ইনুজরি এড়াতে অনুশীলন করেননি মেসি!

মেসির শেষ বিশ্বকাপ। তার হাতে বিশ্বকাপের ট্রফি দেখার জন্য ভক্ত-সমর্থকরা উন্মুখ হয়ে আছেন। কিন্তু ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে মিশন শুরুর আগেই আর্জেন্টিনার শিবিরে বেশ ভালোভাবেই ইনজুরি জেঁকে বসেছে।
ইতিমধ্যে ইনজুরির কারণে দলের দুই ফুটবলার জোয়াকিন কোরেয়া এবং নিকোলাস গঞ্জালেজকে অভিষেকের আগেই ইনজুরির কারণে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।
তাই বাড়তি সতর্কতা হিসেবে কোচ লিওনেল স্কালোনি আর কোনেও খেলোয়াড়কে হারাতে চান না। তাই অনুশীলনের ক্ষেত্রে নেওযা হয়েছে বাড়তি সতর্কতা। শুক্রবার দলের সঙ্গে অনুশীলন করেননি মেসি। তিনি শুধু একা নন।
তার সঙ্গে মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবং লিয়ান্দ্রো পেরেদেস, ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি এবং ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়াসহ জাতীয় দলের অন্য চারজন দলের বাকিদের থেকে আলাদাভাবে অনুশীলন করেছেন। তারা সময় কাটিয়েছেন জিমে। অন্য দুই ডিফেন্ডার, লিসান্দ্রো মার্টিনেজ এবং জুয়ান ফয়েথ শুক্রবারের শুক্রবারের অনুশীলন এড়িয়ে গেছেন।
এমএমএ/
