সাকিব মেলবোর্নে, দল ব্রিসবেনে
ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক সাকিব আল হাসান যেন দলছুট হয়েই থাকছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার আগে বাংলাদেশ নিউজিল্যান্ডে গিয়েছিল তিন জাতি আসরে খেলতে।
সেখানে সাকিব দলের সঙ্গে যাননি তখন তিনি ছিলেন ওয়েস্ট ইন্ডিজের সিপিএল খেলতে পরে অনেক কাঠখর পুড়িয়ে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। তারপর নিউজিল্যান্ডে আসর শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া দলের সঙ্গে
একত্রেই যাওয়ার কথা।
কিন্তু সেখানেও সাকিব যেতে পারেননি। তবে এবার নিজের ইচ্ছায় নয়। না যেতে পারার কারণ বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর অধিনায়কদেরকে নিয়ে অফিসিয়াল অনুষ্ঠানে যোগ দিতে সাকিবকে একাই নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্নের পথে রওনা হতে হয়েছিল।
অপরদিকে বাংলাদেশ দলকে সরাসরি যেতে হয়েছে ব্রিসবেনে। দল যখন ব্রিসবেনে, সাকিব তখন মেলবোর্নে আইসিসির অফিসিয়াল ফটোসেশন ও সংবাদ সম্মেলনে । পরে তিনি ব্রিসবেনে গিয়ে দলের সঙ্গে যোগ দিবেন ।
টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিব হলেন গেইলের মতোনই আরেকজন ফেরিওয়ালা। বিশ্বের এমন কোনো দেশ নেই যেখানে লীগ হয়েছে আর সাকিব খেলেননি ।
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশও তার খেলার অভিজ্ঞতা রয়েছে। অবাক করার মতো বিষয় হলো সাকিব জাতীয় দলের হয়ে অস্ট্রেলিয়ার মাটিতে কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি আর খেলবেনই বা কী করে? বাংলাদেশ দলতো অস্ট্রেলিয়াতে এখন পর্যন্ত কোন টি-টোয়েন্টি ম্যাচ খেলে নি। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে কাটবে সেই খরা। বলা যায় ওটা বাংলাদেশ দলেরই হবে অভিষেক।
সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের প্রস্তুতি নিয়ে সাকিবের কাছে জানতে চাওয়া হলে নিউজিল্যান্ডে খেলা তিন জাতির আসরের উদাহরণ টেনে নিয়ে তিনি বলেন আমরা এখন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য একটি ভালো দল হতে পেরেছি ।দলে আমাদের অনেকেই নতুন। এটি তাদের জন্য একটি ভালো অভিজ্ঞতা হবে ।
অস্ট্রেলিয়াতে আমরা প্রথমবারের মতো টি-টোয়েন্টি ম্যাচ খেলব। প্রস্তুতি ভালো হয়েছে। নিউজিল্যান্ডের আমরা চারটি ম্যাচ খেলেছি দুটি শক্তিশালী দলের বিপক্ষে। অস্ট্রেলিয়াতে ভালো করতে পারলে কী কী করতে হবে আমরা নিউজিল্যান্ডে খেলে এটা অবগত হতে পেরেছি আমি মনে করি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমাদের প্রস্তুতি ভালো হয়েছে।
এমপি/এমএমএ/