এই ইনজুরি কারণে তার পক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ খেলা হবে না বলে জানা গেছে। তাসকিনের বিষয়েও বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এমপি/এসজি