মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

অতিরিক্ত সময়েই বাংলাদেশের যুবাদের স্বপ্ন ভঙ্গ

২-২ গোলে ড্র থাকা অবস্থায় খেলা গড়ায় মিমাংসার জন্য অতিরিক্ত সময়ে। আর এই অতিরিক্ত সময়ের তিন গোলেই স্বপ্ন ভঙ্গ হয় বাংলাদেশের যুবাদের। স্বাগতিক ভারত ৫-২ ব্যবধানে জিতে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে। লিগ পর্বে বাংলাদেশ ভারতের বিপক্ষে জিতেছিল ২-১ গোলে।

নির্ধারিত ৯০ মিনিট দুই দলই সমান তালে লড়েছে। যে কারণে ফলাফলও ছিল সমান  সমান ২-২। কিন্তু  অতিরিক্ত সময়ে গিয়ে বাংলাদেশের  যুবারা আর পেরে উঠেনি। অতিরিক্ত সময়ের খেলা শুরু হতে না হতেই ভারতের যুবারা একে একে তিন তিনটি গোল করে ম্যাচের সব আকর্ষণ। বাংলাদেশ দলের পক্ষে আর সম্ভব হয়নি খেলায় ফিরে আসা। অতিরিক্ত সময়ে বাংলাদেশের খেলোয়াড়দের মাঝে স্ট্যামিনার ঘাটতিও দেখা যায়। মূলত এখানেই তারা পিছিয়ে পড়ে। অথচ খেলার শুরুতেই পিছিয়ে পড়ার পর সমতা এনে এগিয়েও গিয়েছিল তানভীরের দল। ভারতের হয়ে গুরকিরাত সিং হ্যাটট্রিকসহ চার গোল করেন। অপর গোল করেন হিমাংসু জংরা।

অতিরিক্ত সময়ের খেলায় শুরু থেকেই ভারতের খেলোয়াড়রা ঝাঁপিয়ে পড়নে বাংলাদেশের সীমানায়। প্রথম মিনিটেই হিমাংসু জংরা গোল করে দলকে এগিয়ে নেন। দুই মিনিট পর গুরকিরাতদ সিংহের বুলেট গতির শট বাংলাদেশের জাল কাঁপিয়ে দেয় (৪-২) । কোনো  কিছু বুঝে উঠার আগেই উপর্যপুরি দুই গোল হজমে বাংলাদেশের যুবারা দিশেহারা হয়ে পড়ে।  কিন্তু তাদের দম নেয়ার  সুযোগ না দিয়ে অষ্টম মিনিটে গুরকিরাত সিং আবারও  দূর থেকে জোড়াল শটে নিজের চতুর্থ আর দলের পঞ্চম গোল করেন। এ সময় দুই দলের খেলায় যে ব্যবধান তৈরি  হয় তাতে করে মনে হয়েছিল বাংলাদেশ আরো গোল হজম করবে। কিন্তু পরে আর কোনো গোল হয়নি।

অথচ অতিরিক্ত সময়ের ১৫ মিনিট ১৫ মিনিট করে  ৩০ মিনিটের খেলা বাদ দিলে নির্ধারিত ৯০ মিনিটের খেলা ছিল দারুণ উপভোগ্য। ভারতের ভুবনেশ্বরে খেলা শুরু হতে না হতেই ১৮ সেকেন্ডে পেনাল্টি পেয়ে যায় ভারত। হিমাসু জাংরার শট গোলরক্ষক আসিফ ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দিলেও তা সামনে গিয়ে পড়ে। তিনি উঠে গিয়ে  দৌড়ে আবার তা রক্ষা করতে যান। 

এদিকে বক্সের মাথায় থাকা গুরকিরাতও ছুটে যান বল ধরতে। এ সময় আসিফ  পা বাড়িয়ে রক্ষা করার চেষ্টা করেন। কিন্তু তা সরাসরি গুরকিরাত সিংয়ের পায়ে আঘাত করলে মালদ্বীপের রেফারি সরাসরি পেনাল্টি নির্দেশ দেন। বাংলাদেশের ফুটবলাররা সমস্বরে প্রতিবাদ জানান। কিন্তু তাতে রেফারি তার সিদ্ধান্তে অনঢ় থাকেন। পরে সেই গুরকিরাতই বাম পায়ের প্লেসিং শটে গোল করেন। গোলরক্ষক আসিফ ডান দিকে ঝাপ দিয়েছিলেন।

গোল হজমের পর বাংলাদেশ একের পর এক  আক্রমণ করে ভারতের রক্ষণভাগকে ব্যস্ত করে তুলে। বেশ কয়েকটি সুযোগ তৈরি করে। সেখান থেকে বলার মতো সুযোগ ছিল রফিকুল ইসলামের একটি শট পোষ্ট ঘেষে বাইরে দিয়ে চলে যাওয়া। রফিকের আরেকটি ক্রস বক্সের ভেতর থেকে ভারতের রক্ষণভাগের একজন ক্লিয়ার করেন। বাংলাদেশর আক্রমণ সামাল দিয়ে ভারতও আক্রমণে যায়। 

একাধিক সুযোগও তৈরি করে ভারতের আক্রমণ এবার  সামাল দিয়ে বাংলাদেশ আবার  আক্রমণে যায়। এবার তারা গোলে মুখ দেখে। গোলটিও আসে রফিকুল তৈরি করে দেওয়া সুযোগ থেকে। ৪৪ মিনিটে বাংলাদেশের সীমানা থেকে ভেসে আসা বল রফিকুল ডান দিক দিয়ে বল নিয়ে বিপজ্জনকভাবে বক্সে ঢুকে ভারতের রক্ষণভাগের বেশ কয়েকজন খেলোয়াড়ের ফাঁক দিয়ে বক্সের মাঝামাঝি কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকা রাজনের দিকে বল বাড়িয়ে দেন। রাজন সেই চলন্ত বল জোড়ালো শটে নিশানা ভেদ করেন।

প্রথমার্ধে যেমন খেলা শুরু হতে না হতেই গোল করে ভারত এগিয়ে গিয়েছিল। দ্বিতীয়ার্ধে বাংলাদেশও একই কাজ করে। ৪৮ মিনিটে শাহিন মিয়ার গোলে লিড নেওয়া লাল-সবুজরা। ডান দিক থেকে ভেসে ক্রস থেকে ভারতের রক্ষণভাগের একজন খেলোয়াড় ক্লিয়ার করতে গেলে বল নিজেদের সীমানায় থেকে যায়। সেখান থেকে সৃষ্ট জটলায় পড়ে বক্সের মাথা থেকে শাহীন মিয়া বাম পায়ের বুলেট শটে ভারেতর গোলরক্ষক সোম কুমারকে বোকা বানান। ভারত সেই গোল পরিশোধ করে ৬০ মিনিটে। ফ্রি কিক থেকে ভিবিনের ক্রস বাংলাদেশের একজন খেলোয়াড়ের মাথা ছুঁয়ে পরে বক্সে বল পেয়ে যান বিকাশ। তিনি আবার আলতো ক্রস করেন গোল পোস্টে। সেই বল বাংলাদেশের একজন খেলোয়াড় হেড করে ফিরিয়ে দেন। কিন্তু বল বক্সের উপর পেয়ে যান গুরুকেত সিং। তিনি ডান পায়ের তীব্র শটে গোলরক্ষক আসিফকে পরাস্ত করে খেলায় সমতা নিয়ে আসেন ২-২।

এমপি/এসআইএইচ

Header Ad

সাইম আইয়ুবের বিস্ফোরক সেঞ্চুরিতে সমতায় ফিরলো পাকিস্তান

ছবি: সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট যেমন নাটকীয়তায় ভরা, তেমনি তাদের দলটির পারফরম্যান্সও চরম অনিশ্চিত।প্রথম ওয়ানডেতে ব্যাটিং ধস দেখেছিল পাকিস্তান। হারে সিরিজ শুরু করা সফরকারী দল অবশ্য দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। দ্বিতীয় ওয়ানডেতে ১০ উইকেটে জিম্বাবুয়েকে হারিয়ে তিন ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে পাকিস্তান।

জিম্বাবুয়ের দেওয়া ১৪৬ রানের লক্ষ্য পাকিস্তান পেরিয়েছে ১৯০ বল এবং ১০ উইকেট হাতে রেখেই। বড় ব্যবধানের এই জয় নিশ্চিত করার পথে ৫৩ বলেই ওয়ানডেতে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন সাইম আইয়ুব। যা ফরম্যাটটিতে পাকিস্তানি কোনো ব্যাটারের তৃতীয় দ্রুততম। বাঁ-হাতি এই ওপেনার শেষ পর্যন্ত ১১৩ রানে অপরাজিত ছিলেন। ৬২ বলের ইনিংসে ১৭টি চার ও ৩টি ছয় হাঁকান সাইম। আরেক ওপেনার আব্দুল্লাহ শফিক করেন অপরাজিত ৩২ রান।

এর আগে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। নিজেদের ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ক্রেইগ আরবাইনের দলটি। দলীয় ৬ রানে ওপেনার তাদিওয়ানাশি মারিমানি (৪), ২৩ রানে জয়লর্ড গাম্বি (৫) আউট হলে স্বাগতিকরা বিপদে পড়ে যায়। এরপর কয়েকজন ব্যাটার থিতু হলেও ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন।

জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেছেন ডিওন মায়ার্স। এ ছাড়া শন উইলিয়ামস ৩১, অধিনায়ক আরবাইনের ১৮ ও সিকান্দার রাজার ১৭ রানই কেবল সম্বল ছিল জিম্বাবুয়ের। ৩২.৩ ওভারে তারা অলআউট হয়ে যায় ১৪৫ রানে। বিপরীতে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন স্পিনার আবরার আহমেদ। এ ছাড়া সালমান আগা ৩ এবং সাইম আইয়ুব ও ফয়সাল আকরাম একটি করে শিকার ধরেন।

১৪৬ রানের ছোট লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন সাইম। তার সঙ্গে শফিকের ওপেনিং জুটিতে ১০ ওভারেই পাকিস্তান ৭১ রান তোলে। একপ্রান্তে সাইম দ্রুতগতিতে রান তুললেও, শফিক ছিলেন শান্ত-ধীরস্থির। শেষ পর্যন্ত দুজন অপরাজিত থেকেই পাকিস্তানের বড় জয় নিশ্চিত করেন। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতা ফেরাল পাকিস্তান। সিরিজের শেষ ম্যাচে জিম্বাবুয়ে-পাকিস্তান ২৮ নভেম্বর মুখোমুখি হবে।

Header Ad

কে এই চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেপ্তার নিয়ে কেন এত হইচই

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। ছবি: সংগৃহীত

ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার (২৫ নভেম্বর) বিকেলে ইসকন নেতা এবং বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তার হন। চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, যার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।

এই ঘটনার পরপরই প্রতিবাদ ও নিন্দা জানায় ভারত এবং দেশটির শাসক দল বিজেপি। এখন প্রশ্ন হলো, কে এই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী? আর কেনইবা তাকে গ্রেপ্তার হতে হলো কিংবা গ্রেপ্তারের পরই বা কেন চারদিকে এতো আলোচনা-সমালোচনার সৃষ্টি হলো?

চিন্ময় কৃষ্ণ দাস আসল নাম ছিল চন্দন কুমার ধর। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর একাধিক সমাবেশের নেতৃত্ব দেন তিনি। তার দাবি, সনাতন ধর্মাবলম্বীদের উপর হওয়া 'নিপীড়নের' বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এ সমাবেশ। তবে তার কর্মকাণ্ড নিয়ে বিতর্ক দানা বাঁধে।

বিশেষত গত অক্টোবরে চট্টগ্রামে একটি মিছিলের সময় বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এই ঘটনায় তার বিরুদ্ধে মামলাও করা হয়, যে মামলায় বর্তমানে তিনি কারাবন্দী। তবে তার সমর্থকদের দাবি, তাকে গ্রেপ্তারের বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাকে কারাগারে পাঠানোর আদেশের প্রতিবাদে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন সনাতন সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ।

ধর্মীয় এই নেতাকে গ্রেপ্তারের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান জানিয়েছেন, কৃষ্ণ দাসের বিরুদ্ধে অভিযোগ তদন্তাধীন রয়েছে। তবে সুনির্দিষ্টভাবে কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে ইসকনের নেতা হিসেবে নয়, বরং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বা অপচেষ্টা মেনে নেওয়া হবে না।

Header Ad

ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ, বেড়েছে দাম

ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ। ছবি: সংগৃহীত

স্লট বুকিং জটিলতায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়নি। তবে সোমবার (২৫ নভেম্বর) আগের স্লটে বুকিং করা দুই ট্রাক আলু আমদানি হয়েছে।

এতে করে হিলি স্থলবন্দর এলাকায় বেড়েছে সব ধরনের আলু ও পেঁয়াজের দাম। ভারতীয় আলু ৭০ টাকায়, দেশি আলু ৭৫ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে এ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়নি। তবে সোমবার আগের বুকিং করা ২ ট্রাক আলু আমদানি হয়েছে। প্রতি কেজি আলু ৭০ টাকা দরে বিক্রি হয়েছে বন্দরে; যা একদিনের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়েছে আলুর দাম তবে স্বাভাবিক রয়েছে পেঁয়াজের দাম।

সবশেষ রোববার ১৪ ট্রাকে ৩৯৬ মেট্রিক টন পেঁয়াজ ও ৭২ ট্রাকে দুই হাজার মেট্রিক টন আলু আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। এরপর রপ্তানিতে স্লট বুকিং বন্ধ করে দেয় দেশটির রাজ্য সরকার।

নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের একজন রপ্তানিকারক বলেন, রাজ্যের বিভিন্ন এলাকায় হঠাৎ করে পেঁয়াজ ও আলুর দাম বেড়ে যাবার কারণে রাজ্য সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। তবে আমরা বৈঠক করব সরকারের প্রতিনিধির সাথে যাতে অন্য রাজ্য থেকে হলেও বাংলাদেশে আলু ও পেঁয়াজ রপ্তানি করতে পারি। এ ছাড়াও আমাদের যেসব গাড়ি লোডিং অবস্থায় রয়েছে সেগুলোর স্লট বুকিং না দিলে আমরা ক্ষতিগ্রস্ত হব।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ভারত থেকে পণ্য আমদানি করতে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের স্লট বুকিং নিতে হয় যা অনলাইন সিস্টেমে। হঠাৎ করে রোববার অনলাইন সিস্টেম বন্ধ করে দিয়েছে বলে জানান ভারতের রপ্তানিকারকরা। ফলে স্লট বুকিং দিতে পারছি না আমরা। যার কারণে পেঁয়াজ ও আলু আমদানিতে শঙ্কা দেখা দিয়েছে। বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়নি তবে আগের বুকিং করা আলু সোমবার এসেছে দুই ট্রাক। স্লট বুকিং খুলে না দেওয়ায় মঙ্গলবার থেকে আলু ও পেঁয়াজ বন্দর দিয়ে আমদানি হচ্ছে না।

Header Ad

সর্বশেষ সংবাদ

সাইম আইয়ুবের বিস্ফোরক সেঞ্চুরিতে সমতায় ফিরলো পাকিস্তান
কে এই চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেপ্তার নিয়ে কেন এত হইচই
ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ, বেড়েছে দাম
৮০ বছর বয়সেও মডেলিং করবেন রুনা খান
চট্টগ্রামে চিন্ময়ের অনুসারীদের হামলায় আইনজীবী নিহত
গুলিবিদ্ধ হওয়ার ২২ দিন পর নওগাঁ যুবদল নেতার মৃত্যু
ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে ভারতের বিবৃতি
সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় গ্রেফতার: আসিফ মাহমুদ
সংবিধানের ৬২ জায়গায় সংশোধনের প্রস্তাব বিএনপির
বঙ্গবন্ধু রেল সেতুতে চলল পরীক্ষামূলক ট্রেন
শাপলা চত্বর গণহত্যায় শেখ হাসিনাসহ ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগ
এখনও দেশের প্রতিষ্ঠিত অনেক গণমাধ্যম ভুল সংবাদ ও গুজব প্রচার করছে : উপদেষ্টা নাহিদ
চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান, নিহত ছয়
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
সিএমপি হেফাজতে ইসকনের চিন্ময় কৃষ্ণ, তোলা হবে আদালতে
মুরগির বাচ্চায় সিন্ডিকেট, দৈনিক হাতিয়ে নিচ্ছে ৯ কোটি টাকা
দেশের বাজারে স্বর্ণের নতুন দাম আজ থেকে কার্যকর
খালেদা জিয়াকে উমরাহ পালনের আমন্ত্রণ সৌদির