খুলনায় চলছে বোলারদের দাপট
প্রথম দিনের পর দ্বিতীয় দিনও জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরে খুলনায় স্বাগতিক ও ঢাকা মেট্টোর ম্যাচে বোলারদের দাপট অব্যাহত আছে।
প্রথম দিনই খুলনাকে ১৩১ রানে অলআউট করার ফায়দা নিতে পারেনি ঢাকা মেট্টো। তারা ১৫৬ রানে অলআউট হয়ে মাত্র ২৫ রানে এগিয়ে থাকে। তবে এই ২৫ রান অনেক বেশি সুবিধা হয়ে গেছে খুলনার দ্বিতীয় ইনিংসে ১০৮ রানে ৫ উইকেট তুলে নিয়ে। স্বাগতিকরা এগিয়ে আছে ৮৩ রানে। হাতে ৫ উইকেট নিয়ে আজ যদি তারা লিড বাড়িয়ে নিতে না পারে, তা’হলে তাদের ম্যাচ বাঁচানো অসম্ভব হয়ে যাবে।
৩৭ রানে ৩ উইকেট নিয়ে খেলতে নেমে ঢাকা ১১৯ রান যোগ করে অলআউট হয়ে যায়। সর্বোচ্চ ২৫ রান আসে ৭ নম্বারে নামা শরিফউল্লাহর ব্যাট থেকে। এ ছাড়া শামসুর রহমান ২৪, রকিবুল হাসান ২৩, কাজী অনিক ২২, আমিনুল ইসলাম ২১, জাহিদুজ্জামান ১৯ রান করেন। খুলনার সালমান হোসেন ৩৬ ও আব্দুল হালিম ৪১ রানে নেন ৩টি করে উইকেট। জিয়াউর রহমান ২০ রানে নেন ২ উইকেট।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে খুলনার শুরুটা বেশ ভালোই হয়েছিল। অমিত মজুমদার ও প্রান্তিক নওরজো নাবিল উদ্বোধনী জুটিতে ৫৬ রান এনে দেন। ২৩ রান করে অমিত মজুমদার আউট হওয়ার পর ব্যাটিং ধস নামে খুলনার। কোনো রান না করেই ফিরে যান ইমরানুজ্জামান ও মেহেদি হাসান। ফলে বিনা উইকেটে ৫৬ রান থেকে দলের রান দাঁড়ায় ৩ উইকেটে ৫৭।
নাহিদুলে এসে প্রান্তিকের সঙ্গে জুটি বেধে পতর ঠেকান। চতুর্থ উইকেট জুটিতে তারা যোগ করেন ৪২ রান। ৮ রানের ব্যবধানে নাহিদুল ১৯ ও প্রান্তিক ৫২ রান করে ফিরে গেলে খুলনা আবার বিপদে পড়ে। টিপু সুলতান ৬ ও জিয়াউর রহমান ১ রান নিয়ে তৃতীয় দিন ব্যাট করতে নামবেন। শরিফউল্লাহ ২১ ও মানিক খান ২২ রানে নেন ২টি করে উইকেট। মানিক খান প্রথম ইনিংসে নিয়েছিলেন ২৮ রানে ৪ উইকেট।
এমপি/এমএমএ/