সার্ভিসেস কাবাডি লিগ
শিরোপা ধরে রাখল নৌবাহিনী
বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনীর চ্যালেঞ্জ থাকলেও শেষ পর্যন্ত সার্ভিসেস কাবাডি লিগের শিরোপা ধরে রেখেছে নৌবাহিনী। জাতীয় কাবাডি স্টেডিয়ামে রবিবার (৩১ জুলাই) লিগের শেষ ম্যাচে তারা ৩০-৩০ পয়েন্টে ড্র করেছে সেনাবাহিনীর সঙ্গে। ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে লিগ শেষ করে তুহিন তরফদার, আরদুজ্জামানদের মতো তারকা নিয়ে গঠিত নৌবাহিনী। ১২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে পুলিশ।
আগের ম্যাচে পুলিশ নিজেদের ভুলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ৩০-৩০ পয়েন্টে ড্র করায় শিরোপা ধরে রাখার পথ সহজ হয় নৌবাহিনীর। ১২ ম্যাচে নৌ-বাহিনীর একমাত্র হার পুলিশের কাছে। বিজিবির সঙ্গে ড্র করায় প্রথমবারের মতো রানার্সআপ হয়েছে শরিফ হোসেনের পুলিশ। বাংলাদেশ গেমস চ্যাম্পিয়ন বিজিবি হয়েছে তৃতীয়। তাদের পয়েন্ট ১২ ম্যাচে ১৭।
নৌবাহিনী ও সেনাবাহিনীর মধ্যকার ম্যাচ শেষে কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের সভাপতিত্বে খেলোয়াড়দের পুরস্কৃত করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন।
এমপি/এসজি/