জেতার কথা ভাবেননি সাকিব!
টি-টেয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের যে ভয়াবহ ব্যর্থতা, তার অন্যতম কারণ হলো ব্যাটিং। ব্যাটসম্যানরা রানই করতে পারছেন না। ওপেনিং জুটি নিয়ে অনেক গবেষণা করার পরও সেখানে সাফল্য আসেনি।
ভাঙাচোরা ব্যাটিং লাইন নিয়ে খেলা হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নেদারল্যান্ডসের মতো দলের বিপক্ষেও ৮ জন ব্যাটসম্যান নিয়ে খেলতে নেমে মাত্র ১৪৪ রান সংগ্রহ ছিল।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সেখানে দক্ষিণ আফ্রিকা যখন টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২০৫ রানের পাহাড় সমান রান করে, তখন বাংলাদেশ দল জেতার কথা ভাবা আকাশ কুসুম কল্পনাই।
অধিনায়ক সাকিব সে কথা স্বীকারও করেছেব অকপটে। তিনি বলেন, ‘আমরা আসলেই বিশ্বাস করছি না আমরা বড় রান তাড়া করে জিততে পারব। আমরা কখনো ঘরোয়া ক্রিকেটে বড় রান তাড়া করে খুব বেশি জিতি না। ওই একটা জায়গাতে আমাদের সম্ভবত ঘাটতি আছে। কারণ, অন্য দলগুলো যখন খেলে, বেশির ভাগ দল টি–টোয়েন্টিতে ১৭০, ১৮০, ২০০ চেজ করতে পছন্দ করে।
এই জায়গাগুলোয় আমরা খুব বেশি অভ্যস্ত বলে মনে হয় না। এখানে একটা ঘাটতি থাকতেই পারে আমাদের।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে তিন জাতির আসর খেলে বাংলাদেশ সব কটি ম্যাচেই হেরেছিল। তারপর সাকিব বলেছিলেন তাদের প্রস্তুতি ভালো হয়েছে।
প্রস্তুতি যদি ভালো হয়ে থাকে, তাহলে মাঠে তার বাস্তবায়ন নেই কেন? ১০৪ রানে হার কী ভালা প্রস্ততির প্রমাণ করে? সাকিব অস্ট্রেলিয়ার উদাহরণ টেনে বলেন. ‘নিউজিল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়াও হেরেছে বড় মার্জিনে অনেক। টি-টোয়েন্টিতে এমন হয়। অস্বাভাবিক না। খেলাটা অনেক বিনোদনমূলক, রোমাঞ্চকর। একইসঙ্গে কঠিন ফলও হজম করতে হবে মাঝে মাঝে।’
এমপি/এমএমএ/