সেরা একাদশ নিয়ে মোসাদ্দেকের ভুল তথ্য!
নুরুর হাসানা সোহান ইনজুরিতে পড়ে জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে পড়ে যাওয়ার পর তার জায়গায় সবাইকে অবাক করে দিয়ে অধিনায়ক করা হয় মোসাদ্দেক হোসেন সৈকতকে। কিন্তু দলে আবার ব্যাটসম্যান নুরুল হাসানের অভাব ঘুচাতে বিসিবি কর্তৃক বিশ্রামে দেয়া মাহমুদউল্লাকে ফিরিয়ে আনায় শুরু হয় বিস্তর সমালোচনা। যে সমালোচনায় অনেকটা আড়াল পড়ে যায় মোসাদ্দেকের অধিনায়ক হওয়ার বিষয়টি। কারণ দলে আগে এক ম্যাচে অধিনায়কত্ব করা লিটন দাস ছিলেন। তার সম্ভাবনাই ছিল বেশি। বিসিবির বিভিন্ন সূত্রে সে রকম পূর্বাভাসই দেওয়া হয়েছিল। দায়িত্ব পাওয়ার পর মোসাদ্দেক প্রথমেই ভুল করে বসলেন। টস হারের পর তিনি কথা বলতে এসে দলের পরিবর্তন নিয়ে দেন এই ভুল তথ্য।
উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একাদশে ‘কাপল অব চেঞ্জ’ আছে। মাহমুদউল্লাহ খেলছেন। আর পেসার একজন কমিয়ে স্পিনার বাড়ানো হয়েছে।’ স্পিনার কে খেলবে তা তিনি অবশ্য বলেননি। পরে দেখা যায় সেরা একাদশে দুইটি নয়, পরিবর্তন হয়েছে তিনটি। তৃতীয় খেলোয়াড় হলেন ওপেনার পারভেজ হোসেন ইমন। আগের ম্যাচে খেলা একাদশ থেকে নুরুল হাসান সোহানের সঙ্গে নেই শরিফুল ও এনামুল হক বিজয়। আর একাদশে সুযোগ পান মাহমুদউল্লাহ ও নাসুম আহমেদের সঙ্গে বাংলাদেশের ৭৬তম টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে ওপেনার পারভেজ হোসেন ইমনের। তার মাথায় অভিষেক ক্যাপ পরিয়ে দেন চমক দিয়ে বিশ্রাম থেকে দলে ফেরা সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ ।একজন অধিনায়ক হয়ে টিভি লাইভে মাইক্রোফোনের সামনে মোসাদ্দেকেরে সেরা একাদশ নিয়ে এমন ভুল তথ্য দেয়া ছিল বিষ্ময়কর!
এমপি