কমনওয়েলথ গেমস
টেবিল টেনিস থেকে বাংলাদেশের বিদায়
ইস আর আফসোস নিয়ে ২২তম কমনওয়েলথ গেমসের টেবিল টেনিসে থেমে গেল বাংলাদেশের পুরুষ দলের যাত্রা। বিদায় নিতে হয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। তাদের যাত্রা থামিয়ে দিয়েছে প্রতিবেশী ভারত। কোয়ার্টার ফাইনালে সরাসরি ৩-০ সেটে হেরে যান হৃদয়-রামহিম-সাব্বির-রাতুলরা। রামহীম ও হৃদয় সরাসরি ৩-০তে (১১-৮, ১১-৬ ও ১১-২ পয়েন্ট) হেরে যান। এককে সাব্বির ১১-৪, ১১-৭ ও ১১-২ পয়েন্টে এবং অফর এককে মৌতাসিন রাতুল ১১-২, ১১-৩ ও ১১-৫ পয়েন্টে হার মানেন।
কোয়ার্টারের বাধা টপকাতে পারলেই বাংলাদেশের একটি পদক নিশ্চিত হতো। কোয়ার্টার ফাইনালে আসার পথে গ্রুপ পর্বে বাংলাদেশ ৩-০ সেটে ফিজিকে এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর গায়ানাকে ৩-২ সেটে পরাজিত করে এক ম্যাচ হাতে রেখেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা হেরেছিল ইংল্যান্ডের কাছে।
এদিকে গেমসের চতুর্থ দিন পুরুষদের আর্টিস্টিক জিমন্যাস্টিকসে সর্বমোট ১৮টি দেশের ৫৬ জন জিমন্যাস্ট অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ব্যক্তিগত অল-অ্যারাউন্ডে শিশির আহমেদ ২১তম, ভল্টিং টেবিলে আলি কাদের হক ১২তম, আবু সাঈদ রাফি ১৬তম ও শিশির আহমেদ ১৭তম স্থান অধিকার করেন। দলগত ভাবে বাংলাদেশ ১৮টি দেশের মধ্যে নবম হয়। বাংলাদেশ দল সর্বমোট ১০০.০৬ পয়েন্ট অর্জন করে। ব্যক্তিগত অল-অ্যারাউন্ডে শিশির এখনো রিজার্ভ তালিকায় আছেন। তালিকার উপর থেকে কোনও ক্রীড়াবিদ যদি চোট বা অন্য কোনও কারণে বাদ পড়েন তাহলে শিশিরের সুযোগ আছে পরবর্তী ধাপে উত্তীর্ণ হওয়ার।
এ ছাড়াও রবিবার (৩১ জুলাই) সাঁতারে মেয়েদের ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টের তৃতীয় হিটে বাংলাদেশের সোনিয়া খাতুন আট প্রতিযোগীর মধ্যে হয়েছেন ষষ্ঠ। তিনি সময় নেন ৩০.৯৪ সেকেন্ড। এই ইভেন্টে সর্বমোট ৫২ জন প্রতিযোগীর মাঝে সোনিয়া ৪২তম হন। ছেলেদের ১০০ মিটার ফ্রি-স্টাইলের চতুর্থ হিটে বাংলাদেশের সাঁতারু আসিফ রেজা আটজনের মধ্যে ষষ্ঠ হন। তিনি সময় নেন ৫৪.২৪ সেকেন্ড। এই ইভেন্টে সাঁতার শেষ করা মোট ৬৯ জন সাঁতারুর ভেতর আসিফ হয়েছেন ৫০তম।
এমপি/এসআইএইচ