তামিমের সামনে ৮ হাজার রানের মাইলফলক
ওয়ানডেতে উড়ছে বাংলাদেশ। এক সময় মাশরাফির নেতৃত্বে উড়েছে এখন উড়ছে তামিম ইকবালের নেতৃত্বে। জিতেছে টানা ৫টি সিরিজ। এই পাঁচটি সিরিজ ছিল শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও উইন্ডিজ। জিম্বাবুয়ে ও উইন্ডিজকে করেছিল হোয়াইটওয়াশ। এবার আবার জিম্বাবুয়ের পালা। হয়ে গেলেই সিরিজ জয়ের অর্ধডজন পূর্ণ হবে। অধিনায়ক তামিম ইকবালের এই পাল্লা ভারী হয়ে উঠার পাশাপাশি তার ব্যক্তিগত একটি পাল্লাও ভারী হয়ে উঠার সম্ভাবনা আছে। আর সেই পাল্লাটি হলো বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৮ হাজার রানের মাইলফলক র্স্পশ করা।
মাইলফলক ছুঁতে তার প্রয়োজন ৫৭ রানের। এটি হয়ে যেতে পারে আজকের ম্যাচেই। হয়ে গেলে তামিম ইকবাল হবেন বিশ্ব ক্রিকেটে ৩৩ নাম্বার ব্যাটসম্যান। এই ফরম্যাটে ১৮,৪২৬ রান করে সবার চুড়ায় আছেন মাস্টার-ব্লাষ্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। দ্বিতীয় স্থানে থাকা সাঙ্গারাকার রান তার থেকে চার হাজারেরও বেশি কম। সাঙ্গাকারার রান ১৪,২৩৪। তামিম ইকবাল এখন পর্যন্ত ২২৮টি ম্যাচ খেলে ১৪ সেঞ্চুরিতে রান করেছেন ৭৯৪৩। গড় ৩৬.৯৪।
এমপি/এসআইএইচ