রবিবার ভারত যাচ্ছে বিসিবি একাদশ
দুইটি চারদিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলতে বাংলাদেশ ‘এ’ দলের মোড়কে বিসিবি একাদশ রবিবার যাবে ভারতের চেন্নাইতে। সেখানে তারা তামিলনাড়ুতে খেলবে এই ম্যাচগুলো। প্রতিপক্ষ অবশ্য এখনো জানা যায়নি। বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন মোহাম্মদ মিঠুন। এর আগে তিনি উইন্ডিজ সফরে ‘এ’ দলকে নেতৃত্ব দিয়েছিলেন।
প্রতিপক্ষ সমন্ধে ধারনা না থাকা নিয়ে আজ হোম অব ক্রিকেটে নির্বাচক কমিটির সদস্য হাবিবুল বাশার বলেন, ‘এখন পর্যন্ত আমরা দলের তালিকাটা পাইনি কাদের সঙ্গে খেলব। তবে যতটুকু জানি ওদের মূল রাজ্য দলের সঙ্গে খেলা। ওদের একটা ওয়ানডে টুর্নামেন্ট চলছে। রঞ্জি ট্রফিতে ওদের যারা চারদিনের ম্যাচ খেলে, তাদের সঙ্গে খেলার কথা আমাদের।’
বিসিবি একাদশে এবার তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদ্উল্লাহ রিয়াদকে খেরার প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু তারা কেউই রাজি হননি। এই তিন জন না গেলেও মুমিনুলহক, সাদমান ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, এনামুল হক বিজয়সহ ৮ জন ক্রিকেটার আছেন চার দিনের দলে। একদিনের দলে আছেন ৬ জন ক্রিকেটার।
চারদিনের দল নিয়ে হাবিবুল বাশার বলেন, ‘আমাদের দলটা টেস্ট দলকে রিফ্লেক্ট করছে। মুমিনুল অনেক দিন ধরে টেস্ট খেলেছ।, আমরা সবাই তার সামর্থ্য সম্পর্কে জানি। ওর কাছে যদি কিছু চাওয়া থাকে, আস্থা ফিরে পাওয়া, এটা অবশ্যই ওর জন্য দারুণ সুযোগ। তামিলনাড়ু রাজ্য দলটা বেশ শক্তিশালী একটা দল। ভারত সিরিজের আগে এটা আমাদের জন্য ভালো একটা সুযোগ। মুমিনুল যেন ছন্দে ফিরে আসে এবং সাইফ, সাদমানরা ভালো প্রতিপক্ষের সঙ্গে খেললে নিজেদের খেলাটা বুঝতে পারবে। আমি মনে করি সফরটা আমাদের জন্য খুব কাজে দেবে।’
এই সফর নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। তিনি বলেন, ‘অবশ্যই এটা স্বস্তির জায়গা। পাইপলাইন যেটা হয় ‘এ’ দলের একটা নিয়মিত কাঠামো থাকা উচিত। কারণ, আমরা ঘরোয়াতে যেমন ক্রিকেট খেলি তার চেয়ে ‘এ’ দলের সফরগুলো চ্যালেঞ্জিং হয়। এটা (সফর) অবশ্যই একটা ভালো দিক। এটা যদি নিয়মিত হয় বাংলাদেশ দল অনেক উপকৃত হবে।’
সফরে ভালো কিছু করার আশা প্রকাশ করে তিনি বলেন, ‘চেন্নাই তুলনামূলক আমাদের জন্য সহজ হওয়ার কথা। কারণ, প্রায় একই কন্ডিশন। আর আমাদের দলে এবার বেশকিছু টেস্ট খেলোয়াড় যোগ হয়েছে। আশা করছি, শেষ সফরের চেয়ে এখানে ভালো কিছু হবে।’
এক সময় জাতীয় দলের তিন ফরম্যাটেরই নিয়মিত মুখ অধিনায়ক মিঠুন নিজের লক্ষ্য নিয়ে বলেন, ‘যখন যেটা সামনে আসে সেখানে ভালো করার চেষ্টা করি। পারফরম্যান্স উঠানামা করবে। খেলোয়াড়দের ক্যারিয়ারটাই এ রকম। কিন্তু এতটুকু বলতে পারি ওখানে আমার সর্বোচ্চটাই দেব। যেখানে আছি সেখানে খুশি থাকার চেষ্টা করি। আমি আমার দিক থেকে শতভাগ দিতে চাই। সবকিছুর উদ্দেশে কিন্তু একটাই পারফর্ম করা।’
বিসিবি একাদশের সিরিজ শুরু হবে চারদিনের ম্যাচ দিয়ে। চারদিনের ২টি ম্যাচ শুরু হবে ১২ ও ১৯ অক্টোবর। একদিনের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর।
চারদিনের সিরিজে দল: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, এনামুল হক বিজয়, তৌহিদ হৃদয়, জাকের আলী অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোহাম্মদ এনামুল হক।
ওয়ানডে সিরিজে দল: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাইফ হাসান, এনামুল হক বিজয়, নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, শামীম পাটোয়ারী, তৌহিদ হৃদয়, আকবর আলী, তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিপন মণ্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, রিশাদ হোসেন, রেজাউর রহমান রাজা।
এমএমএ/